Breaking

Monday, July 1, 2019

এপ্রিল,মে এবং জুন মাসের সাম্প্রতিক যত বাছাই করা প্রশ্ন একসাথে পড়ুন

এপ্রিল_মে_জুন_মাসের_সাম্প্রতিক_(All in one)
তথ্যসূত্র____কারেন্ট_অ্যাফেয়ার্স
Current Affairs in last 3 Month


০১| দেশে বর্তমানে(৪ মার্চ ২০১৯) মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
®>১,৩৪,১৪৭টি
®>সরকারি ৬৫,৫৯৩টি

০২| বর্তমানে দেশে মোট পাটকল সংখ্যা কতটি?
®>৩১৪টি

০৩| দেশে একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কী?
®>গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)

০৪| দেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি?
®>৬টি(তিতাস,বাখরাবাদ, জালালাবাদ, কর্ণফুলী, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল।

০৫| দেশের বৃহত্তম গো-চারণভূমি কোথায় অবস্থিত?
®>সিরাজগঞ্জের শাহজাদপুরে।
®>আয়তন ১২০০ একর

০৬| দেশের প্রথম নারী সম্পাদক কে?
®>ঊর্মিলা সিংহ
®>তিনি কুমিল্লা থেকে প্রকাশিত ১৮৯৬ সালে 'ত্রিপুরা হিতৈষী'পত্রিকার সম্পাদক ছিলেন।

০৭| 'The Marriage Contract & Exhale(শ্বাসত্যাগ) নামক গ্রন্থ দুটির লেখক কে?
®>বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক "তারা আহমেদ"।

০৮| ১৫ মার্চ ২০১৯ এশিয়া-প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়ন(APDU)'র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল?
®>বাংলাদেশ জাতীয়বাদী দল(BNP)

০৯| বর্তমানে(২০১৮-১৯) দেশের মাথাপিছু আয় কত?
®>১৯০৯ মার্কিন ডলার

১০| বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কতটি আইন চালু রয়েছে?
®>৩৭৮টি

১১| দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে?
®>বিমানবন্দর-কমলাপুর রুটে
®>দৈর্ঘ্য হবে ১৯.৮৭ কি.মি

১২| দেশে ইলিশ অধ্যুষিত জেলা কতটি?
®>৩৬টি

১৩| "জাটকা" কাকে বলে?
®>১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশের পোনাকে জাটকা বলা হয়।
®>পূর্বে ছিল ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার

১৪| "জাগ্রত ৭১"ভাস্কর্য কোথায় অবস্থিত?
®>দামপাড়া পুলিশ লাইন,চট্টগ্রাম।

১৫| "মুক্তমঞ্চ,স্বাধীনতা সোপান"কোথায় অবস্থিত?
®>সাঁথিয়া,পাবনা।
®নোট রমজান

১৬| শেখ হাসিনা নকশিপল্লি কোথায় অবস্থিত?
®>জামালপুর।

১৭| বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
®>ডেভিট ম্যালপাস

১৮| যুক্তরাষ্ট্র বর্তমানে কতটি দেশকে GSP সুবিধা দেয়?
®>১২০টি

১৯| বিশ্বের শীর্ষ "কিসমিস"উৎপাদনশীল দেশের নাম কী?
®>তুরস্ক

২০| ভারতের প্রথম লোকপাল কে?
®>সাবেক বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

২১| সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি প্রাসাদের নাম কী?
®>কাসর আল ওয়াতান

২২| আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ সাল কোনটি?
®>২০১৯

২৩| বর্তমানে আইন শাসনে শীর্ষ দেশের নাম কী?
®>ডেনমার্ক
®>সর্বনিম্নে ভেনিজুয়েলা
®>বাংলাদেশ ১১২তম

২৪| বর্তমানে মানব পুঁজি সূচকে শীর্ষ দেশ কোনটি?
®>সিঙ্গাপুর
®>সর্বনিম্নে শাদ
®>বাংলাদেশ ১০৬তম

