Breaking

Friday, December 17, 2021

Primary Job Suggestions। প্রাইমারীসহ যে কোন চাকরির পরীক্ষার জন্য চুড়ান্ত মডেলটেষ্ট পর্ব-৩২

১.x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি -

ক. সমবাহু
খ. বিষমবাহু
গ. সমকোণী
ঘ. সমদ্বিবাহু★

২.পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
ক. a+b+c
খ. b+c-a
গ. c+a-b ★
ঘ. a-b+c

৩. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ ★
খ. মোহাম্মদ বরকতউল্লাহ,আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ. মোহাম্মদ আকরাম হক,মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ. কাজী ইমদাদুল হক,মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

৪.বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
ক. সুন্দরম
খ. লোকায়ত
গ. উত্তরাধিকার ★
ঘ. কিছুধ্বনি

৫. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত ★
ঘ. অচলায়তন


Primary Job Suggestions
Primary Job Suggestions


৬. People always remember patrots-Which of the following is the best passive form of the above sentence?
ক. The patriots will always be remembered by people
খ. The patriots are always being remembered
গ. People are always remembered by the patriots
ঘ. The patriots are always remembered by the people ★

৭. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
ক. Shakespeare
খ. Wordsworth
গ. Keats ★
ঘ. Eliot

৮. Which of the following ages in literary history is the latest?
ক. The Augustan Age
খ. The Victorian Age
গ. The Georgian Age ★
ঘ. The Restoriation Age

৯. Many islands make up-
ক. an isles
খ. an archipelago ★
গ. a peninsula
ঘ. continent

১০. গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
ক. ৬ ঘন্টা ★
খ. ৭ ঘন্টা
গ. ৮ ঘন্টা
ঘ. ৫ ঘন্টা

১১. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
ক. ৪
খ. ১৪
গ. ৭
ঘ. ৩৩ ★

১২. ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ-
ক.জ্ঞান
খ.বুদ্ধি
গ.মেধা
ঘ.প্রজ্ঞা ★

১৩. The first English Dictionary was completed by-
ক. Izaak Walton
খ. Samuel Johnson ★
গ. Samuel Butler
ঘ. Sir Thoms Browne

১৪. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
ক. ৯
খ. ১০
গ. ১১ ★
ঘ. ১২

১৫. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
ক. IJO ★
খ. APEC
গ. SAARC
ঘ. ADB

১৬. ওয়াল স্ট্রীট কোথায় অবস্থিত?
ক. ডালাস
খ. লন্ডন
গ. নিউইয়র্ক ★
ঘ. হংকং

১৭. আকাশ নীল দেখায় কেন?
ক. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেমি বলে
খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে ★
ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে

১৮. What is the verb of the word 'Dark'?
ক) Darks
খ) Darken ★
গ) Darkness
ঘ) Darknes

১৯. Mother loves me. Here 'Loves' is an Example of the...
ক)Transitive verb ★
খ) Intransitive verb
গ) Superlative verb
ঘ) Auxiliary verb

২০.  'Accept' শব্দটির Noun Form হচ্ছে.....
ক)Acceptance ★
খ) Accepted
গ) Acceptence
ঘ) Accept

২৩. একটি টেলিভিশনের ক্রয়মুল্য ৬,০০০ টাকা। টেলিভিশনটি কত মুল্যে বিক্রয় করলে বিক্রেতার ৬০% লাভ হবে-
ক) ৮০০০ টাকা
খ) ৯০০০ টাকা
গ) ৮৫০০ টাকা
ঘ) ৯৬০০ টাকা ★

২৪. এতটি দ্রব্য ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়।দ্রব্যটির ক্রয়মুল্য কত?
ক) ৪০ পয়সা
খ) ৫০ পয়সা ★
গ) ৬০ পয়সা
ঘ) ৭০ পয়সা

২৫. টাকায় ৩টি করে অাম ক্রয় করে টাকায় ২টি দরে বি ক্রয় করলে শতকরা কত লাভ হয়?
ক) ৩০%
খ) ৪০%
গ) ৫০% ★
ঘ) ৩৩%

২৬. একটি ছাগল ২৭৬ টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মুল্য কত?
ক) ২০০ টাকা
খ) ২২০ টাকা
গ) ২৪০ টাকা ★
ঘ) ২৮০ টাকা

২৭. কোনটি সন্ধির উদ্দেশ্য?
ক) শব্দের মিলন
খ) বর্ণের মিল
গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন ★
ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন

২৮. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক) সংস্কার/পরিষ্কার ★
খ) অতএব
গ) সংশয়
ঘ) মনোহর

২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক) তৎসম সন্ধি ★
খ) বাংলা সন্ধি
গ) স্বরসন্ধি
ঘ) ব্যঞ্জন সন্ধি

