Breaking

Sunday, June 14, 2020

বি.সি.এস. ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন পর্ব-০৩

১। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর আয়তন – ৩৬২.১৮ বর্গ কি.মি.
২। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ – ৯৫-৯৯%
৩। সাঙ্গু গ্যাসক্ষেত্রটি যে জেলায় অবস্থিত – চট্টগ্রাম
৪। বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক – মোনায়েম সরকার
৫। সাতছড়ি জাতীয় উদ্যান যে জেলায় অবস্থিত – হবিগঞ্জ
৬। জ্ঞান হল – প্রমাণ সমর্থিত সত্য বিশ্বাস
৭। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ছয়দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম – ছয়দফা: আমাদের বাঁচার দাবি
৮। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় – ২২ ফ্রেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৯। অস্কার পুরস্কারের অপর নাম – একাডেমি পুরস্কার
১০। এনটোমোলজি যে বিষয়ের অধ্যয়ন – পোকা
১১। জাগ্রত চৌরাঙ্গি ভাষ্কর্যের স্থপতি – আব্দুর রাজ্জাক
১২। আবু গারিব যে দেশের কারাগার – ইরাক
১৩। মালদ্বীপ যে মহাসাগরে অবস্থিত – ভারত মহাসাগরে
১৪। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা – ১৫ জন
১৫। পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ যে দেশে অবস্থিত – সুইজারল্যান্ডে
১৬। সমুদ্র আইন অনুসারে রাষ্ট্রীয় সমুদ্রসীমা – ১২ নটিক্যাল মাইল
১৭। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হয় – ২৬ জুন
B.C.S.and 17th NTRCA suggestions part-03

১৮। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলাকে বলে – অভিযোজন
১৯। মতামত প্রকাশের অধিকার যে ধরনের অধিকার – সামাজিক অধিকার
২০। স্নায়ুকোষের অপর নাম – নিউরোন
২১। গন্ডোয়ানাল্যান্ড যে স্থানের পুরাতন নাম – দিনাজপুর
২২। কর আদায় এর কাজ যে মন্ত্রণালয়ের অধীন – অর্থ মন্ত্রণালয়
২৩। বাংলাদেশে ভ্যাট চালু হয় – ১ জুলাই, ১৯৯১ সালে
২৪। ‘রায়বেঁশে নৃত্য’ শিল্পকর্মটি যার – কামরুল হাসান
২৫। তত্ত্বাবধায়ক সরকারের অধীন বাংলাদেশে সর্বপ্রথম নির্বাচন হয় – ১৯৯১ সালে
২৬। সুর সম্রাট ওস্তাদ আঁলাউদ্দীন যে জেলায় জন্মগ্রহন করেন – ব্রাক্ষণবাড়িয়া
২৭। রাইন নদী যে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে – নেদারল্যান্ডস
২৮। যে দেশে কোন নদী নাই – ভ্যাটিক্যান
২৯। ভূ-আকৃতি বিদ্যার জনক – টলেমি
৩০। ওয়াল স্ট্রিট যে স্থানে অবস্থিত – নিউইয়র্কে
৩১। আবেস্তা – পারসিক ধর্ম
৩২। যে স্থানে ফারসি ভাষা ও সাহিত্যের উৎপত্তি ও বিকাশ ঘটে – ইরানে
৩৩। জৈনধর্মের প্রধান ও সর্বাধিক পরিচিত বৈশিষ্ট্য – অহিংসা
৩৪। “ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম” শব্দটি প্রথম ব্যবহার করেন – ১৮৫১ সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব
৩৫। ''Diplomacy" বা কূটনীতি শব্দটি যে ভাষা হতে সৃষ্টি হয়েছে – গ্রীক
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

close