Breaking

Sunday, December 19, 2021

SSC Result 2021 Notice। এস এস সি ২০২১ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নোটিশ।

জানা গেছে এসএসসি রেজাল্ট কবে প্রকাশ হবে

2021 সালের এসএসসি রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এমন তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ
এসএসসি পরীক্ষার রেজাল্ট 2021 প্রকাশ করা হতে পারে ডিসেম্বার 23 তারিখ বা এর পরের যে কোন দিন৷এমন তথ্য জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ .

শিক্ষা বোর্ড সুএ হতে জানা গেছে অনুমতি পেলে 23 বা 24 ডিসেম্বার প্রকাশ করা হতে 2021 সালের এসএসসির ফলাফল ৷
এসএসসির ফলাফল প্রকাশের সব প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ 
একটি গণমাধ্যমকে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা 
2021 সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সাম্ভব্য তারিখ হতে পারে ডিসেম্বার 23 তারিখ  হিসেবে কাজ করছে শিক্ষা বোর্ড ৷
শিক্ষা বোর্ডে শিক্ষকরা এসএসসির খাতা দেখা শেষ করে সকল খাতা বোর্ডে পাঠাচ্ছেন  ও সাথে উওর পএও জমা দেওয়া হচ্ছে বোর্ডে ৷
খাতা গুলো বোর্ডে জমা দেওয়া শেষ হলে সফটওয়্যারে এন্টি করে  ফলাফল জমা দেওয়া হবে.


SSC Result 2021Notice
SSC Result 2021Notice


  এস এসসি   পরীক্ষা শেষ হলে এক মাসের ভিতর ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড:  দিপুমনি৷
শিক্ষা বোর্ড গুলো সেই লক্ষ্যেই দ্রুত কাজ করে যাচ্ছে 


এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুহয় 2021 সালের 14 নভেম্বার ও যা শেষ হয় 23 নভেম্বার 2021৷
পরীক্ষা শেষ হবার এিশ দিনের ভিতর রেজাল্ট প্রকাশ করায় পরীক্ষা শেষ হবার সাথে সাথে শিক্ষকদের কাছে উওরপএ পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
বিষয় ভিওিক  খাতার নম্বর ও উওর পএ বোর্ডে জমা দেওয়া হচ্ছে ৷
মন্ত্রণালয়ের নির্দেশনা  অনুযারি 2021 সালের এসএসসির ফলা ফল প্রকাশ করা হবে যথা সময়ে৷
2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা করোনার কারনে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া হয়েছে ৷

এসএসসির রেজাল্ট দেখার মোবাইলের মাধ্যমে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখবেন SSC দিয়ে কিছুটা ফাঁকা করে বোর্ডের নাম তিন অক্ষর যেমন DHA কিছুটা ফাঁকা করে  Rollলিখে আবার কিছুটা ফাঁকা 2021 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 এই নম্বরে SMS চার্জ প্রযোজ্য হবে 

কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা SSC লিখে কিছু টা ফাঁকা করে tec লিখে Roll লিখে কিছুটা ফাঁকা করে পরীক্ষার সাল 2021 টাইপ করতে হবে৷

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে লিখার নিয়ম SSC  Dha23456 2021
        Dakhil Mad 23456 2021

          SSC  tec 23456 2021


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close