Breaking

Saturday, October 31, 2020

প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম বর্ষ ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষে রিলিজ স্লিপ নিয়ে কিছু জিজ্ঞাসা। National University

 প্রিলিমিনারি টু মাস্টার্স ১ম বর্ষ ২০১৮/২০১৯ শিক্ষাবর্ষে রিলিজ স্লিপ নিয়ে কিছু জিজ্ঞাসা
ও এর জবাবঃ

★ প্রশ্ন-০১: রিলিজ স্লিপ কী?
উত্তর: যে সকল শিক্ষার্থী-
(i) পয়েন্ট দ্বারা উত্তীর্ণ হয়নি
(ii) ভর্তি বাতিল করেছে,
(iii) মেধা তালিকায় স্থান পেয়েও
বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হয়নি, সে সকল
শিক্ষার্থী রিলিজ স্লিপের মাধ্যমে
৩ টি কলেজে আবেদন করে ১টি
কলেজে ভর্তির হওয়ার সুযোগ পাবে..

★ প্রশ্ন-০২: রিলিজ স্লিপের আবেদনে
কি আমি আমার পূর্বের কলেজে আবেদন
করতে পারব?
উত্তর: হ্যাঁ পারবে। আপনি ঐ কলেজসহ
সর্বমোট ৩ টি কলেজে নতুন নতুন বিষয়
নির্বাচন করে আবেদন করতে পারবেন সিট খালি থাকা সাপেক্ষে..

★প্রশ্ন-০৩: রিলিজ স্লিপের আবেদন ফরম
কোথায় পাওয়া যাবে?

উত্তরঃ শুধুমাত্র অনলাইনে রিলিজ
স্লিপের আবেদন ফরম পূরণ করা যাবে..
এটি কলেজ থেকে দেওয়া হয় না..

★প্রশ্ন-০৪: রিলিজ স্লিপের ফরম কি
কলেজগুলোতে জমা দিতে হবে?
উত্তরঃ না, কলেজে জমা দেয়ার
দরকার নেই.. এটি তোমার কাছে
রেখে দিবে..

★ প্রশ্ন-০৫: আমি কোন ৩ টি কলেজ
নির্বাচন করব?
উত্তরঃ আপনার ইচ্ছানুযায়ী যে কোন
এলাকার যে কোন কলেজে অর্থাৎ সমগ্র
বাংলাদেশের যেকোনো ৩ টি
কলেজে আবেদন করতে
পারবেন..

National University
National University



★ প্রশ্ন-০৬: রিলিজ স্লিপের ফলাফল
কিভাবে জানব?
উত্তরঃ আবেদন শেষ হওয়ার ৫-৭ দিন পর
ফলাফল প্রকাশিত হবে এবং আগের
মতো মোবাইল থেকে এসএমএস দিয়ে
বা অনলাইনে ফলাফল জানতে পারবেন..
 

★ প্রশ্ন-০৭: রিলিজ স্লিপের মাধ্যমে
আবেদন করলে চান্স পাওয়ার নিশ্চয়তা
কতটুকু?
উত্তরঃ রেজাল্ট ও কলেজে কেমন সিট খালি আছে তা দেখে করলে আসার সম্ভবনা আছে

★প্রশ্ন-০৮: রিলিজ স্লিপ কোথায়
কিভাবে পূরণ করতে হবে? অথবা,
রিলিজ স্লিপের আবেদন কোথায়
করতে হবে?

উত্তরঃ রিলিজ স্লিপের আবেদন করতে
হবে অনলাইনে.. রিলিজ স্লিপ
সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের
বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনের
ওয়েবসাইট বা লিংক দেওয়া থাকবে
সময় মত.. এই ওয়েবসাইটে গিয়ে নিজে
নিজে অথবা, কম্পিউটার দোকানে
গিয়েও করা যাবে..
 

★ প্রশ্ন-০৯: রিলিজ স্লিপ পূরণ করতে কী
কী লাগবে?
উত্তর: রোল নম্বর ও পিন নম্বর
দিয়েই আবেদন করা যাবে..

★ প্রশ্ন-১০: রিলিজ স্লিপ-এ সরকারি
কলেজ কয়টা এবং বেসরকারি কলেজ
কয়টা চয়েস দেওয়া যায়?
উত্তরঃ সরকারি-বেসরকারি মোট ৩ টা
কলেজ চয়েস দেওয়া যাবে..

★ প্রশ্ন-১১: কোন কলেজে কোন বিষয়ে
কত সিট খালি আছে, তা কিভাবে
জানবো?
উত্তরঃ অনলাইনে রিলিজ স্লিপ ফরম
পূরণ করার সময় কলেজের পাশে কয়টা
করে সিট খালি আছে, তা দেখাবে..

★ প্রশ্ন-১২: ২য় মেরিট লিস্ট-এ যে
সাবজেক্ট আসবে / এসেছে, সেটাতে
ভর্তি হবোনা , রিলিজ স্লিপ নিতে
পারবো?
উত্তরঃ পারবেন..

★ প্রশ্ন-১৩: রিলিজ স্লিপের মাধ্যমে
যে সাবজেক্ট পাবো, তা কি চেঞ্জ
করা করা যাবে?
উত্তরঃ না, চেঞ্জ করা যাবে না বা
মাইগ্রেশন করা যাবে না.. রিলিজ
স্লিপে যে সাবজেক্ট পাবেন, সেই
সাবজেক্টেই পড়তে হবে..

★ প্রশ্ন-১৪: যদি রিলিজ স্লিপে আবেদন
করার পর কোন কলেজে সুযোগ না পাই
তাহলে কি আর ভর্তি হতে পারবো
না?
উত্তর : ১ম রিলিজ স্লিপে ভর্তি
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আসন শূন্য
থাকা সাপেক্ষে ২য় রিলিজ স্লিপ
ছাড়া হয়.. তাই ১ম রিলিজ স্লিপে
সুযোগ না পেলে আবার ২য় রিলিজ
স্লিপে আবেদন করার সুযোগ আছে..।

আর কোন প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close