১. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি?
ক) চর্যাপদ ★
খ) বাউল সঙ্গীত
গ) বৈষ্ণব পদাবলী
ঘ) পাঁচালী সঙ্গীত
২. চর্যাপদে মোট কতটি পদ ছিল?
ক) ৪৮
খ) ৪৯
গ) ৫০
ঘ) ৫১★
৩. কৃষ্ণের সর্গীয় নাম কি?
ক) বিষ্ণু ★
খ) হরি
গ) ভগবান
ঘ) অবতার
৪. মধ্যযুগের আদি নিদর্শন কেনটি?
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন ★
গ) বিদ্যাসুন্দর
ঘ) বৈষ্ণব পদাবলী
৫. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দু + লোক
খ) দ্বি + লোক
গ) দুই + লোক
ঘ) দিব্ + লোক ★
৬. ‘নাবিক’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) না + ইক
খ) নো + ইক
গ) নৌ + ইক। ★
ঘ) না + বিক
৭. ‘মৃন্ময়’ এর সঠিক উচ্চারণ হবে -
ক) মৃনময় ★
খ) মৃনমোয়
গ) মৃনময়্
ঘ) মৃনমোয়্
৮. মৌলিক স্বরধ্বনি কোনটি?
ক) উ ★
খ) ঊ
গ) ঐ
ঘ) ঔ
৯. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?
ক) আগাছা
খ) আজীবন
গ) আগমন
ঘ) আরক্তিম ★
১০. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ?
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি ★
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
১১. হাট- বাজার কি ধরনের শব্দ?
ক) মিশ্র ★
খ) তৎসম
গ) অর্ধতৎসম
ঘ) তদ্ভব
১২. রাজা, কোন ভাষার শব্দ?
ক) তৎসম ★
খ) অর্ধতৎসম
গ) মিশ্র
ঘ) বিদেশী
১৩. কোন মুসলিম কবি বৈষ্ণব পদ রচনা করেন?
ক) শেখ ফয়জুল্লাহ
খ) সৈয়দ আইনুদ্দিন
গ) আলাওল
ঘ) এরা প্রত্যেকেই ★
১৪. নিচের কোনটি দেশি শব্দ?
ক) চা
খ) চিনি
গ) ঢেঁকি ★
ঘ) গোসল
১৫. নিচের কোনটি সংস্কৃত শব্দ?
ক) ধর্ম ★
খ) জীবন
গ) চাবি
ঘ) ডাব
১৬. ডাগর কোর ভাষার শব্দ?
ক) দেশি ★
খ) তৎসম
গ) তদ্ভব
ঘ) বিদেশী
১৭. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
ক) ১টি
খ) ২টি ★
গ) ৩টি
ঘ) ৪টি
১৮. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক) ১১টি
খ) ১৩টি
গ) ৩৯টি ★
ঘ) ৪৯টি
১৯. 'মৈনাক' কার ছদ্ম নাম?
ক) শামসুর রহমান ★
খ) জসীম উদ্দীন
গ) অাব্দুল কাদীর
ঘ) ফররুখ অাহমদ
২০. 'নীল লোহিত' কার ছদ্মনাম?
ক) সুনীল গঙ্গোপাধ্যায় ★
খ) সমর সেন
গ) সমরেশ পাল
ঘ) কাসাই শাহ
All Job Suggestions |
২১.‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক)বুদ্ধদেব বসু
খ)দীনেশরঞ্জন দাশ ★
গ)সজনীকান্ত দাস
ঘ)প্রেমেন্দ্র মিত্র
২২.সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
ক)১৯০৯
খ)১৯১০
গ)১৯১৪★
ঘ)১৯২১
২৩.হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?
ক)অবকাশ রঞ্জিকা
খ)বিধিধার্য সংগ্রহ
গ)কাব্য প্রকাশ
ঘ)গ্রামবার্তা প্রকাশিকা ★
২৪.ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
ক) আন
খ) আই★
গ) আল
ঘ) আও
২৫.দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
ক) দুল্+অন★
খ) দোল্+না
গ) দোল্+অনা
ঘ) দোলনা+অ
২৬.প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
ক) উৎকর্ষতা
খ) উৎকর্ষ
গ) উৎকৃষ্ট★
ঘ) উৎকৃষ্টতা
২৭. রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত হয়?
ক) ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে ★
খ) ১৯১৫ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে
গ) ১৯১৮ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে
ঘ) ১৯২০ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে
২৮. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?
ক) বিষের বাশি
খ) ’অগ্নিবীনা’ ★
গ)বলাকা
ঘ) কুহেলিকা
২৯. ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবী ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) জীবনানন্দ দাস ★
৩০. ‘লালসালু’র লেখক কে?
ক) সৈয়দ ওয়ালীউল্লাহ ★
খ) শামসুর রাহমান
গ) ফররুখ আহমদ
ঘ) জসীম উদদীন
৩১. জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি?
ক) হাজার বছর ধরে
খ) আরেক বসন্ত
গ) আরেক ফাল্গুন★
ঘ) একুশের গল্প
৩২. প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন?
ক) চন্দ্রাবতী★
খ) বেগম রোকেয়া
গ) পদ্মাবতী
ঘ) সুফিয়া কামাল
৩৩. ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী?
ক) প্যারীচাঁদ মিত্র
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ★
গ) মানিক বন্দোপাধ্যায়
ঘ) টেকচাঁদ ঠাকুর
৩৪. আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র লেখক কে?
ক) আবু জাফর চৌধুরী
খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মীর মোশাররফ হোসেন★
৩৫. আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) বেলাশেষ
খ) ‘রাত্রিশেষ’ ★
গ) প্রভাকর
ঘ) শেষ অধ্যায়
৩৬. ‘অমর একুশে’ এর কবির নাম কী?
ক) জসীম উদদীন
খ) মুনির চৌধুরী
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) আলাউদ্দীন আল আজাদ ★
৩৭. ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর রচয়িতা কে?
ক) জীবনানন্দ দাস
খ) দ্বিজেন্দ্রলাল রায় ★
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) রায়গুণাকর
৩৮. ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?
ক) ভারতচন্দ্র
খ) প্যারীচাঁদ মিত্র
গ) শাহ মুহম্মদ সগীর
ঘ) মুকুন্দরাম চক্রবর্তী ★
৩৯. ‘যুগসন্ধির কবি কাকে বলে?
ক) ঈশ্বরচন্দ্র গুপ্তকে ★
খ) প্রমথ চৌধুরীকে
গ) রাজা রামমোহন রায়কে
ঘ) দীনেশ চন্দ্র সেনকে
৪০. ‘ইউসুফ-জোলেখা’ কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের?
ক) ইরান
খ) ইরাক
গ) মিশর
ঘ) সৌদি আরব ★
No comments:
Post a Comment