১।প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কতটি ?
= ৪টি । মহাকর্ষ , তাড়িত চৌম্বক , দুর্বল নিউক্লিয়, সবল নিউক্লিয়
২।ঘড়ির কাঁটার গতি কীরুপ?
= পর্যাবৃত্ত গতি
৩।বোসন কণা করা নাম অনুসারে করা হয়েছে?
= সতেন্দ্রনাথ বোস
৪।কোন গাড়িতে হার্ড ব্রেক কষলে গাড়িটি না থেমে খানিকটা অগ্রসর হয় - এটি কোন ঘর্ষণ ?
= পিছলানো ঘর্ষণ
৫।কোন ঘর্ষণের কারণে প্যারাসুটের আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে?
= প্রবাহী ঘর্ষণ
৬। পৃথিবীর কোন বল সবচেয়ে বেশি শক্তিশালী ?
= সবল নিউক্লিয়
৭।কাজ কোন রাশি?
= স্কেলার
৮।তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি?
= কয়লা
৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
= মিথেন
১০।ভূ-পৃষ্ঠ থেকে কোন বস্তুকে উপরে তুললে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়?
= অভিকর্ষ
১১। ছাদ থেকে ফেলা ইট/ পাথর , টান টান স্প্রীং এ কোন শক্তি থাকে?
= গতিশক্তি ( যখন স্থির থাকে তখন বিভব শক্তি )
১২। সর্বপ্রথম জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
= ফ্রান্সে
১৩।গলিত শীলাকে কী বলে?
= ম্যাগমা
১৪।ভূ- তাপীয় শক্তিকে কাজে লাগিয়ে কোথায় বিদ্যুৎ উৎপন্ন হয়?
-= নিউজিল্যান্ড
১৫।বায়োমাস কী?
=
সৌর শক্তির একটি অংশ সবুজ গাছ পালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
রাসায়নিক শক্তিরুপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে । এটি সাধারণত
হাইড্রোজেন ও কার্বন দিয়ে গঠিত।
১৬। নবায়ন যোগ্য শক্তির অন্যতম উৎস কোনটি?
= বায়োমাস
১৭। ঝরনার পানি নিচে পতিত হলে কোন শক্তির রুপান্তর হয়
= বিভব শক্তি গতিশক্তিতে
১৮। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট?
= ৭৪৬
১৯। কোন বৈদ্যুতিক বাতির গায়ে 60w লেখা থাকা অর্থ কী?
= বাতিটি প্রতি সেকেন্ডে ৬০ জুল তড়িৎ শক্তিকে তাপ ও আলোক শক্তিকে রুপান্তর করে
২০।বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনের সময়ে উড়ানো বেলুনে কোন গ্যাস থাকে?
= হাইড্রোজেন
২১।পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ কত?
= ১০ নিউটন অথবা ৭৬ সে.মি. পারদ স্তম্ভের চাপ
২২।এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের কত %?
= ৩০%
২৩। পদার্থের চতুর্থ অবস্থার না কী?
= প্লাজমা
২৪। প্লাজমা কী?
= অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস । প্লাজমার বড় উৎস সূর্য
২৫। তাপ ও কাজের একক কী?
= জুল। ১ক্যালরি = ৪.২ জুল ।
২৬। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা কত?
= ২৭৩ কেলভিন
২৭।একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত?
= ৯৮.৪ ডিগ্রী ফারেনহাইট বা ৩৬.৮৯ সেলসিয়াস ।
২৮।রেল লাইন নির্মাণের সময় দুটো রেল যেখানে মিলিত হয় , সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন ?
= তাপীয় প্রসারণের জন্য রেল লাইনের বিকৃতি পরিহার করার জন্য
২৯।ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
= বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ।
৩০। শব্দ কোন ধরনের তরঙ্গ?
