Breaking

Monday, September 30, 2019

এইমাত্র ১৬তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলি ফল প্রকাশ | 16th NTRCA Prili Result

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে বিগত ৩০ আগস্ট, ২০১৯ তারিখে ষােড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মােট ১১৭৬১৯৬ জন পরীক্ষার্থী আবেদন করেন।



ntrca result
পরীক্ষায় অংশগ্রহণকারী মােট পরীক্ষার্থীর সংখ্যা ৯৫৯১৮৫ জন। উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল অদ্য ৩০ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ বেলা ০২:১৫ টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১১৫৪৭ জন, স্কুল পর্যায়ে ৮৪৬৯৬ জন এবং কলেজ পর্যায়ে ১৩২১৯৯ জনসহ সর্বমােট ২২৮৪৪২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ২৩.৮২%।

16th NTRCA Prili Result Has Been Published | Check Here Now


পরীক্ষার ফলাফল এখানে লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ হতে SMS-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

রেজাল্ট পেতে নিচের ছবিতে ক্লিক করুন



16th NTRCA Prili Result
16th NTRCA Prili Result



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close