Breaking

Wednesday, August 7, 2019

বাংলাদেশ কৃষি অধিদপ্তর এর ১৩৫৭ পদে বিশাল নিয়োগ প্রকাশ


Bangladesh Agricultural
বাংলাদেশ কৃষি উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি ১৪ টি পদে মোট ১৩৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ৭-০৮-২০১৯ থেকে । আবেদন করা যাবে ৬-০৯-২০১৯ পর্যন্ত।



পদের নাম ও পদসংখ্যা

স্টোর কিপার- ১৩

পরিসংখ্যান সহকারী- ৭

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৫০৬

ইলেকট্রিশিয়ান- ৪

লাইব্রেরিয়ান- ৪

ক্যাশিয়ার- ২৩

ড্রাইভার- ৩২

প্লাম্বিং মিস্ত্রি- ৬


স্পেয়ার মেকানিক- ২২০

অফিস সহায়ক- ৭০

ফার্মলেবার- ২০৬

নিরাপত্তা প্রহরী- ২২২

বাবুর্চি- ২৬

পরিচ্ছন্নতাকর্মী- ১৮


আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
Bangladesh Agricultural Development Corporation Job Circular Published

Bangladesh Agricultural Development Corporation Job Circular Published


চাকরি আবেদনের বয়স


প্রার্থীর বয়স ০১-০9-২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://dae.teletalk.com.bd/index.php?action=job-list) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৬-০৯-২০১৯ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close