Breaking

Thursday, November 26, 2020

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন।

 ১। বাংলাদেশ জাতিসংঘের
= ১৩৬তম সদস্য
২। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়
= ৭মার্চ, ১৯৭৩
৩। ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে ?
= যুক্তরাষ্ট্র
৪। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে
= ৫ম
৫। বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড কার্জন
৬। বাংলাদেশের কোন বনভুমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
= ভাওয়াল ও মধুপুর
৭। বাংলাদেশে প্রথম আদম শুমারি হয় কবে?
= ১৯৭৪
৮। Inclusive Develompemt Index-2018 তে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান
= ১ম
৯ । ২০১৮সালের বাংলাদেশের রপ্তানি আয়
=২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয় ৪১ বিলিয়ন মার্কিন ডলার
১২।২০১৮ সালে বাংলাদেমের জিডিপি খাতে শিল্প খাত
= ৩৩.৬৬%
১৩। ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে
=৪হাজার কোটি টাকা
১৪। বাংলাদেশে ভ্যাট চালু
= ১৯৯১

Genaral Knowledge Suggestions
Genaral Knowledge Suggestions


১৫। সংবিধানের কোন সংশোধনীকে first distortion of Constitution বলে আখ্যায়িত করা হয়?
=৫ম
১৬। স্বাধীনতার ঘোষণাপত্র কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
=৭ম
১৭। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়
= ১৬ ডি, ১৯৭২
১৮। সরকারি কর্মকমিশন গঠন সংবিধানের
= ১৩৭
১৯। আওয়ামীলীগের ৬দফা
= ১৯৬৬
২০। আগড়তলা ষড়যন্ত্র মামলা মোট আসামী
= ৩৫ জন।
২১। তৃণমূল পর্যাযে স্বাস্থ্য সেবা নিশ্চত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় কতটি ?
= ১৩ হাজার ৪৪২টি
২২। Let there be Light কে পরিচালনা করে ?
= জহির রায়হান
২৩। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন ?
= ১৪৯৮-১৫১৯
২৪। প্রাচীন বাংলা মৌর্ষ শাসনের প্রতিষ্ঠাতা কে?
= চন্দ্রগুপ্ত মৌর্য
২৫। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন
= পর্তুগীজ
২৬। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়
= ফরিদপুরে
২৭। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ
= ২কোটি ৪০ লক্ষ্য
২৮। গারো উপজাতি?
= ময়মনসিংহে
২৯। অ্যালায়েন্স কোথায়?
=যুক্তরাষ্ট্রের।।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close