Breaking

Wednesday, May 5, 2021

২১৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

 উক্ত পদগুলোতে আবেদন করার জন্য শুধুমাত্র পদার্থ অথবা রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমান ডিগ্রী  পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।


কারিগরি শিক্ষা অধিদপ্তর সম্প্রতি  ৩ টি পদে মোট ২১৮১ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৫-০৫-২০২১ থেকে । আবেদন করা যাবে ২৫-০৫-২০২১ পর্যন্ত।




পদের নামঃ 


ক্রাফট ইনস্ট্রাক্টর (সপ)-১০৫৭


ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর, ইলেকট্রনিক্স , টেক)-১০১৯


ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক. ল্যাব)-১০৫




আবেদনের যোগ্যতা


প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।


DTER Job Circular 2021
DTER Job Circular 2021

DTER Job Circular 2021
DTER Job Circular 2021



চাকরি আবেদনের বয়স


প্রার্থীর বয়স ১৫-০৪-২০২১  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২  বছর  ।  


আবেদনের নিয়ম


আগ্রহী প্রার্থীরা (http://dter.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫-০৫-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।


 


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close