জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের (২০২১-২২) বর্ষের ভর্তির আবেদন সময় আগামী ০৯তারিখ এ শেষ হবে '!
এক্ষেত্রে আবেদন করার আগে নিমোক্ত বিষয় গুলো মনে রাখবেনঃ-
১)অবশ্যই আপনার পয়েন্ট মাথায় রেখে পছন্দসই কলেজ আবেদন করবেন।
২) অহেতুক অপছন্দের কিংবা আপনার কাছে কঠিন লাগে এমন সাবজেক্ট সিলেক্ট করবেন না ।
৩)আবেদন করার সময় ফোনে আসা পিন কোড,এডমিশন রোল,পেমেন্ট কনফার্মেশন মেসেজগুলো সযত্নে স্ক্রিনশট তুলে রেখে দিয়েন।
৪)পারিবারিক অসচ্ছলতা থাকলে বেসরকারি কলেজ এ আবেদন করা থেকে বিরত থাকুন।
৫)কম্পিউটার এর দোকানে গিয়ে আবেদন করার সময় সাবজেক্ট অবশ্যই নিজের পছন্দমতো সিলেক্ট করবেন। কারণ সাবজেক্টটিতে আপনি পড়বেন অন্য কেউ কিন্তু না।
৬)কম্পিউটার এর দোকানে গিয়ে আবেদন করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন দোকানদার কলেজ আবেদন কনফার্মেশন এর টাকা ঠিকমতো দিচ্ছে কিনা। ফোনে পেমেন্ট কনফার্মেশন মেসেজ আসলেই কনফার্ম হবেন।গতবছর আবেদন এর টাকা জমা না হওয়ার কারণে অনেকেরই রেজাল্ট আসেনি।কিছু অসাধু দোকানদার টাকা জমা দেয় না কিন্তু ঠিকই টাকা নিয়ে নেয়।তাই সাবধান।
NU Hons 1st Year Admission News |
৭)অনেকেই প্রশ্ন করছে "আবেদন পত্র কি কলেজ এ জমা দিতে হবে "?
সেক্ষেত্রে আমি বলবো আপনি যে কলেজ এ আবেদন করেছেন সেই কলেজ এর ভর্তি বিজ্ঞপ্তি দেখুন। ভর্তি বিজ্ঞপ্তি কলেজ এর ওয়েবসাইট এই পাবেন। অনেক কলেজ চান্স পেলে আবেদন ফরম জমা নিয়ে থাকে। আর কিছু কলেজ অনলাইনে ও কিছু কলেজ আবেদন পত্র কলেজ এ গিয়ে জমা দিয়ে আসার কথা বলে। এসব আবেদন ফরম জমা দেওয়ায় তথ্য তারা ভর্তি বিজ্ঞপ্তি তে জানিয়ে দেয়'!
৮)যোগ্যতাঃ
মানবিক থেকে যারা আবেদন করবেন তারা SSC তে 3.50+ HSC তে 3.00 =মোট 6.50 পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন।
এছাড়া যারা বিজ্ঞান ও বানিজ্য বিভাগ থেকে আবেদন করবেন তারা SSC তে 3.50+HSC তে 3.50=মোট 7.00 পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন '!😊
৯) i.যাদের SSC ও HSC মিলে 10 পয়েন্ট আছে তারা দেশের যেকোনো Govt কলেজ এ আবেদন করতে পারেন।
ii.যাদের SSC ও HSC মিলে 10 পয়েন্ট এর নিচে ও 8.50 এর উপরে তারা জেলা /বিভাগীয় Govt কলেজ এ আবেদন করুন'!
iii.যাদের SSC ও HSC মিলে 8.50 এর নিচে ও 6.50 এর উপরে তারা উপজেলা পর্যায়ে Govt/Non Govt অথবা বিভাগীয়/জেলা পর্যায়ের Non Govt কলেজ এ আবেদন করবেন।
No comments:
Post a Comment