২৫| গানের পাখি"খ্যাত সংগীত শিল্পীর নাম কী?
®>শাহনাজ রহমতুল্লাহ(১৯৫২-২০১৯)

নোট Md. Ramjan
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

#কারেন্ট_অ্যাফেয়ার্স(সাম্প্রতিক)
#মাস_এপ্রিল
#পর্ব_০২

০১| এশীয় উন্নয়ন ব্যাংক(ADB) এর বর্তমান সদস্য দেশ কতটি?
®=>৬৮টি
®=>৬৮তম দেশ নিউ(Niue)

০২| আন্তর্জাতিক অপরাধ আদালত(ICC)
এর সদস্য সংখ্যা কত?
®=>১২২টি
®=>ত্যাগ করে ফিলিপাইন
®=>যোগ দেয় মালয়েশিয়া

০৩| বায়ু দূষণে শীর্ষ শহর কোনটি?
®=>গুরুগ্রাম(ভারত)
®=>ঢাকা ১৭তম
®=>শীর্ষ রাজধানী---দিল্লি
®=>রাজধানী হিসেবে ঢাকা--২য়

০৪| বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?
®=>বাংলাদেশ

০৫| ৯১তম অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি?
®=>Green Book
®=>সেরা পরিচালক আলফনসো কুয়ারন
®=>সেরা অভিনেতা রামি মালেক
®=>সেরা অভিনেত্রী অলিভিয়া কোলম্যান

০৬| "ভিনো ভিস্তে(Red Wine)" কী?
®=> ভেনিজুয়েলার জাতীয় ফুটবল দলের ডাকনাম।

০৭| বর্তমান বিশ্বে শীর্ষ ধনী কে?
®=>জেফ বেজোস (যুক্তরাষ্ট্র)
®=>২য় বিল গেটস
®=>৩য় ওয়ারেন বাফেট

০৮| বর্তমান বিশ্বে অস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
®=>২৫তম
®=>শীর্ষ আমদানীকারক দেশ সৌদি
®=>শীর্ষ রপ্তানীকারক দেশ যুক্তরাষ্ট্র

০৯| বর্তমানে কতটি বিশ্ববিদ্যালয়ে "বঙ্গবন্ধু চেয়ার" রয়েছে?
®=>৩টি
®=>ঢাকা,চট্টগ্রাম ও ইসলামি বিশ্ববি.

১০| ডাকসুর ভিপি নূরুল হক নূর ভাই কততম ভিপি?
®=>২৫তম
®=>ভোট হয় ১৮টি হলে।

১১| বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার করে?
®=>নেপালের সাথে।

১২| বাংলাদেশ কতটি দেশের সাথে দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষর করে?
®=>৩৫টি

১৩| যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি "অভিবাসী দিবস"কবে?
®=>২৫ সেপ্টম্বর।

১৪| নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের "আল নূর ও লুনউড"মসজিদে কবে সন্ত্রাসী হামলা হয়?
®=>১৫ মার্চ ২০১৯।

১৫| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
®=>তর্জনী
®=>নির্মাতা সোহেল রানা বয়াতী
®=>নোট তৈরি---রমজান

১৬| জাতীয় ভোটার দিবস কবে?
®=> ১ মার্চে
®=> ২ মার্চে পতাকা দিবস
®=> ৮ মার্চে আন্তর্জাতিক নারী দিবস
®=> ২২ মার্চে পানি দিবস
®=> ২৬ মার্চে স্বাধীনতা ও জাতীয় দিবস

১৭| ২০১৯ সালে কতজন স্বাধীনতা পুরস্কার পায়?
®=> ১৩ জন।

১৮| নব্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট "ডেভিট ম্যালপাস"কততম?
®=> ১৩তম।

১৯| "ভেটো Veto" কোন ভাষার শব্দ,এর অংথ কী?
®=>ল্যাটিন ভাষা I Forbid থেকে আগত যার অর্থ আমি মানি না।
®=>১ম ভেটো দেন জর্জ ওয়াশিংটন(১৭৭২)

২০| "খাজাখস্তানের"বর্তমান রাজধানীর নাম কী?
®=>"নুরসুলতান"
®=>পূর্বে রাজধানী ছিল আলমা-আতা

