Breaking

Tuesday, July 14, 2020

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ২১টি পদে মোট ৭১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Bangladesh Bureau of Statistics Job Circular 2020

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সম্প্রতি রাজস্ব খাতের ২১টি পদে মোট ৭১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৬ জুলাই ২০২০ থেকে । আবেদন করা যাবে ১৫-০৯-২০২০ পর্যন্ত।
bbs job circular 2020
bbs job circular 2020


পদের নাম ও পদসংখ্যা


১. সিনিয়র নকশাবিদ-০৮

২. পরিসংখ্যান সহকারী-১৩১

৩.জুনিয়র পরিসংখ্যান সহকারী-১৪২

৪. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১

৫. নকশাবিদ-১২

৬. ইনুমারেটর-০৫

৭. এডিটিং এন্ড কোডিং-২২

৮. হিসাব রক্ষক-১৩

৯. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৯

১০. কম্পোজিটর-০৪

১১. জুনিয়র নকশাবিদ-১৩

১২. ইলেকট্রিশিয়ান-০৩

১৩. ডুয়েল ডাটা অপারেটর-১৪

১৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৫

১৫. ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর-২৬

১৬. গাড়ী চালক-০৪

১৭. সরকারি স্টোর কিপার-০১

১৮.মেশিনম্যান-০১

১৯. প্রুফম্যান-০১

২০.চেইনম্যান-২৩৪

২১. অফিস সহায়ক-৫৬



আবেদনেরযোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনেরবয়স

প্রার্থীর বয়স ০৩-০২-২০২০ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bbs.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ১৫-০৯-২০২০ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন ।

আরো বিস্তারিত জানতে পারবেন নিচের বিজ্ঞপ্তিতে

bbs job circular
bbs job circular



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close