২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ সংক্রান্ত তথ্যবলী বিস্তারিত দেখুনঃ
২০২১ সালের অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপের টাকা পেমেন্ট ও ফরম জমার দিক নির্দেশনা।
Hons 1st Year Form fillup Update News |
প্রথমে ডিপার্টমেন্ট থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে একটা ফরম উঠাতে হবে। এবার এমএম কলেজের ওয়েবসাইটে ঢুকে ফরম ফিলাপ অপশনে গিয়ে অনার্স ফরম ফিলাপ নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখে অনার্স প্রথম বর্ষ দিয়ে নেক্সট অপশনে ক্লিক করলেই টাকার পরিমান দেখাবে। তারপর যার যেই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। টাকা পেমেন্ট করার পর অনলাইন থেকে একটা কনফার্মেশন স্লিপ পাওয়া যাবে। সেটা প্রিন্ট করে নিতে হবে।
এবার আসি কি কি লাগবে কলেজে:-
ন্যাশনাল ইউনিভার্সিটির ফরম এবং এমএম কলেজের টাকা পেমেন্টের কনফার্মেশন স্লিপ এই দুইটা ফটোকপি করে তিন সেট করতে হবে। এবার এর সাথে রেজিস্ট্রেশন কার্ডের তিনটা ফটোকপি সংযুক্ত করতে হবে। কমপক্ষে দুই সেটের উপর দুইটা পাসপোর্ট সাইজের ছবি এড করতে হবে। এবার এই তিনটা সেট নিয়ে নিজ ডিপার্টমেন্টে গিয়ে জমা দিতে হবে। ডিপার্টমেন্ট থেকে সেটা স্বাক্ষর হওয়ার পর এক সেট আবার তোমাকে ব্যাক দেবে, সেটা সংরক্ষণ করে রাখতে হবে। ব্যাস হয়ে গেল তোমার ফর্ম ফিলাপ। তবে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে উপরের সব গুলোর সাথে প্রথম বর্ষের রেজাল্ট শীট সংযুক্ত করতে হবে।
Hons 1st Year Form fillup Update News |
No comments:
Post a Comment