Breaking

Sunday, June 14, 2020

বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা প্রশ্নোত্তর যে কোন চাকরির পরীক্ষার জন্য পর্ব-০৪



 ভ্রান্তি বিলাস ➺ অনুবাদ গ্রন্থ ➺ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ➺যে গ্রন্থ শেক্সপীয়রের ‘Comedy of Error’s’ অবলম্বলে রচিত।

 তিলোত্তমাসম্ভব কাব্য ➺ মাইকেল মধুসূধন দত্ত ➺ যে কাব্য প্রথম ‘অমিত্রাক্ষর রীতি (Blank Verse) প্রয়োগ করেন।

 বীরাঙ্গনা ➺পত্রকাব্য মাইকেল মধুসূধন দত্ত➺ যে কাব্যে অমিত্রাক্ষর ছন্দ পূর্ণতা লাভ করে/ওভিদের Heroides কাব্য অবলম্বনে রচিত।

নীল দর্পন ➺নাটক দীনবন্ধু মিত্র➺ যে নাটক দেখতে এসে ঈশ্বরচন্দ্র জুতা ছুড়ে মেরেছিলেন।

 ছায়াময়ী কাব্য ➺হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়➺ যে কাব্য দান্তের ‘Divine Comedy’ গ্রন্থের অবলম্বনে রচিত।

 বসন্তকুমারী ➺নাটক ➺মীর মশাররফ হোসেন নবাব আবদুল লতিফকে উসর্গ করেন।

 হিন্দুমেলার উপহার➺ কবিতা➺ রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা হেমচন্দ্রের “ভারত সঙ্গীত” কাব্য অবলম্বনে রচিত (১২ বছর বয়সে রচিত/প্রথম স্বাক্ষরিত কবিতা।)

 ভানুসিংহের পদাবলী ➺কাব্য➺ রবীন্দ্রনাথ ঠাকুর ➺যে কাব্য বালক কবি চ্যাটারস্টনের গল্প শুনে রচনা করেন (বৈষ্ণব পদাবলীর ব্রজবুলির ঢঙ্গে রচিত।)

 সোনার তরী ➺কাব্য➺ রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনা কবি জীবনের বিশেষ প্রতীক হিসেবে গৃহিত হয়।

 চিত্রা ➺কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনা শিল্প, সৌন্দর্য ও তত্ত্ব দ্বারা শ্রেষ্টত্ব লাভ করে।

 গীতাঞ্জলী➺ কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে রচনার জন্য ‘নোবেল পুরস্কার‘ পান/W B Yeats সহযোগে The Song Offerings’ নামে লিখিত যার অনুবাদ পান্ডলিপিটি তিনি লগুনের টিউব ট্রেনে হারিয়ে ফেলেছিলেন।

 শিশুতীর্থ (The Child)➺ কবিতা ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ যে কবিতাটি ইংরেজীতে রচনার পর বাংলায় অনুবাদ করেন।

 শেষ লেখা➺ কাব্য ➺রবীন্দ্রনাথ ঠাকুর ➺যে কাব্যের নামকরন করে যেতে পারেন নি।

 বসন্ত ➺নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।

 কালের যাত্রা ➺নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।

 তাসের ঘর➺ নাটক ➺রবীন্দ্রনাথ ঠাকুর➺ নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন।

 চার অধ্যায়➺ উপন্যাস ➺রবীন্দ্রনাথ ঠাকুর ➺কারাগারের বন্দিদের উৎসর্গ করেন।

 পথের দাবী ➺উপন্যাস ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস রাজরোষে বাজেয়াপ্ত হয়।

 শ্রীকান্ত ➺উপন্যাস➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস ইংরেজী ও ইতালীয় ভাষায় অনূদিত হয়।

 গৃহদাহ➺ উপন্যাস➺ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়➺ যে উপন্যাস ইমাস হর্ডির ‘A Pair of Eyes’ অবলম্বনে রচিত।

 শুভদা ➺উপন্যাস ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➺যে উপন্যাস তার মৃত্যুর পর প্রকাশিত হয়।

 নারীর মূল্য ➺প্রবন্ধ ➺শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➺দিদি অনীলা দেবীর নামে প্রকাশ করেন।

 অনল প্রবাহ ➺কাব্য➺ ইসমাইল হোসেন সিরাজী ➺যে বই ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় ও কারারুদ্ধ হন।
Bangla suggestions part-04


 অগ্নিবীণা, চন্দ্রবিন্দু (সঙ্গিত গ্রন্থ), ফনীমনসা, বিষের বাঁশি, ভাঙ্গার গান, যুগবানী (প্রবন্ধ)➺ কাব্য ➺কাজী নজরুল ইসলাম➺ যে গ্রন্থ গুলো ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।

 প্রলয় শিখা➺ কাব্য ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনার জন্য ছয় মাস কারারুদ্ধ হন।

 আনন্দময়ীর আগমনে, বিদ্রোহীর কৈফিয়াৎ ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনার জন্য এক বছর কারারুদ্ধ হন।

 রাজবন্দীর জবানবন্দী➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে রচনা আদালতে প্রদত্ত হয়।

 বিদ্রোহী ➺কবিতা ➺কাজী নজরুল ইসলাম ➺যে কবিতার জন্য ‘বিদ্রোহী কবি‘ হিসেবে পরিচিত হন।

 বিদ্যাপতি, সাপুড়ে ➺কাহিনী ➺কাজী নজরুল ইসলাম ➺যে রচনা চলচ্চিত্রের জন্য রচনা করেন।

 খুকি ও কাঠ বিড়াল, লিচুচোর➺ কবিতা ➺কাজী নজরুল ইসলাম➺ যে দুটি কবিতাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মিত হয়।

 সঞ্চিতা ➺কাব্য ➺গ্রন্থ কাজী নজরুল ইসলাম ➺রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে

 রবিহারা ➺কবিতা➺ কাজী নজরুল ইসলাম➺ রবীন্দ্রনাথের মৃত্যুশোকে রচনা করেন।

 কান্ডারী হুঁশিয়ার➺ কবিতা➺ কাজী নজরুল ইসলাম ➺যে কবিতা মোহাম্মদ আলী জিন্নাহ‘র অনুরোধে রচনা করেন।

 ছায়ানট ➺কাব্য গ্রন্থ ➺কাজী নজরুল ইসলাম➺ অন্তরঙ্গ সুহৃদ মুজাফফর আহম্মদকে উৎসর্গ করে।

 অগ্নিবীনা ➺কাব্য গ্রন্থ➺ কাজী নজরুল ইসলাম➺ স্বাধিকার আন্দোলনের প্রথম পুরুষ অরনিন্দ ঘোষের ভাই বারীণ ঘোষকে উৎসর্গ করে।

 বনলতা সেন ➺কবিতা➺ জীবনানন্দ দাস ➺যে কবিতা এডড়ার এলান পোর ‘টু হেলেন‘ কবিতা অবলম্বনে রচিত

 নকশী কাঁথার মাঠ➺ কাব্য ➺জসীম উদ্দিন➺ যে কাব্য বহু ভাষায় অনূদিত হয় (ইংরেজী অনুবাদক G.M Milford)

 ক দ্বিখন্ডিত ➺উপন্যাস ➺তাসলিমা নাসরিন➺ যে বই বাংলাদেশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়।




এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close