Breaking

Monday, September 20, 2021

অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ৪ বছরের সিজিপিএ নির্ণয় করবেন যেভাবেঃ

 অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ৪ বছরের সিজিপিএ নির্ণয় করবেন যেভাবে 


৪ বছরের CGPA নির্ণয়: চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) ÷ পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।


Hons 4th year CGPA
 Hons 4th year CGPA 



কোন গ্রেডে কত পয়েন্ট আগে জানুন, A+ = ৪.০০, A = ৩.৭৫, A- = ৩.৫০, B+ = ৩.২৫, B = ৩.০০, B- = ২.৭৫, C+ = ২.৫০, C = ২.২৫, D = ২.০০, ক্রেডিট সাধারণত ১০০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ৪ এবং ৫০ নম্বরের বিষয়ের ক্ষেত্রে ২ হয়। 


এক বছরে মোট অর্জিত পয়েন্ট বের করার নিয়ম: কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।


চার বছরের মোট অর্জিত পয়েন্ট বের করার নিয়ম: জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।


পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট: পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।


Ex : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328


পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট :

24+24+26+28=102


অতএব, মোট CGPA : 328÷102=3.21


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close