Breaking

Monday, September 20, 2021

NSI এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান।

NSI এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান

পদের নামঃ ওয়াচার কনস্টেবল
পরীক্ষার তারিখঃ ১৭-০৯-২০২১
পূর্ণমানঃ ১০০

সমাধান দেখুন নিচেঃ

Set - A

বাংলা অংশ সমাধানঃ
১। ঢাকেশ্বরী শব্দের প্রকৃত সন্ধি বিচ্ছেদ হলো-? উত্তরঃ ঢাকা + ঈশ্বরী
২। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?  উত্তরঃ উপরের কোনটিই নয়।   [সমাসবদ্ধ পদে সন্ধি করা যায়, যেমন: সংখ্যা+অতীত= সংখ্যাতীত (সন্ধি সাধিত); সংখ্যাকে অতীত= সংখ্যাতীত (সমাস সাধিত), বাংলা শব্দের সাথে সংস্কৃত শব্দের সন্ধি হয়, ধাতুর সাথে প্রযুক্ত উপসর্গের সন্ধি হয়]
৩। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? উত্তরঃ পূর্বপদ
৪। নিচের কোন বাগধারা দিয়ে ‘ভূমিকা’ বোঝায়? উত্তরঃ গৌরচন্দ্রিকা
৫। কারক ও বিভক্তি নির্ণয় কর: পাপে বিরত হয়। উত্তরঃ অপাদানে ৭মী
৬। ‘আকাশে চাঁদ উঠেছে’- কোন কারক? উত্তরঃ অধিকরণ কারক
৭। ‘Editor’ শব্দটির সঠিক পরিভাষা কোনটি? উত্তরঃ সম্পাদক
৮। ‘Misfortune never comes alone’ এর বঙ্গানুবাদ কী? উত্তরঃ বিপদ কখনও একা আসে না
৯। কোনটি শুদ্ধ বানান? উত্তরঃ দ্বন্দ্ব
১০। নিচের কোনটি অশুদ্ধ শব্দ? উত্তরঃ দারিদ্র [সঠিক দারিদ্র্য]
১১। ‘অলংকারের ঝংকার’ বাক্য সংকোচন কি? উত্তরঃ শিঞ্জন
১২। চক্ষুর সম্মুখে সংঘটিত- এর বাক্য সংকোচন কি? উত্তরঃ চাক্ষুষ
১৩। ঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি? উত্তরঃ অনুরাগ - বিরাগ
১৪। আরবি থেকে আগত বাংলা শব্দগুচ্ছ কোনটি? উত্তরঃ কলম, হাকিম, দখল
১৫। স্বরধ্বনি নয় কোনটি? উত্তরঃ ঋ [যদি প্রশ্নে কোনটি মূল স্বরধ্বনি নয়? তাহলে উত্তর ঔ কারণ ঔ  যৌগিক স্বরধ্বনি]  
১৬। “তাকে আসতে বললাম, তবু এলোনা”- কীসের উদাহরণ? উত্তরঃ যোজক  [সংকোচক অর্থে]
১৭। বাংলা ভাষায় মৌলিক স্বর ধ্বনির সংখ্যা কত? উত্তরঃ ৭ টি [অ, আ, ই, উ, এ, ও , অ্যা]
১৮। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? উত্তরঃ ঝমঝম [এরকম শনশন, বনবন, টনটন]
১৯। ‘অটবী’ এর সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ কুঞ্জ  [তরু  অর্থ বৃক্ষ আর অটবী অর্থ বন]
২০। ‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ জীবনানন্দ দাশ [কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম এই কাব্যগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশ পায়]  