= অনুদৈর্ঘ তরঙ্গ
----------------------------------------------
দর্পণের ব্যবহার
---------------
সমতল দর্পন
-----------
১। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি ।
২। চোখের ডাক্তারগন রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য
বর্ণমালা পাঠের সুবিধার্থে দর্পন ব্যবহার করে থাকেন ।
৩। সমতল দর্পণ ব্যবহার করে পেরিস্কোপ তৈরি করা যায় ।যার
সাহায়ে ভীড়ের মধ্যে খেলা দেখা ,উঁচু দেয়ালের উপর দেখা,
শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ ইত্যাদি কাজে পেরিস্কোপ
ব্যবহার করা হয় ।
৪। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়
।
৫। বিভিন্ন আলোকীয় যন্ত্রপাতি যেমন-টেলিস্কোপ, ওভারহেড
প্রজেক্টর, লেজার তৈরি করতে ।
৬। নাটক, চলচ্চিত্র ইত্যাদির সুটিং এর সময় সমতল দর্পন দিয়ে
আলো প্রতিফলিত করে কোন স্থানের ঔজ্জ্বল্য বৃদ্ধি করা হয় ।
------------------------------
-------------------------------------
অবতল দর্পন
-------------------
১। রুপচর্চা ও দাঁড়ি কাঁটতে ব্যবহার করা ।
২। দন্ত চিকিত্সকগণ ব্যবহার করেন
৩। টর্চলাইট, স্টিমার বা লঞ্চের সার্চলাইটে প্রতিফলক
হিসেবে।
৪। আলোক ও তাপশক্তি ইত্যাতি কেন্দ্রীভূত করে কোন বস্তুকে
উত্তপ্ত করতে , রাড়ার এবং টিভি সংকেত সংগ্রহে ব্যবহৃত হয় ।
যেমন ডিশ এ্যান্টেনা , সৌরচুল্লি টেলিস্কোপ এবং বাড়ার
সংগ্রাহক ইত্যাদিতে ।
৬। ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পরীক্ষা করার জন্য ।
----------------------------------------------
-----------------------------------------------------
উত্তল দর্পন
----------------------
১। পিছনের যানবহন বা পথচারী দেখার জন্য গাড়ীতে এবং
বিয়ের সময় ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় ।
২। বিস্তৃত এলাকা দেখা যায় বলে দোকান বা শপিংমলে
নিরাপত্তার কাজে উত্তল দর্পন ব্যবহার করা হয় ।
৩।প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে এ দর্পন ব্যবহৃত হয় ।
৪। রাস্তার বাতিতে প্রতিফলক রুপে।
------------------------------------------
----------------------------------------
অবতল লেন্স
--------------
১। সিনেমাস্কোপ প্রজেক্টরে
২। চোখের হ্রস ত্রুটি দূর করতে ।
--------
উত্তল লেন্স:
----------
১ । চোখের দীর্ঘ ত্রুটি দূর করতে।
----------
টরিক লেন্স
------------
নকুলন্ধা দূর করতে।
-------------------
বাই ফোকাল লেন্স
----------------------
১। চালশে ত্রুটি করতে।
------------------------------------
মানুষের চোখের লেন্স >> দ্বি-উত্তল
--------------------------------------------------
লেন্সের ক্ষমতার একক >>> ডায়াপ্টার ।
Primary Job Suggestions |
------------------------------------------
মানুষের স্পষ্ট দর্শনের দূরত্ব >> প্রায় ২৫সেমি।
---------------------------
দর্শানুভুৃতির স্থায়িত্বকাল >>> ০.১ সেকেন্ড।
--------------------------------------------------------
রড় কোষ ও কোণ কোষ কোথায় অবস্থিত >> রেটিনায় ।
------------------------------------
কোথায় আলো পড়লে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় ফলে
মস্তিকে দর্শনের অনুভুতি জাগে >> রেটিনায়।
---------------------
অ্যাকুয়াস হিউমার >>>> কর্ণিয়া ও চক্ষু লেন্সের মাঝে
অবস্থিত।
ভিট্রিয়াস হিউমার >>>>> রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে
অবস্থিত।
এগুলো থেকেই অশ্রু ঝরে।
------------------------------
মৌলিক বর্ণ কয়টি ?
