Breaking

Wednesday, July 17, 2019

দেশের ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি এবারের এইচএসসি পরীক্ষায়

 এইচএসসি'র ফল প্রকাশ, পাশের হার ৭৩.৯৩%
দেশের ৮ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৩.৯৩%। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। বুধবার (১৭ জুলাই) গণভবন থেকে এই ফল প্রকাশ করা হয়েছে।
fail-on-hsc-exam-2019



বুধবার সকাল ১০টার সময় শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মণি এই ফলাফল প্রকাশ করেন।
তিনি বলেন দেশের ৮ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৭৩.৯৩% এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন তবে দেশের ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি বলেও তিনি জানান।


এবারের ফলাফলে জানা যায়, এবার ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

বুধবার সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।


পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, সারা দেশে এবার ৯ হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। এদের মধ্যে ৯ হাজার ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাস করেছে। কিন্তু ৪১টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close