 
ইংরেজি অংশ সমাধানঃ
Choose the appropriate preposition: (21-23)
২১। Abdullah has no appetite _________ food. উত্তরঃ for
২২। I condole _____ my friend ____ his sister’s death. উত্তরঃ with, on
২৩।  He hinted me ____ the matter. উত্তরঃ at
২৪। Choose the correct passive form of? My son bought a new Motor Bike. উত্তরঃ A new Motor Bike was bought by my son.  
২৫। Fill in the gap: How long is it since you ____ him last? উত্তরঃ have seen
২৬। Fill in the gap: We are friends. We ___ each other for years. উত্তরঃ have known
২৭। Fill in the gap: At 11 am tomorrow, they ____ in the factory. উত্তরঃ will be working
২৮।Fill in the gap: We _____ dinner when the phone rang.  উত্তরঃ were having
২৯। Choose the correct sentence: উত্তরঃ Who is that man waiting outside.
৩০। Choose the correct sentence. উত্তরঃ The news has made us very happy.
৩১। Fill in the gaps;  I have to go to----bank now. উত্তরঃ the
৩২। Fill in the gaps; He had three eggs for --- breakfast. উত্তরঃ no article
৩৩। Which of the following is a noun? উত্তরঃ mention
৩৪। Which of the following is a verb? উত্তরঃ man [provide people needed to operate something, Past participle: manned]
৩৫। Which of the following is an antonym for the word `COURAGEOUS’? উত্তরঃ Cowardly]
৩৬। Which of the following is a synonym for the word `IRRITATE’? উত্তরঃ vex [বিরক্ত করা]
৩৭। Find out the correct translation: চিন্তাশিল ও সৎ মানুষ তৈরি করা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিৎ।
উত্তরঃ The goal of any educational institution should produce thinking and honest human beings.
৩৮। Choose the correct spelling. উত্তরঃ Accommodation
৩৯। Choose the correct spelling. উত্তরঃ Acquiescence [মৌন সম্মতি]
৪০। He is the black sheep in the family. Here `black sheep’ means----. উত্তরঃ an unworthy person [অপদার্থ]


NSI Exam Solution
NSI Exam Solution 


 
গণিত অংশ সমাধানঃ
৪১। ১০ জন শ্রমিক যে কাজ ২৫ দিনে করতে পারে, সেই কাজ ১০ দিনে সম্পন্ন করতে কতজন শ্রমিক লাগবে? উত্তরঃ ২৫ জন
৪২। তিনটি সংখ্যার গড় ১০। একটি সংখ্যা ১২ হলে, নিচের কোনটি একমাত্র প্রচুরক হতে পারে? উত্তরঃ ৯
৪৩। একটি শ্রেণীকক্ষের ২৫ জন ছাত্রছাত্রীর গণিতের প্রাপ্ত নম্বর নিচের ছকে দেয়া আছে। গণিতে প্রাপ্ত নম্বরের গড়, মধ্যক ও প্রচুরক কত হবে? উত্তরঃ ১০, ১০, ১৫
৪৪। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ১০ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? উত্তরঃ ৮৬
৪৫।  দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু নির্ণয় কর। উত্তরঃ ২৬০
৪৬। তমা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টকার একটি সিল্কের শাড়ি ও ১৮০০ টাকায় একটি থ্রিপিস ক্রয় করল। ভ্যাটের হার ৪ টাকা হলে, সে দোকানিকে কত টাকা দেবে? উত্তরঃ ৩১২০ টাকা
৪৭। একজন মাছ বিক্রেতা প্রতি হালি রুই মাছ ২৪০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৫৫০ টাকা দামে বিক্রি করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো?  উত্তরঃ  ৮.১/৩ ক্ষতি
৪৮। এক বাক্স স্ট্রবেরি ২৭৫০টাকায় বিক্রয় করায় ৪৫০ টাকা ক্ষতি হলো। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রি করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? উত্তরঃ লাভ ৪০০ টাকা
৪৯। ৫:৭, ৪:৯,৩:২ এর মিশ্র অনুপাত কত হবে? উত্তরঃ ১০ঃ২১
৫০। একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে, মধ্য সমানুপাতী কত হবে? উত্তরঃ ৮
৫১। x + y = 4 এবং x - y = 3 হলে, 8xy এর মান কত? উত্তরঃ 14
৫২। যদি f(x) = x² হয়, f(a+b) + f(a-b) এর মান কত? উত্তরঃ 2a2 + 2b2
৫৩। যদি x^y  = 64 হয়, যেখানে  x, y পূর্ণমান, নিচের কোনটি মান হবে? উত্তরঃ 7
৫৪। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৯ একক ও ক্ষেত্রফল ৫৪ বর্গ একক হলে, তার পরিধি কত? উত্তরঃ ৩০ একক
৫৫। ‍যদি P ও Q জোড় সংখ্যা এবং R বিজোড় সংখ্যা হয়, নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? উত্তরঃ R/P
৫৬। নিচের কোনটি X3+ 6X2 + 11x + 6 এর উৎপাদক হবে না? উত্তরঃ x + 4
 