৩০. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে -
ক) ব্যঞ্জনসন্ধি
খ) স্বরসন্ধি
গ) নিপাতনে সিদ্ধ সন্ধি ★
ঘ) বিসর্গ সন্ধি

৩১. উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ?
ক) ক, খ, গ
খ) চ, ছ, ঝ ★
গ) ট, ঠ, ড
ঘ) প, ফ, ব

৩২. গঠন বিচারে স্বরধ্বনিকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুইভাগে ★
খ) তিনভাগে
গ) চারভাগে
ঘ) পাঁচভাগে

৩৩. মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে -
ক) ভাষা
খ) ধ্বনি ★
গ) শব্দ
ঘ) বাক্য

৩৪. বাংলা বর্ণামালায় স্বরবর্ণের লিখিত রূপ কতটি?
ক) ১টি
খ) ২টি ★
গ) ৩টি
ঘ) ৪টি

৩৫. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
ক) ১১টি
খ) ১৩টি
গ) ৩৯টি ★
ঘ) ৪৯টি

৩৬. সঠিক উত্তর কোনটি ? —– ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব ।

ক. টীকাদান কর্মসূচি

খ. সচেতনতা★

গ. পুষ্টিকর খাদ্য

ঘ. অর্থ

৩৭. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়

ক. ২০০৪

খ. ২০০৩

গ. ২০০৬★

ঘ. ২০০৮

৩৮. কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে?
ক) ছত্রাক
খ) টক্সিন★
গ) শৈবাল
ঘ) রিবোক্সিন

৩৯. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়?

ক. বেকেরেল রশ্মি

খ. x- রশ্মি★

গ. গামা রশ্মি

ঘ. বিটা রশ্মি

৪০. তামাক পাতায় কোন বিষাক্ত পদার্থটি উপস্থিত?
ক) নিকোটিন★
খ) নিয়াসিন
গ) ক্যাফেইন
ঘ) পিরিডক্সিন

৪১. কোনটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে?
ক) ছত্রাক
খ) টক্সিন★
গ) শৈবাল
ঘ) রিবোক্সিন

৪২. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি–

ক. যুক্ত অবস্থার চাইতে কম

খ. যুক্ত অবস্থার চাইতে অধিক★

গ. যুক্ত অবস্থার সমান

ঘ. কোনোটিই সঠিক নয়

৪৩. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?

ক. গায়ের ঘাম বের হতে দেয় না

খ. বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে★

গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারন করে

ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়

৪৪. নিচের কোন বাক্যটি সত্য নয়?

ক. পদার্থের নিউক্লিয়াসে ও নিউট্রন থাকে

খ. প্রোটিন ধনাত্মক আধানযুক্ত

গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত

ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে★

৪৫. উড়োজাহাজের গতি নির্নয়ক যন্ত্র কোনটি?

ক. পিডোমিটার(pedometer)

খ. ট্যাক্সিমিটার(taximeter)

গ. ট্যাকোমিটার(tachometer)★

ঘ. ক্রোনোমিটার(chronometer)

৪৬.  সিসমোগ্রাফ (seismograph) কি?

ক. বায়ু মাপার যন্ত্র

খ. ভূমিকম্প মাপার যন্ত্র★

গ. বৃষ্টি মাপার যন্ত্র

ঘ. পানি প্রবাহ মাপার যন্ত্র

৪৭. কোনটির অভাবে অস্থির গঠন শক্ত ও মজবুত হতে পারে না?
ক) খনিজ লবণের
খ) প্রোটিনের অভাবে
গ) ভিটামিন ‘C’ এর অভাবে★
ঘ) ভিটামিন ‘K’ এর অভাবে

৪৮. কোন ভিটামিনের অভাবে ঠোঁটের দুপাশে ফাটল দেখা দেয়?
ক) নিয়াসিন
খ) পাইরিডক্সিন
গ) কোবালামিন
ঘ) রিবোফ্ল্যাভিন★

৪৯. সুষম খাদ্য তালিকায় কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?
ক) প্রোটিন
খ) কার্বোহাইড্রেট★
গ) লিপিড
ঘ) মিনারেলস

৫০. কোন পদ্ধতিতে খাদ্যবস্তু থেকে পানি শুকিয়ে এনজাইম ক্রিয়াকে প্রতিহত করা যায়?
ক) রেফ্রিজারেশন
খ) শুষ্ককরণ★
গ) ফ্রিজিং
ঘ) চিনি বা লবণের দ্রবনে সংরক্ষণ

৫১. x3-8 এর একটি উৎপাদক নিচের কোনটি?
ক) x-2 ★
খ) x-4
গ) x2-x-2
ঘ) x2-x-2

৫২. 4x3-13x-12 এর উৎপাদক কত?
ক) (x+4)(4x-3)
খ) (x-4)(4x+3) ★
গ) (2x-4)(2x+3)
ঘ) (2x-4)(2x-3)