২১| ভারতের লোকসভা নির্বাচন কততম?
®=>১৭তম
®=>রাজ্য ২৯টি
®=>আসন ৫৪৫টি

২২| ভারতের প্রথম ভোটার কে?
®=>হিমাচল প্রদেশের শ্যামশরন নেগি বর্তমান বয়স ১০১।১৬ বার ভোট দিয়েছেন ১৯৫১ সাল থেকে।

২৩| NATO এর বর্তমান সদস্য কতটি?
®=>২৯টি
®=>প্রথমে ছিল ১২টি

২৪| কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?
®=>৫৩টি

২৫| বিশ্বের এক নম্বর বেসরকারী উন্নয়ন সংস্থা(NGO) এর নাম কী?
®=>ব্র্যাক।শীর্ষ ৫০০টি NGO এর মধ্যে।

২৬| বিশ্বের সবচেয়ে সস্তায় মোবাইল ডাটা কেনে কোন দেশ?
®=>ভারত,১GB ১৮.৫ রূপি
®=>বাংলাদেশ ১৩তম ১জিবি ৮২.৮৫টা.

২৭|CNG ও LPG এর পূর্ণরূপ কী?
®=>CNG--Compressed Natural Gas
®=>LPG--Liquid Petroleum Gas

২৮| দুর্যোগে শীর্ষ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি
®=>চীন।

২৯| বন্যায় আক্রান্ত শীর্ষ দেশ কোনটি?
®=>চীন
®=>বাংলাদেশ ৩য়

৩০| বিশ্ব সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?
®=>১২৫তম
®=> শীর্ষে ফিনল্যান্ড

নোট MD. Ramjan Ali

০১| বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®___৭৭১.৫০ কোটি
®___বৃদ্ধির হার ১.১%
®___সার্কভুক্ত আফগানিস্তানে ২.৮%
®___কম শ্রীলংকায় ০.৪%

০২| ২০১৯ সালের সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
®___নরওয়ে
®___বাংলাদেশ ১৫০তম
®___সর্বনিম্নে তুর্কিমেনিস্তান

০৩| বৈশ্বিক ই-কমার্স বাণিজ্যে শীর্ষ দেশ কোনটি?
®___যুক্তরাষ্ট্র

০৪| ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশ কততম?
®___৯ম।

০৫| "সাগরকন্যা"নামে খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
®___১৮ কিলোমিটার

০৬| "National Thowheed Jamath (NTJ) কোন দেশ ভিত্তিক জিহাদী গ্রুপ?
®___শ্রীলংকার
®___২০১৪ সালে কাট্টাকুড়ি শহরে চালু

০৭| দেশের একমাত্র কোস্টগার্ড বাহিনির প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
®___কুয়াকাটা,পটুয়াখালীতে।

০৮| ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নির্মিত দেশের প্রথম স্বয়ংক্রিয় আন্ডার ওটায়ার রোবটের নাম কী?
®___ডুবুরি

০৯| বিশ্বের প্রথম সশস্ত্র উভচর ড্রোন জাহাজ তৈরি করে কোন দেশ?
®___চীন
®___নাম Marine Lizard.

১০| বিশ্বে বাণিজ্যিকভাবে প্রথম 5G
(5th Generation) চালু করে কোন দেশ?
®___দক্ষিণ কোরিয়া
®___চালু করে ৩ এপ্রিল ২০১৯।

১১| বিশ্বের দীর্ঘতম লবণ গুহার(Salt Cave)নাম কী ও কোথায় অবস্থিত?
®___মালহ্যাম গুহা(Malham Cave)
®___ইসরাইলে অবস্থিত।

১২| বর্তমান ইস্পাত শিল্প প্রক্রিয়ার জনক কে?
®___স্যার হেনরি বেসিমির,ইংল্যান্ড

১৩| বিশ্বের প্রথম "কোরআন পার্ক" কোথায় অবস্থিত?
®___দুবাই,সংযুক্ত আরব আমিরাত

১৪| "International Year of Plant Health" কোন সাল?



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close