সাধারণ জ্ঞান ও আইসিটি অংশ সমাধানঃ
৫৭। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
৫৮। মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধা হলেন-? উত্তরঃ ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবি
৫৯। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-? উত্তরঃ ৪ নভেম্বর ১৯৭২ [৪ নভেম্বর সংবিধান দিবস]
৬০। বাংলাদেশের বর্তমান এটর্নি জেনারেলের নাম কি? উত্তরঃ  এ এম আমিন উদ্দিন  [তিনি  দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল]
৬১। “আমার দেখা নয়াচীন”  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ? উত্তরঃ ৩য় [১ম অসমাপ্ত আত্মজীবনী, ২য় কারাগারের রোজনামচা]
৬২। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া সর্বশেষ ২টি বিমানের নাম হল-? উত্তরঃ আকাশ তরী ও শ্বেত বালিকা [১৪ মার্চ ২০২১ এ আকাশ তরী ও শ্বেত বালিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়]
৬৩। ২৭শে মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে? উত্তরঃ চীন ও ইরান
৬৪। সেভেন সিস্টার বলা হয় কোন অঞ্চলকে?- উত্তরঃ পূর্ব ভারতের ৭টি রাজ্যকে
৬৫। কভিড- ১৯ অক্সফোর্ড  অ্যাস্ট্র জেনিকটিকা সর্বপ্রথম কোন দেশ ব্যবহারের অনুমতি প্রদান করে? উত্তরঃ যুক্তরাজ্য
৬৬। কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম? উত্তরঃ চীন
৬৭। অনূর্ধ্ব -১৯  ক্রিকেট বিশ্বকাপ ২০২০ এর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে ছিল?- উত্তরঃ ভারত [চ্যাম্পিয়ন বাংলাদেশ]
৬৮। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৫ জুন
৬৯। ”আগুন ও বরফের ভূমি” বলা হয় কোন দেশকে? উত্তরঃ আইসল্যান্ড
৭০। ভারতের কোন অঞ্চলের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমানা বিদ্যমান? উত্তরঃ পশ্চিমবঙ্গ
৭১। কি বোর্ডের কোন দুইটি  কি’র সমন্বয়ে সেন্টার এলাইনমেন্ট করা যাবে? উত্তরঃ Ctrl. + E
৭২। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? উত্তরঃ অগ্ন্যাশয়
৭৩। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোক্তা কে? উত্তরঃ স্যার অ্যালান অক্টাভিয়ান হিউম
৭৪। বরেন্দ্র রিসার্চ সোসাইটি কোথায় এবং কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তরঃ রাজশাহী জেলায় ১৯১০ সালে
৭৫। “A Brief History of Seven Killings” বইটির লেখক কে? উত্তরঃ মারলন জেমস
৭৬। নাগাসাকি নগরীতে  বিস্ফোরিত পারমানবিক বোমার নাম কি ছিল? উত্তরঃ ফ্যাট ম্যান
৭৭। “Long Walk To Freedom”  গ্রন্থটির লেখক কে? উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
৭৮। কৃষক প্রজা পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ ১৯৩৬ সালে
৭৯। বোর্ডের ওপর ”তেলরঙে” চর দখল ছবিটি কার আঁকা? উত্তরঃ এস. এম সুলতান
৮০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close