Breaking

Saturday, January 2, 2021

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি মাস জুড়ে আপডেটসমূহঃ দেখে নিন একনজরে

 জাতীয় বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি মাস জুড়ে আপডেটসমূহঃ
👉 ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ(২০১৫-১৬) স্থগিত পরীক্ষা শুরু হয়ে ১৭/০১/২১ তারিখ শুরু হয়ে ১০/০২/২১ তারিখ পর্যন্ত চলবে
👉 ২০১৯ সালের অনার্স ৩য় বর্ষের(২০১৬-১৭) বিএসসির সাবজেক্টসমূহের ব্যবহারিক পরীক্ষা ২৬/১২/২০২০ হতে ৩১/০১/২০২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর পরপরই অনার্সে ৩য় বর্ষের বিএসসি কোর্সের ফলাফল প্রকাশ করা হবে।

national university
national university

 

 
👉 ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা ১৯/০১/২১ তারিখ শুরু হয়ে ০২/০২/২১ তারিখ পর্যন্ত চলবে। এই পরীক্ষায় শুধুমাত্র ২০১১-১২,২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
👉 ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষ ২০১৬-১৭ সেশন (বি.এ, বি.এস.এস এবং বি.বি.এ) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ২৯/১২/২০২০ তারিখ সকাল ১০:০০টা হতে ১৩/০১/২০২১ রাত ১২:০০টা পর্যন্ত online এ আবেদন করা যাবে।
👉 অনার্স ২য় বর্ষ (বিশেষ) পরীক্ষার ফরম পূরণ ২৭/১২/২০২০ইং তারিখ থেকে ১৭/০১/২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে করা যাবে। এই কার্যক্রমে শুধুমাত্র ২০১১-১২,২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
👉 ২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) বিএড,বিপিএড,বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড ভর্তি কার্যক্রমে কোটায় মেধা তালিকা ৪ জানুয়ারি ২০২১ তারিখ বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।
♣ জানুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্ভব্য আপডেটসমূহঃ 👇
👉 ২০১৭-১৮ সেশন মাস্টার্স শেষ পর্বের রুটিন প্রকাশ হতে পারে।
👉 ২০১৮-১৯ সেশন প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের ভর্তির সার্কুলার জানুয়ারির ১ সপ্তাহের মধ্যে প্রকাশ হবে।
👉 ২০১৭-১৮ সেশন অনার্স ২য় বর্ষের পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।
👉 ২০১৯-২০ সেশন অনার্স ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে।
👉 ডিগ্রি ৩য় বর্ষ ২০১৬-১৭ সেশন ৩য় বর্ষের ফর্মফিলআপ সংক্রান্ত নোটিশ আসতে পারে।
👉 ডিগ্রি ২য় বর্ষ ২০১৭-১৮ সেশনের পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে
👉 ডিগ্রি ২য় বর্ষ ২০১৮-১৯ সেশনের ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হবে।
👉 ২০১৯-২০ সেশন ডিগ্রি ১ম বর্ষের রেজিষ্ট্রেশন কার্ড ইস্যু হতে পারে।
বাকি সেশনদের কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপর নির্ভর করবে।
***জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো আপডেট পেতে গ্রুপের সাথেই থাকুন***


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close