Breaking

Friday, March 27, 2020

করোনায় গুজব! নবজাতক দিল করোনার ঔষধ! তারপর মৃত্যু || Edubdinfo24

গুজবের দেশ বাংলাদেশে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে যখন আতঙ্কিত তখন বাংলাদেশের জনগণ মেতে আছে বিভিন্ন গুজব নিয়ে।

এই তো গেল সপ্তাহে ভোর রাতে মুঠোফোনে সবাইকে বলা হল ফজরের নামাজের আগে থানকুনির পাতা চিবিয়ে খেলে তার করোনা ভাইরাস আক্রমণ হবে না।
দাবী করা ল কোন এক পীর তা স্বপ্নে দেখেছে।

অথচ দিনের বেলা সেই কথিত পীর সংবাদের সামনে বললে, আমি এ বিষয়ে কোন স্বপ্ন দেখিনি।
Coronavirus


এবার গত রাতে দেশের কল্যাণ চিন্তা করে রাত ১১টার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আযানের সুর ভেসে আসে। আর তারপরই একদল প্রতারকের দল একটি গুজব রটিয়ে দেয় যে, উত্তর বঙ্গের কোন এক জেলাতে একটা শিশু জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করেছে। যদিও কেউ বলছে রঙপুর,কেউ বগুড়া, কেউ রাজশাহী ইত্যাদী। এবং সে নাকি বলেছে আদা,গোল মরিচ,কালোজিরা একসাথে গরম পানির সাথে পান করলে সেরে যাবে করোনা। এবং সে নাকি করোনার ঔষধ দিতেই জন্ম লাভ করেছে।

আর সাথে সাথেই এটা নিয়ে রীতিমত হই-চই পড়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমে।
এটাই বাংলাদেশ!

বিশ্ব যখন আতঙ্কিত তখন এই দেশের জনগণ আছে গুজব রটানোতে ব্যস্ত। যদিও প্রসাশন এই সকল রটোনা কারীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে সাজা প্রদান করছে তবুও থামছে না গুজবের মাত্রা।

একটা পর একটা নতুন গুজবে ভরে যাচ্ছে দেশ।

সবাই সাবধান থাকুন। অযথা এইসব গুজবে কান দিবেন না। ধন্যবাদ।

নিউজ ডেস্কঃ এডুবিডিইনফোটুয়েনন্টিফোর

সঠিক খবর পেতে নিচের ছবিতে ক্লিক করুন।

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close