Breaking

Friday, December 20, 2019

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এ অফিস সহকারী পদে চাকরি | BINA Job Circular 2020


bina job circular
bina job circular
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সম্প্রতি ১২ টি পদে মোট ৫৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৩-১২-২০১৯ থেকে । আবেদন করা যাবে ২২-১-২০২০ পর্যন্ত।


পদের নাম ও পদসংখ্যা

কম্পিউটার অপারেটর- ২ জন

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর- ১ জন

বৈজ্ঞানিক সহকারী১- ১৭ জন

বৈজ্ঞানিক সহকারী২- ২০ জন

পিএ- ৩ জন

কেয়ার-টেকার- ১ জন

ড্রাফটসম্যান- ১ জন

ড্রাইভার- ৪ জন

ডাটা এন্ট্রি অপারেটর- ৩জন

টেকনিশিয়ান২- ২জন

পাম্প অপারেটর- ২ জন

বাবুর্চি -১জন

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ২৩-১২-২০১৯ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bina.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২২-১-২০২০ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন ।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:


bina job circular

bina job circular

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close