Breaking

Friday, September 25, 2020

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। Primary Suggestions 2020

 ১। এক কুড়ি কমলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কমলা ৩৬ টাকায় বিক্রি করা হলো। শতকরা কত লাভ হলো?

সমাধানঃ-
২০ টি কমলার দাম ৫০ টাকা
.'. ১ ট কমলার দাম (৫০/২০) = ৫/২ টাকা
১২ টি কমলার বিক্রয়মূল্য ৩৬ টাকা ১ টি কমলার বিক্রয়মূল্য (৩৬/১২)=৩ টাকা

.'. লাভ= (৩–৫/২)= ১/২ টাকা

৫/২ টাকায় লাভ হয়=১/২ টাকা
১ টাকায় লাভ হয় =(১/২)×(২/৫) টাকা
.'. ১০০ টাকায় লাভ হয় = ১×২×১০০/২×৫
=২০ টাকা
উত্তরঃ২০%

২। পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত?

সমাধানঃ-
ধরি, প্রথম সংখ্যাটি=x

প্রশ্নমতে ,
x+x+ ১+x+ ২+x+ ৩+x+ ৪= ৫৬০
বা, ৫x+১০= ৫৬০
বা, ৫x = ৫৫০
বা, x= ১১০
.'. শেষ ৫ টি সংখ্যার যোগফল
x+৫+x+৬+x+৭+x+৮+x+৯= ৫x+৩৫
=(৫×১১০)+৩৫
=৫৮৫

৩। দশ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিলো। ২০বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ-

মনে করি,
পুত্রের বর্তমান বয়স= x বছর
পিতার বর্তমান বয়স= y বছর

10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল= x–10 বছর
10 বছর পূর্ব পিতার বয়স ছিল= y–10 বছর

১ম শর্তমতে,

5(x−10)=y−10
বা, 5x−50=y−10
বা, 5x−y=−10+50
বা, 5x−y=40........ (i)

আবার,

20 বছর পর পুত্রের বয়স হবে= x+20 বছর
20 বছর পর পিতার বয়স হবে= y+20 বছর

২য় শর্তমতে,

2(x+20)= y+20
বা, 2x+40=y+20
বা, 2x−y=20−40
বা, 2x−y=−20....... (ii)

এখন সমীকরণ (i) থেকে পাই,

−y= 40−5x
বা, y=−40+5x....... (iii)

y=−40+5x (ii) নং সমীকরণে বসিয়ে পাই,
Raisul Islam Hridoy
2x−(−40+5x)=−20
বা, 2x+40−5x=−20
বা, −3x+40=−20
বা, −3x=−20−40
বা, −3x=−60
বা, 3x=60
বা, x=20

(iii) নং সমীকরণে x=20 বসিয়ে পাই,

y=−40+5×20
বা, y=−40+100
বা, y=60

অতএব,

পুত্রের বর্তমান বয়স= x বছর= 20 বছর
পিতার বর্তমান বয়স=y বছর= 60 বছর (Ans)

৪। একটি ১০০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি এবং পর ৩৬% ও ৪% কমতির মধ্যে পার্থক্য কত?

সমাধানঃ-
১০,০০০ টাকা ৪০% = ৪০০০ টাকা
আবার, ১০,০০০ টাকার ৩৬% = ৩৬০০ টাকা
এবং ( ১০০০০–৩৬০০) টাকার ৪% = ২৫৬ টাকা
.'. কমতির পার্থক্য = ৪০০০–(৩৬০০+২৫৬) = ১৪৪ টাকা

৫। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?

সমাধানঃ
ধরি,
পাত্রের ওজন x কেজি
.'. সম্পূর্ণ তেলের ওজন = ৩২–x কেজি
অর্ধপূর্ণ তেলের ওজন = ২০–x কেজি
শর্তমতে,
৩২–x = ২(২–x)
বা, ৩২–x = ৪০–২x
বা, –x+২x = ৪০–৩২
বা, x = ৮
উত্তরঃ-৮ কেজি
 Primary Suggestions 2020
 Primary Suggestions 2020


৬। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধানঃ-
মনেকরি,
পুত্রের বর্তমান বয়স= x বছর
তাহলে পিতার বর্তমান বয়স = 50–x বছর
পুত্রের বয়স বৃদ্ধি পেয়ে পিতার বর্তমান বয়সের সমান হলে, অর্থাৎ 50–x হলে পুত্রের বয়স বৃদ্ধি পায় = 50–x–x
= 50–2x
তাহলে পিতার বয়স বৃদ্ধি পেয়ে হবে
= 50–x+50–2x
= 100–3x
শর্তমতে,
50–x+100–3x = 102
বা, 150–4x = 102
বা, –4x = 102–150
বা, –4x = –48
বা, 4x = 48
বা, x =48÷4
বা, x = 12
উত্তরঃ- পুত্রের বর্তমান বয়স ১২ বছর

৭। ২০০ জন লোক যে খাদ্য ২০ দিন খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৪০ দিনে খেতে পারবে?
ব্যাখ্যাঃ-
২০ দিন খেতে পারে ২০০ জন লোক
১ " " " (২০০×২০) জন লোক

৪০ " " " (২০০×২০)/৪০ জন লোক
= ১০০ জন লোক
উত্তরঃ- ১০০ জন লোক।

৮। একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?

সমাধানঃ-

২৫ দিনের খাদ্য আছে ১৬ জনের
১ " " " (১৬×২৫) জনের
২০ " " " (১৬×২৫)/২০জনের
= ২০ জনের
সুতরাং নতুন ছাত্রের সংখ্যা হলো: (২০–১৬) জন
= ৪ জন
উত্তরঃ- ৪ জন।

৯। কোনো শিবিরে ১২০০ সৈন্যের ২০ দিনের খাদ্য আছে। ওই শিবির হতে ৪০০ সৈন্য চলে গেলে বাকি সৈন্যের ওই খাদ্য কত দিন চলবে?

সমাধানঃ-
শিবিরে সৈন্য ছিল ১২০০ জন
শিবির হতে সৈন্য চলে গেল ৪০০ জন
শিবিরে সৈন্য বাকি থাকল (১২০০–৪০০) = ৮০০ জন
এখন,
ওই খাদ্যে ১২০০ সৈন্যের চলে ২৮ দিন
" " ১ " " (২৮×১২০০) দিন
" " ৮০০ " " (১২০০×২৮)/৮০০ দিন
= ৪২ দিন
সুতরাং বাকি সৈন্যের ওই খাদ্য ৪২ দিন চলবে।
উত্তরঃ- ৪২ দিন।

১০। কোনো ছাত্রাবাসে ৫০০ জন ছাত্রের ৫০ দিনের খাবার আছে। ১০ দিন পর ওই ছাত্রাবাসে আরও ৩০০ জন ছাত্র এল। বাকি খাদ্যে তাদের আর কতদিন চলবে?

সমাধানঃ
১০ দিন পর: খাবার থাকে (৫০–১০) দিনের = ৪০ দিনের
ছাত্র সংখ্যা হয় (৫০০+৩০০) জন = ৮০০ জন
এখন,
বাকি খাদ্যে ৫০০ জন ছাত্রের চলে ৪০ দিন
" " ১ " " " (৪০×৫০০) দিন

" " ৮০০ " " " (৫০০×৪০)/৮০০ দিন
= ২৫ দিন
সুতরাং বাকি খাদ্যে তাদের আর ২৫ দিন চলবে।
উত্তরঃ- ২৫ দিন।
এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close