Breaking

Sunday, January 31, 2021

প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য বিগত সালের বাছাইকৃত প্রশ্নোত্তর পর্ব - ২৪

 

১.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক) মহেশখালী ★
খ) ছেড়া দ্বীপ
গ) নিঝুম দ্বীপ
ঘ) সেন্টমার্টিন

২. সব ঝিনুকে মুক্তা মেলে না - এই বাক্যে ঝিনুকে, শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে ৩য়া ★
খ) অধিকরণে ৭মী
গ) কর্তায় ২য়া
ঘ) কর্মে ২য়া

৩. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
ক) পানি
খ) শূন্যতায়
গ) লোহা ★
ঘ) বাতাস

৪. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ' ওয়াটার লু ' কোন দেশে অবস্থিত?
ক) বেলজিয়াম ★
খ) সুইডেন
গ) ইতালি
ঘ) ইংল্যান্ড

৫. Which one is the indefinite pronoun?
ক) myself
খ) they
গ) who
ঘ) anybody ★

৬. 'Man of straw' means -
ক) respected person
খ) worthless man ★
গ) gentleman
ঘ) noted person

৭. ৯০ ডিগ্রী  কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী ?
ক) ২৭০ ডিগ্রী
খ) ০ ডিগ্রী
গ) ৯০ ডিগ্রী ★
ঘ) ১৮০ ডিগ্রী

৮. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমুহের গড় কত?
ক) ১০
খ) ২৫
গ) ৫০ ★
ঘ) ১০০

৯. I always take an ambrella - it rains
ক) in case ★
খ) unless
গ) incase of
ঘ) if

১০. ৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয়। ব্যাগটি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
ক) ২০০
খ) ৭০০
গ) ৬০০
ঘ) ৭৯২ ★

১১. ৬৫৫৪ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) ২
খ) - ২
গ) ০
ঘ) ৩ ★

১২. ঐতিহাসিক ' একুশে ফেব্রুয়ারি ' বাংলা কত তারিখ  ছিল?
ক) ৩১ পৌষ
খ) ২৯ ফাল্গুন
গ) ৯ মাঘ
ঘ) ৮ ফাল্গুন ★


Primary Job Suggestions
Primary Job Suggestions


১৩. Nasima arrived while I - the dinner.
ক) would cook
খ) had cooked
গ) cook
ঘ) was cooking ★

১৪. কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,  ১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক) ২৪১
খ) ৩৬১
গ) ১২১
ঘ) ১৮১ _

১৫. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন?
ক) উ
খ) অা
গ) ঔ ★
ঘ) এ

১৬. ' out and out ' means -
ক) whole heartedly
খ) not at all
গ) brave
ঘ) thoroughly ★

১৭. ' ধীমান ' শব্দটির অর্থ কি?
ক) প্রজ্ঞাবান
খ) বুদ্ধিমান ★
গ) নিরীহ
ঘ) শান্ত

১৮. সারাংশে কোনটি প্রযোজ্য নয়?
ক) সরলতা
খ) অলঙ্কার ★
গ) সংক্ষেপণ
ঘ) প্রাঞ্জলতা

১৯. পিসি কালচার বলতে কি বুঝায়?
ক) হাঁস - মুরগী পালন
খ) রেশম জাষ
গ) মৎষ চাষ
ঘ) মৌমাছি চাষ

২০. হাড় হাভাতে, - বাগধারটির অর্থ কি?
ক) হতভাগ্য ★
খ) ক্ষুধার্ত
গ) রোগা
ঘ) দরিদ্র

২১. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
ক) রংপুর
খ) রাজশাহী
গ) নাটোর ★
ঘ) বগুড়া

২২. বহুব্রীহি সমাস কয় প্রকার?
ক) ২
খ) ৮ ★
গ) ৫
ঘ) ১০

২৩. I prefer tea - cofee
ক) from
খ) to ★
গ) for
ঘ) than

২৪. ০.৩ * ০.০৩ * ০.০০৩ = কত?
ক) ০.০২৭
খ) ০.০০০২৭
গ) ০.০০২৭
ঘ) ০.০০০০২৭

২৫. 'নীল লোহিত' কার ছদ্মনাম?
ক) সুনীল গঙ্গোপাধ্যায় ★
খ) সমর সেন
গ) সমরেশ পাল
ঘ) কাসাই শাহ


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close