৫৩. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল সা গু ৯৬ হলে গ সা গু কত?
ক) ১৬ ★
খ) ৩২
গ) ২৪
ঘ) ১২

৫৪.  দুটি সংখ্যার ল সা গু ৮৪, গ সা গু ৭। একটি সংখ্যা ২১ হলে অপর সংখ্যাটি কত?
ক) ৪
খ) ১২
গ) ৩২
ঘ) ২৮ ★

৫৫. দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ সা গু ১৩। সংখ্যা দুইটির ল সা গু কত?
ক) ২৬০ ★
খ) ২৫০
গ) ২৪০
ঘ) ২৩০

৫৬. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?
ক) তামার তার
খ) কো- এক্সিয়াল ক্যাবল
গ) অপটিক্যাল ফাইবার ★
ঘ) ওয়্যারলেস মিডিয়া

৫৭. আধুনিক কম্পিউটারের জনক কে?
ক) চার্লস ব্যাবেজ ★
খ) হার্ড এয়ার্ড একিন
গ) জক লক
ঘ) টমাস আলভা এডিসন

৫৮. ফেসবুক কত সালে আবিষ্কার হয়?
ক) ২০০২
খ) ২০০৩
গ) ২০০৪ ★
ঘ) ২০০৫

৫৯. ইউটিউব কত সালে আবিষ্কার হয়?
ক)২০০২
খ) ২০০৩
গ) ২০০৪
ঘ) ২০০৫ ★

৬০. কম্পিউটারেরর স্থায়ী শক্তিকে কি বলে?
ক) RAM
খ) ROM ★
গ) CPU
ঘ) DVD

৬১. 'A burning question'  means -
ক) an important question ★
খ) a hard question
গ) a uncomm question
ঘ) a false question

৬২. 'All at once' - Phrase টির অর্থ কি?
ক) Suddenly
খ) Quickly
গ) Slowly
ঘ) Gradually

৬৩. 'All in All' এর অর্থ কি?
ক) All powerful ★
খ) powerless
গ) only one
ঘ) who has lost power

৬৪. 'Asparagus' means -
ক) A chart of bus fare
খ) A price list
গ) A valuable menu
ঘ) A valuable food ★

৬৫. ' Bag and baggage' idiom এর অর্থ কি?
ক) properly
খ) Heavy things
গ) Leaving nothing behind ★
ঘ) Costly things

৬৬. 'Out and out' means-
ক) Not at all
খ) Thoroughly ★
গ) Brave
ঘ) Whole heartldy

৬৭. ' Maden speech' means-
ক) Late speech
খ) Early speech
গ) first speech ★
ঘ) Final speech

৬৮. ' First language ' means the - language.
ক) important
খ) main
গ) natural ★
ঘ) official

৬৯. The correct meaning of ' a man of letter' is-
ক) a postman
খ) a scholar ★
গ) a good man
ঘ) a bad man

৭০. 'Asparagus ' means-
ক) A chart of bus fare
খ) A price list
গ) A valuable food ★
ঘ) A valuable menu

৭১. ‘তুষারশুভ্র’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) তুষারের ন্যায় শুভ্র ★
খ) তুষার শুভ্রের ন্যায়
গ) তুষার ও শুভ্র
ঘ) শুভ্র যে তুষার

৭২. তৎপুরুষসমাসে কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) পরপদ ★
গ) অন্যপদ
ঘ) উভয়পদ

৭৩. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস?
ক) তেপায়া
খ) চৌচালা
গ) তেমাথা ★
ঘ) চারহাতি

৭৪. সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে?
ক) ১৯৯৩ সালে ★
খ) ১৯৯১ সালে
গ) ১৯৯৪ সালে
ঘ) ১৯৯৫ সালে

৭৫. UCEP' কার্যাক্রম কিসের সাথে জড়িত?
ক) স্বাস্থ্য
খ) শিক্ষা ★
গ) বিচার
ঘ) শাসন

৭৬. মুরংদের উৎসবের নাম কি?
ক) বিজু
খ) ডাকা
গ) ওরেং
ঘ) মুৎসলোং ★

৭৭. what is the verb of the word ' Dark'?
ক) Darkest
খ) Darken ★
গ) Darkly
ঘ) Darkken

৭৮. Which is the correct article? Metre is - Unit of Lenth
ক) a
খ) an
গ) the ★
ঘ) no article

৭৯. বাংলা ভাষায় 'ইতিবৃত্ত' কার লেখা?
ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ ★
খ) প্যারীচাঁদ মিত্র
গ) আল মাহমুদ
ঘ) আব্দুল হাই

৮০. বারাক ওবামা যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
ক) ৪৪ ★
খ) ৪৫
গ) ৪২
ঘ) ৪৩













এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close