কম পয়েন্ট ও কোথাও চান্স না পাওয়াদের ভরসার শেষ স্থল হলো ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ।
এটিই হলো পাবলিক নামক কফিনের শেষ পেরেক। তাই আসুন জেনে নেই সাত কলেজ এ ভর্তি পরিক্ষা ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য ।
#ইউনিটঃ
সবমোর্ট তিনটি ইউনিট রয়েছে।
"ক "ইউনিট বিজ্ঞান
"খ" ইউনিট মানবিক
"গ" ইউনিট বাণিজ্য
বিভাগ পরিবর্তন নেই। ২০১৭-২০১৮ সেশন থেকে বিভাগ পরিবর্তন বাতিল করা হয়।তবে নিজ ইউনিটে পরিক্ষা দিয়ে পাস করার পর সাবজেক্ট চয়েজ দিতে বিভাগ পরিবর্তন করা যায়।
এবার আসুন ইউনিট ভিত্তিক যোগ্যতা ঃ
"ক" ইউনিট বিজ্ঞান ঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৭.০০( ৪র্থ বিষয় সহ)
"খ" ইউনিট মানবিক ঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.০০(৪ র্থ বিষয় সহ)
"গ" ইউনিট বাণিজ্য ঃ
এসএসসি ও এইচএসসি মিলিয়ে ৬.৫০(৪র্থ বিষয় সহ)
এবার আসুন পরিক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন ঃ
University of Dhaka 7 College Admission Notice |
"ক" ইউনিট বিজ্ঞান ঃ
এ বিভাগে বাংলা,ইংরেজি,পদার্থ, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন হবে। পদার্থ ও রসায়ন সহ মোট ৪টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পূর্ণমান=১০০*১.২=১২০
কোনো নেগেটিভ মার্ক নেই
পাশ মার্ক ৪৮।
সময়ঃ৬০ মিনিট
"খ" ইউনিট মানবিক ঃ
এ বিভাগে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে মোট ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পূর্ণমান=১০০*১.২=১২০
কোনো নেগেটিভ মার্ক নেই।
পাশ মার্ক৪৮
সময়ঃ৬০ মিনিট
তবে মানবিক ইউনিটে সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো এইচএসসি এর ইতিহাস,ভূগোল,যুক্তিবিদ্যা,ইসলামের ইতিহাস এইগুলো বই থেকে বেশী আসে।
"গ" ইউনিট বাণিজ্য ঃ
এ বিভাগে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায়নীতি,মার্কেটিং এবং ফিন্যান্স থেকে প্রশ্ন হবে। এর মধ্যে মার্কেটিং অথবা ফিন্যান্স থেকে যেকোনো ১টা সহ মোট ৫টি বিষয়ের ১০০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।
পূর্ণমান=১০০*১.২=১২০।
কোনো নেগেটিভ মার্ক নেই।
পাশ মার্ক ৪৮।
সময় ৬০ মিনিট।
এবার আসি আসন সংখ্যায়ঃ
১= ঢাকা কলেজ এ মোট সাবজেক্ট ১৯টি আসন ৩৫১৫
২= ইডেন কলেজ এ মোট সাবজেক্ট ২২টি আসন ৪৬৮৫
৩= তিতুমীর কলেজ এ মোট সাবজেক্ট ২২ টি আসন ৫৬৮০
৪= বদরুন্নেসা কলেজ এ মোট সাবজেক্ট ২০ টি আসন ১৩৯৫
৫= সোহরাওয়ার্দী কলেজ এ মোট সাবজেক্ট ১৭টি আসন ১৫৭০
৬= কবি নজরুল কলেজ এ মোট সাবজেক্ট ১৭ টি আসন১৮২০
৭= বাংলা কলেজ এ মোট সাবজেক্ট ১৮ আসন২৩৬০
বিঃদ্রঃ শিক্ষার মান উন্নয়ন কল্পে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার অর্ধেক আসন কমানোর কথা বলেছে।
©️
No comments:
Post a Comment