Breaking

Sunday, February 23, 2020

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পোগ্রামে ভর্তির আবেদন শুরু ২৫ ফেব্রুয়ারি ২০২০
শেষ : ০৮ মার্চ ২০২০ পর্যন্ত
Masters Admission Prili national university
Masters Admission Prili national university
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের 2018-19 শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন 25 ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে 2020 তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদেরকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে আবেদন ফি বাবদ 300 টাকা সহ প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত কলেজের 9 মার্চ 2020 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

ভর্তি বিষয়ক বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। উল্লেখ্য যে 2018-19 শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে 2016-17 শিক্ষাবর্ষের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। 2018-19 শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজে 24 মার্চ 2020 তারিখ থেকে শুরু হবে।

সাধারণ যোগ্যতা ও শর্তাবলি 
ভর্তি কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2014 থেকে 2018 সাল পর্যন্ত তিন বছর মেয়াদী স্নাতক পাস নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর এবং ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ 2.25 প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এছাড়া আবেদনকারীকে ভর্তি থাকতে হবে এবং তাতে ন্যূনতম 40% নম্বর অথবা ক্রেডিট পদ্ধতি 2.00 পেতে হবে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2014 থেকে 2018 সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সমমান পরীক্ষায় পাশ ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স আবেদন করতে পারবে না তবে এ সকল শিক্ষার্থী সার্টিফিকেট কোর্স পরীক্ষার অংশগ্রহণ করে ন্যূনতম 45 নম্বর অথবা জিপিএ 2.25 মাস্টার্স ভর্তির সুযোগ পাবে।



Masters Admission Prili national university
Masters Admission Prili national university
Masters Admission Prili national university
Masters Admission Prili national university


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close