-৩টি। ( নীল,সবুজ ,লাল, ,) মনে রাখার টেকনিক > আসল < আ>
আসমানী(নীল), স> সবুজ,,,, ল>>লাল
এই বর্ণগুলোকে মৌলিক বর্ণ বলা হয় কারণ এগুলোর জন্য চোখের
রেটিনার কোণ কোষে ৩টি আলাদা আলাদা সংবেদী কোণ
কোষ আছে ।
---------------------
চোখের ত্রুটি প্রধানত দুই প্রকার । যথা
১.হ্রস দৃষ্টি ত্রুটি
২. দীর্ঘ দৃষ্টি ত্রুটি
-------------------------
আলোর প্রতিসরণের কিছু উল্লেখ কিছু ব্যবহার
-------------------------------------
১।দেখার কাজে (চোখের দর্শন ক্রিয়া)
২। ক্যামেরা দিয়ে ছবি তোলা
৩। মাইক্রোস্কোপ দিয়ে অতিক্ষুদ্র জিনিস বড় করে দেখা ,
টেলিস্কোপের সাহায্য দূরের জিনিস কাছে দেখা ।
৪। স্বাস্থ্যক্ষেত্রে ও টেলিকমিউনিকেশনে যে অপটিক্যাল
ফাইবার ব্যবহার করা সেটাও প্রতিসরণের কারণে ।
৫। েএ্যাকুরিয়ামে মাছ দেখায়
৭। চোখের দৃষ্টি ত্রুটি করতে।
৮। গোধুলির কারণ
৯। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা
১০। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখা
-------------------------------------------------------
পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলনের কিছু ঘটনা
---------------------------------------
১। মরীচিকা
২। অপটিক্যাল ফাইবারে আলোক সংকেত
৩। হীরক উজ্জল দেখা
-------------------
বিক্ষেপণ কিছু ঘটনা
--------------
১। আকাশ নীল দেখা
২। সমুদ্র নীল দেখা
---------------------------------------
দর্পন প্রধানত দুই প্রকার । যথা
১. সমতল দর্পন
২।গোলীয় দর্পন
আবার গোলীয় দর্পন দুই প্রকার
১. অবতল
২. উত্তল দর্পন
------------------
দুটি গোলীয় পৃষ্ট দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক
মাধ্যমকে লেন্স বলে।
লেন্স দুই প্রকার । যথা
১. উত্তল লেন্স বা অভিসারী লেন্স
২. অবতল লেন্স বা অপসারী লেন্স।
---------------------------------------
প্রতিবিম্ব দুই প্রকার । যথা
১. বাস্তব প্রতিবিম্ব
২. অবাস্তব প্রতিবিম্ব।
-----------------------------------
নীল আলোর বিক্ষেপন বেশি ।
বেগুনি আলোর প্রতিসরণ বেশি
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম।
-------------------
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো >>> প্রিজমের মতো কাজ
করে।
ছয়টি পৃষ্ট দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যকে >> প্রিজম
বলে
রংধনু সৃষ্টির কারণ >>> বৃষ্টির কণা
-----------------------------------------------------------------------
দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ
--- পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে।
একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কেমন দেখাবে ?
- কালো
সবুজ আলোতে একটি হলুদ ফুলকে কেমন দেখাবে ?
- কালো ।
শহরের রাস্তাায় ট্রাফিক লাইটে যে ক্রম অনুসারে আলো
জ্বলে
-- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
-------------------------------
ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ আছে?
- সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডাইড ।
আয়নার পেছনে কিসের প্রলেপ দেয়া হয়
- সিলভার
------------------
বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
-- আয়ানোষ্ফিয়ার।
////
১. প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কী?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি।
২. প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন?
উত্তর : মেঘ ভূপৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।
৩. প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন?
উত্তর : শূন্য।
৪. প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীতে কাজ করার জন্য।
৫. প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
উত্তর : কালো।
৬. প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়?
উত্তর : ৩টি।
৭. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে?
উত্তর : বিকিরণ পদ্ধতিতে।
৮. প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর : পরিবহন পদ্ধতিতে।
৯. প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয়?
উত্তর : পরিচলন পদ্ধতিতে।
১০. প্রশ্ন : গ্রীষ্মকালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো?
উত্তর : সাদা।
১১. প্রশ্ন : শীতকালে কেন কালো কাপড় পরিধান করা ভালো?
উত্তর : কালো কাপড় তাপ শোষণ করে বলে।
১২. প্রশ্ন : রেল লাইনে দুটি পাতের মধ্যে কেন ফাঁকা রাখা হয়?
উত্তর : তাপ বৃদ্ধির ফলে প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়।
১৩. প্রশ্ন : শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন?
উত্তর : বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে।
১৪. প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে।
১৫. প্রশ্ন : চাঁদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর : বাতাস নেই বলে।
১৬. প্রশ্ন : শূন্য ঘরে শব্দ জোরে হয় কেন?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ ক্ষমতা কম বলে।
১৭. প্রশ্ন : সমুদ্রের গভীরতা কী দিয়ে পরিমাপ করা হয়?
উত্তর : প্রতিধ্বনি দিয়ে।
১৮. প্রশ্ন : কম্পনাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?
উত্তর : বাড়ে।
১৯. প্রশ্ন : তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্মতা কী হয়?
উত্তর : কমে।
২০. প্রশ্ন : বিদ্যুৎ চমকাবার কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন?
উত্তর : আলোর গতি শব্দের গতির চেয়ে বেশি।
No comments:
Post a Comment