Breaking

Tuesday, July 9, 2019

প্রাথমিকে ”অফিস সহকারী” পদ সৃষ্টি, শীঘ্রই আসছে বড় নিয়োগ ||Edubdinfo24||

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কস্ট লাঘবে অতি দ্রুত অফিস সহকারী নামের একটি নতুন পদ সৃষ্টির কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার দুপুরে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাকির হোসেন রাজু স্যার।
Ministry-of-Primary-and-Mass-Education-Job-Circular
 
তিনি এক বিজ্ঞপ্তির আলোচনাতে বলেন বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাংলাদেশে অনেক এবং সেই সাথে এখানে ছাত-ছাত্রী  সংখ্যাও অনেক। একটা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং তাদের কাগজপত্র ইত্যাদী হিসাব নিকাশ একজন প্রধান শিক্ষক দ্বারা অনেকটা কস্টসাধ্য। তাই সরকার বর্তমানে প্রধান শিক্ষকদের এ কস্ট লাঘবের চিন্তা করে নতুন পদ অফিস সহকারী সৃষ্টির কথা চিন্তা করছে।

এই পদ সৃষ্টি হলে প্রধান শিক্ষক দের খাতা কলমের কাজগুলো নিশ্চিন্তে এই পদের ব্যাক্তি করতে পারবেন।

প্রাথমিক প্রধান শিক্ষকদের কষ্ট লাগবের জন্য প্রতিটি প্রাথমিকে স্কুলে অফিস সহকারি নিয়োগ দেওয়া হবে। অচিরেই বড় বিজ্ঞপ্তি আসছে। জাকির হোসেন রাজু স্যার, প্রাথমিক গন শিক্ষা প্রতিমন্ত্রী।

আমরা আশা করছি সরকারের এই উদ্যোগটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হোক।
আপনার মন্তব্য কী?
নিচেই জানাতে ভুলবেন না
আরো জানতে এখানে ক্লিক করুন

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

close