Breaking

Saturday, June 13, 2020

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন সকল বিষয় আজ পর্ব-১

০১. দেশের # ২য়_পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০২. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৩. বাংলাদেশে # 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. ২০১৮ সালের # product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৬. বাংলাদেশ সবচেয়ে বেশি # ঋন পায়- IDA থেকে।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১০. #দারিদ্র্যের_হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. #বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে
# ১ম_হ্যাট্রিক_করেন - ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ-ভারত মৈত্রী ভবন অবস্থিত- রাজশাহীতে।
২২. বর্তমান বিশ্বের # সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে # জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে #মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের
# প্রথম_অনলাইন_ভিত্তিক_জব_মার্কে
ট_প্লেস - #"দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান # মাথাপিছু আয়- #১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - # A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি (রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের # ফুলের_রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট
# উৎপাদনরত_গ্যাসক্ষেত্র - ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে # নদী_বন্দর - ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে # e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - #১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে # স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব- কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে
# বেলুনের_সাহায্যে_ইন্টারনেট_
ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- "প্রজেক্ট লুন"।
৪৩. #MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - "
# Interventions : A life in war & Peace "।
৪৬. #"মিন্দানাও_দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে - ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে- চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক #"রোজ_গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট # গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. #"রাজাধিরাজ_রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. #উইজডন_বর্ষসেরা_তরুণ_ক্রিকেটার_
২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা)।
৫৬. বিশ্বের সবচেয়ে # ক্ষমতাধর_পাসপোর্ট - জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ- ফ্রিডজফ ন্যানসেন।
৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক- ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ)
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - # মজলিস -ই-শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - # মহেশ_কুমার_মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি #"মহাকাশ_বাহিনী" গঠনের সিদ্ধান্ত নিয়েছে- USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - #"Apple_Incorporated".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- # আকাশবীণা ।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে) Raisul Islam Hridoy
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার - ১.১০% ভাগ।

17th NTRCA suggestions all subject part-1


৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে # বীরাঙ্গনা_মুক্তিযোদ্ধার সংখ্যা - ২৩১ জন।
৭৪. #"তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে - ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় - ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- #৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. #দেশের_প্রথম_নারী_প্রোগ্রামার -- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম- Bank Asia.
৮৯. "Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য- ০৩ টি ( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন)।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে- #৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে- #৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় #৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের #গড়_আয়ু- ৭২.৮০ বছর।
১০১. UADP মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে স্বাক্ষরতার হার- #৭২.৮০%।
১০২. দেশের ১ম #৬_লেনের_Express_Highway- ঢাকা টু ফরিদপুরের ভাঙ্গা।
১০৩. "সড়ক পরিবহন বিল- ২০১৮" সংসদে পাস হয়- ১৯ সেপ্টেম্বর ২০১৮।
১০৪. দেশের ১ম শতভাগ স্যানিটেশনের আওতাধীন জেলা- #কুমিল্লা।
১০৫. "১৬২৬৩" নম্বরে কল করলে যে সেবা পাওয়া যাবে- Ambulance.
১০৬. "২০১৮-১৯" অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
১০৭. বিমসটেক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়- কাঠমুন্ডে।
১০৮. "বদ্বীপ পরিকল্পনা ২১০০" যার সাথে যুক্ত- জলবায়ু পরিবর্তন।
১০৯. #Ground_Zero অবস্থিত- New York.
১১০. "ব-দ্বীপ পরিকল্পনা-২১০০" অনুমোদন দেয়া হয়-- ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১১১. "ব-দ্বীপ পরিকল্পনা-২১০০" এর অনুমোদন প্রদান করে-- জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC).
১১২. " ব-দ্বীপ পরিকল্পনা ২১০০" এর ১ম পর্যায়ের মোট প্রকল্প-- ৮০ টি।
১১৩. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র)।
১১৪. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশে পুরুষ- মহিলার অনুপাত-- ১০০.৩ : ১০০।
১১৫. ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- England.
১১৬. বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু হয়েছে যে দেশে- Germany.
১১৭. "Interventions: A Life in war and Peace "-- কফি আনানের লেখা আত্মজীবনী।
১১৮. কফি আনান শান্তিতে নোবেল পুরুষ্কার পান- ২০০১ সালে।
১১৯. AIIB এর বর্তমান সদস্য দেশ- ৬৮ টি (Asian Infrastructure Investment Bank)
১২০. পরিসংখ্যান ব্যুরো ২০১৭-১৮ এর তথ্যমতে: => বর্তমানে দেশের জনসংখ্যা #১৬৩.৬৫ মিলিয়ন
=> #মাথাপিছু_আয়_১৭৫১ মা. ডলার (অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ১৭৫২)
=> জিডিপির প্রবৃত্তির হার ৭.৮৬%
১২১. " বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" উৎক্ষেপণ করা হয়-- ১১ মে, ২০১৮।
১২২. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" ব্যবহার করে পরীক্ষামূলক সম্প্রচার শুরু-- ০৪ সেপ্টেম্বর, ২০১৮।
১২৩. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" উৎক্ষেপণ করা হয়-- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হতে।
১২৪. স্যাটেলাইট সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে- ৫৭ তম।
১২৫. "বঙ্গবন্ধু স্যাটেলাইট ০১" এর বাণিজ্যিক কার্যক্রমের পরামর্শক- থাইল্যান্ডের স্যাটেলাইট কোম্পানি "থাইকম"।
১২৬. বর্তমানে দেশে পোশাক শিল্পে জড়িত শ্রমিক সংখ্যা- প্রায় ৩৬ লক্ষ।
১২৭. ২০১৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার- লুকা মডরিচ।
১২৮. বাংলাদেশে সবচেয়ে বেশি #তালাক হয় যে বিভাগে- #বরিশাল।
১২৯. " জাম্বুরি পার্ক " অবস্থিত- আগ্রাবাদ, চট্টগ্রাম।
১৩০. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ০৮ সেপ্টেম্বর।
১৩১. #বঙ্গবন্ধুর_লেখা_বইসমূহ-
=> অসমাপ্ত আত্মজীবনী
=> কারাগারের রোজনামচা
=> নয়া চীন ভ্রমন
=> আগরতলা ষড়যন্ত্র মামলা
=> স্মৃতিকথা
১৩২. বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য- Statue of Unity (গুজরাট, ভারত)।
১৩৩. ৫ম বিমসটেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে- Srilanka.
১৩৪. বর্তমানে শীর্ষ তেল উৎপাদনকারী দেশ- USA.
১৩৫. বর্তমানে দেশে স্বাক্ষরতার হার- ৭২.৯% (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী) অথবা ৭২.৮% (UNDP).
১৩৬. "তিনাম ঝর্না " অবস্থিত-- আলীকদম, বান্দরবান।

নিয়মিত আমাদের আরো সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

2 comments:

close