Breaking

Tuesday, February 2, 2021

ডিগ্রি ২য় বর্ষের বাংলা চুড়ান্ত সাজেশ। Degree Suggestions

 

ডিগ্রি 2য় বর্ষের বাংলা সাজেশন ফুল এন্ড ফাইনাল

বাংলা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বিষয় কোর্ড  131001                                                    1 প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য নাম কি?

উত্তর : মেঘনাদবধ কাব্য

2 প্রশ্ন আত্মবিলাপ কবিতাটি কার লেখা

উত্তর : মাইকেল মধুসূদন দত্ত

3 প্রশ্ন সনেট কি?

উত্তর : চতুর্দশপদী কবিতা। যার 14 লাইন এবং প্রতি লাইনে 14 অক্ষয় থাকে।

4 প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবি কার ছলনায় ভূলেছেন?

উত্তর : আশার ছলনায় ভূলেছেন।

5 প্রশ্ন কবির দিন দিন কি ফুরিয়ে যায়?

উত্তর : আয়ু ও বল ফুরিয়ে যায়।

6 প্রশ্ন ঐকতান শব্দের অর্থ কি?

উত্তর : ঐকতান শব্দের অর্থ সম্মিলিত সুর।

7 প্রশ্ন ঐকতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত?

উত্তর : জন্মদিনে।

8 প্রশ্ন যাতে প্রতিবেশীকে স্নিগ্ধ কবি তার অপর নাম কি?

উত্তর মৈত্রী।

9 প্রশ্ন ঐকতান কবিতার মতে কবি কোথায় পৌঁছাতে পারেননি?

উত্তর বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেননি।

10 প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি?

উত্তর কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা মুক্তি।

11 প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর অগ্নিবীণা প্রকাশকাল ১৯২২ সাল।

12 প্রশ্ন চৈতী হাওয়া কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?

উত্তর ছায়া নট গ্রন্থের অন্তর্গত।

13 প্রশ্ন চৈতী হাওয়া কবিতায় কবির কেন মালা গাঁথা হয়নি?

উত্তর ডোর খুঁজে পাওয়ার কারণে।

14 প্রশ্ন জীবনানন্দ দাশ কোন ধরনের কবি?

উত্তর রূপসী বাংলার কবি।

15 প্রশ্ন জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম লিখ?

উত্তর ঝরা পালক।:

16 প্রশ্ন বনলতা সেন কবিতায় কবি বনলতা সেনের মুখ কেমন বলে মন্তব্য করেছেন?

উত্তর শ্রাবন্তীর কারুকার্য বলে মন্তব্য করেছেন।

17 প্রশ্ন বিদিশা কি?

উত্তর বুদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী।

18 প্রশ্ন ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

উত্তর ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থ নাম সাত সাগরের মাঝি।

19 প্রশ্ন ডাহুক কবিতায় ডাহুক কিসের প্রতীক?

উত্তর ডাহুক চির জাগ্রত বিবেক ও পবিত্র আত্মার প্রতীক।

20 প্রশ্ন ডাহুক কবিতা কান পেতে কি শুনতে বলা হয়েছে?

উত্তর ডাহুকের ডাক শোনার আহ্বান জানানো হয়েছে।

21 প্রশ্ন বার বার ফিরে আসে কবিতা ঠিক কোন চেতনা ধারণ করেছে?

উত্তর দেশপ্রেমের চেতনা ধারণ করেছে।

22 প্রশ্ন গুলে বাকলি কি?

উত্তর মধ্যযুগের বাংলা কাব্য।

23 প্রশ্ন প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়?

উত্তর প্রকৃতির ছদ্মবেশ খনা খুলে দেয়।



24 প্রশ্ন বাংলা ভাষায় বিভক্ত দুটি সম্প্রদায় কারা ছিল?

উত্তর অন্তর খাঁটি সংস্কৃত বাদী অন্যদল সংস্কৃত শব্দ বিরোধী।

25 প্রশ্ন টেক চাদি বাংলা কি?

উত্তর টেক চাদি বাংলা অর্থ বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা।

26 প্রশ্ন বঙ্কিমচন্দ্রের পেশা কি ছিল?

উত্তর বঙ্কিমচন্দ্রের পেশা হলো ডেপুটি কালেক্টর।

27 প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল কি পদার্থ তা প্রথমে কারা বুঝেছিলেন?

উত্তর সংস্কৃত কবিরা বুঝেছিলেন।

28 প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি?

উত্তর তৈল।

29 প্রশ্ন গীতাঞ্জলির ইংরেজি নাম লিখ?

উত্তর song offerings

ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা সাজেশন

খ বিভাগ-(সংক্ষিপ্ত প্রশ্ন)

১. প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লিখ

২. প্রশ্ন নারিলি হরিণী মনি দংশিল কেবল ফনি

৩. প্রশ্ন ঐকতান কবিতায় কবি কার লাগি কান পেতে আছেন এবং কেন আলোচনা করো

৪. প্রশ্ন সাহিত্যের আনন্দ ভোজে কবি কিসের করে থাকেন এবং কেন থাকেন? ঐকতান কবিতা সংক্ষেপে আলোচনা করো

৫. প্রশ্ন চৈতী হাওয়া কবিতার বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরো

৬. প্রশ্ন চৈতী হাওয়া কবিতায় কবির যে অন্তর্ভেদি

ফোন প্রকাশিত হয়েছে তার স্বরূপ তুলে ধরো

৭. প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে অনেক ঘুরেছি আমি ব্যাখ্যা করো

৮. প্রশ্ন পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বিশ্লেষণ করো

৯. প্রশ্ন শুনিনা তোমার সুর নিজেদেরই বিষাক্ত ছোবলে

১০. প্রশ্ন তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো


Degree Suggestions
Degree Suggestions



১১. প্রশ্ন সোনালী কাবিন  কবিতার মর্মার্থ লিখ

১২. প্রশ্ন কালের বেদার টানে সর্ব শিল্প করে থর থর, কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর ব্যাখ্যা করো

ডিগ্রি দ্বিতীয় বর্ষের বাংলা সাজেশন 

গ বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১. প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সারমর্ম মর্মার্থ মূলভাব মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ

২. প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লিখ

৩. প্রশ্ন ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তা চেতনার পরিচয় দাও

৪. প্রশ্ন চৈতী হাওয়া কবিতার ভাবার্থ নিরূপণ করো

৫. প্রশ্ন শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল

৬.প্রশ্ন বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যের ই মহিমা গান এই উক্তির যথার্থতা নিরূপণ করো

৭. প্রশ্ন কবির ক্লান্ত পথিক সত্তা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো

৮. প্রশ্ন রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক এর সার্থকতা বিচার কর

৯. প্রশ্ন শামসুর রহমানের বার বার ফিরে আসে কবিতার মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ

১.০. প্রশ্ন সোনালী কাবিন ৫ কবিতার মর্মার্থ লিখ

১১. প্রশ্ন কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন ৫ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close