Breaking

Tuesday, January 19, 2021

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য চুড়ান্ত সাজেশন।

 1. বিশ্বের কোন দেশ প্রথম 3-G প্রযুক্তি চালু করে – জাপান।
2. বিশ্বের কোন দেশ প্রথম 4-G প্রযুক্তি চালু করে– দক্ষিণ কোরিয়া;২০০৬ সালে।
3. বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
4. তারবিহীন টেলিফোন ব্যবহারে শীর্ষ দেশ – চীন।
5. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী –ওয়াইম্যাক্স।
6 বিশ্বের দ্রুতগতি সুপার কম্পিউটার– SUMMIT, USA
7. একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ?
কম্পিউটারের প্রধান অংশ ৩টি।
8. ABC কি ?
১ম ইলেকট্রনিক কম্পিউটার ।
9. মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ?
১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি ।
10. কম্পিউটারের আবিস্কারক কে ?
হাওয়ার্ড এ্যাইকিন।
11. আধুনিক কম্পিউটারের জনক কে ?
চার্লস ব্যাবেজ ।
12. HAL 9000 কি ?
একটি অত্যাধুনিক কম্পিউটার।
13. কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ?
স্থায়ী চুম্বক ।
14. পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ?
১৯৮১ সালে, এপসন কোম্পানি।
15. ‘অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল করা হয়েছিল কেন ?
অংশীদারদের একজন অ্যাপেল বাগানে কাজ করতো বলে ।
16. কম্পিউটারের কার্সর কি ?
কাসর হলো একটি ছোট আলোকরেখা ।
17. কম্পিউটারের হার্ডসিক্সের চেযে ছোট ডিস্ককে কি বলে ?
ফ্লপি ডিস্ক।
18. ROM এর পূণ রূপ কি ?
Read Only Memory
19. কম্পিউটারের কোন মেমারি মুছে যায় না ?
কম্পিউটারের প্রধান মেমোরির একটি অংশ রয়েছে, যাকে বলা হয় ROM বা Read Only Memory এটি কম্পিউটারের স্থায়ী স্মৃতি যা কখনো মুছে যায় না।
20. হার্ডওয়্যার বলতে কি বুঝ ?
কম্পিউটারের বাহিক্য অবকাঠামো বা বাহিক্য আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ, ডিভাইস সমূহকে একত্রে হার্ডওয়্যার বলে ।
21. সফটওয়্যার কি ?
সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম যা কম্পিউটারের হার্যওয়্যার ব্যবহারকারীর মধ্যে সর্ম্পক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে।
22. বাইট কি ?

Primary Job Suggestions
Primary Job Suggestions


কতগুলো বিট একত্রে যখন কোন অংক, বণ বা বিশেষ চিহ্নকে প্রকাশ করে তখন তাকে বাইট বলে। কম্পিউটারের মেমোরিও বাইট দিয়ে পরিমাপ করা হয় ।
23. বিট ও বাইটের মধ্যে সম্পর্ক কি ?
৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলে। অর্থাৎ ১ বাইট = ৮ বিট।
24. ১ কিলোবাইট সমান কত বাইট ?
১০২৪ বাইট ।
25. ১ মেগাবাইট= কত বাইট ?
১০২৪ কিলোবাইট ।
26. ১ গিগাবাইট= কত বাইট ?
১০২৪ মেগাবাইট ।
27. ডাটা কি ?
সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত বিশৃঙ্খল ফ্যাকট কে ডাটা বলে ।
28. ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি ?
ডাটা
29. ডাটা প্রসেসিং কি ?
ডাটাকে ব্যবহারযোগ্য ইনফরমেশন বা তথ্যে পরিণত করা ।
30. মাল্টিমিডিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
বিনোদন, শিক্ষা, ইন্টারনেট, প্রকাশন, মেডিক্যাল, ভার্চুয়াল রিয়েলিটি ইত্যাদি ক্ষেত্রে ।
31. বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
লেডি অ্যাডা অগাস্টা
32. কখন সবপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় ?
১৯৬৪ সালে
33. বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি ?
পিডিপি-১
34. কম্পিউটার চালু করলে কোন অংশ প্রথম কার্যকর হয় ?
কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়
35. নোভা-৩ কোন ধরনের কম্পিউটার ?
এক ধরনের মিনি কম্পিউটার।
36. কম্পিউটারের DPT এর পূর্ণ অভিব্যক্তি কি ?
Dual Port Transreceiver (DPT)
37. বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম –IBM Simon (তৈরি ১৯৯৩
সালে)
38.ক্যাসপারস্কি (Kaspersky) কি?– কম্পিউটারে ব্যবহূত অ্যান্টিভাইরাস
সফ্টওয়্যার।।।।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close