Breaking

Thursday, January 7, 2021

প্রাইমারী পরীক্ষার জন্য বাছাইকৃত প্রশ্নোত্তর পর্ব-০৩

  ১। বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি কবিতাটির রচয়িতা কে
- কায়কোবাদ
২। কাজী নজরুল ইসলামের মা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে
- ঝিঙে ফুল
৩। কপোতাক্ষ নদ কবিতাটি কোন ধরনের চতুর্দশপদী কবিতা
- স্মৃতিচারণমূলক
৪। কবর নাটকের মুর্দা ফকির কিসের প্রতীক
- সদাজাগ্রত চিরন্তন প্রতিবাদী শক্তির প্রতীক
৫। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাস বাংলা সাহিত্যে নবদিগন্তের সৃষ্টি করে
- দুর্গেশনন্দিনী
৬। সাত সাগরের মাঝি কবিতায় কিসের আশা ব্যক্ত করা হয়েছে
- ভবিষ্যৎ সম্ভাবনার
৭। রসগোল্লা রম্য রচনা টির মূল নাম কি
- চুঙ্গি ঘর
৮। শুক শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি
- সারী
৯। কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়
- নন্দাই ননদ
১০। যে নারীর স্বামী - পুত্র নেই' এক কথায় কী হবে
- অবীরা
১১। পর্বত শব্দের বহুবচন
- পর্বতমালা
১২। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি
- কাজলের ন্যায় কাল
১৩। পরিচয় কবিতাটির রচিয়তা কে
- রবীন্দ্রনাথ ঠাকুর
১৪। দুর্মর কবিতায় কিসের প্রকাশ ঘটেছে
- অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম
১৫। প্রাঞ্জলতা শব্দের অর্থ কি
- সহজবোধ্যতা
১৬। বেগম রোকেয়ার মতে নারীর বুদ্ধিবৃত্তি সতেজ হবে কিভাবে
- অনুশীলন দ্বারা
১৭। নিশীথ রাতে বাজছে বাঁশি এ বাক্যে নিশীথ কোন পদ
- বিশেষণ
১৮। সৎ পাত্রে কন্যা দাও সৎপাত্রে পদটিতে কোন কারকে কোন বিভক্তি এর প্রয়োগ হয়েছে
- সম্প্রদানে সপ্তমী
১৯। প্রিয় স্বাধীনতা কবিতায় কোন নদীর উল্লেখ আছে
- মেঘনা
২০। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি
- প্রলয়োল্লাস
২১। সুশিক্ষিত লোক মাত্রই
- স্বশিক্ষিত
২২। তিতাস কবিতাটি কবি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে
- লোক-লোকান্তর
২৩। নজরুলের কোনটি পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত
- বাঁধনহারা
২৪। ক্রিয়ার মূল অংশকে কি বলে
- ধাতু
২৫। আমি জ্বর জ্বর বোধ করছি এখানে দ্বিরুক্ত শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে
- সামান্য
২৬। দুধ থেকে দই হয় এখানে দুধ কোন অর্থে অপাদান
- গৃহীত

Primary Job Suggestions
Primary Job Suggestions


২৭। যে সন্ধি কোন নিয়ম মানে না তাকে বলে
- নিপাতনে সিদ্ধ সন্ধি
২৮। হরতাল শব্দটি কোন ভাষার
- গুজরাটি
২৯। নিকুঞ্জ শব্দটির অর্থ কি
- বাগান
৩০। শর্বরী শব্দের অর্থ কি
- রাত
৩১। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি
- অব্যয়
৩২৷ পূর্ব পদের প্রাধান্য থাকে কোন সমাসে
- অব্যয়ীভাব সমাস
৩৩। নোলক কবিতায় কবি আমার মায়ের সোনার নোলক বলতে বুঝিয়েছেন
- মাতৃভূমির ঐতিহ্য ও সম্পদ
৩৪। ডাক হরকরা গল্পের রচিয়তা কে
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
রাইসুল ইসলাম হৃদয়
৩৫। সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন
- 21 বছর
৩৬। কিশতি শব্দের অর্থ কি
- নৌকা
৩৭। নৌকা ঘাটে বাঁধা ঘাটে কোন কারকে কোন বিভক্তি
- অধিকরণে সপ্তমী
৩৮। বাক্যের একক কী
- শব্দ
৩৯। মহিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি
- মহৎ+ইমন
৪০। প্রতি কোন ভাষার উপসর্গ
- সংস্কৃত
৪১। পুঁথি সাহিত্যের ভাষা কেমন
- মিশ্র
৪২। খন্ড প্রলয় বাগধারাটির সঠিক অর্থ কি
- তুমুল কলহ
৪৩। ময়মনসিংহ অঞ্চলের গানের নাম কি
- জারি
৪৪। পল্লীবর্ষা কবিতায় আসরের মধ্যমণি কে
- গাঁয়ের বৃদ্ধ
৪৫। প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি
- সবুজপত্র
৪৬। উড়নচন্ডী বাগধারাটির অর্থ কি
- অমিতব্যয়ী
৪৭। যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় কি বলে
- কৃতবিদ্য
৪৮। বাঁশি বাজে ঐ মধুর লগনে এটি কোন বাচ্য
- কর্মকর্তৃবাচ্য
৪৯। বাক্যতত্ত্বের অপর নাম কি
- পদক্রম
৫০। জীবনানন্দ দাশ প্রধানত
- প্রকৃতির কবি


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close