Breaking

Friday, June 17, 2022

All Bank Job Suggestions। এনজিওসহ সকল ব্যাংকের চাররির জন্য বাছাই করা প্রশ্নোত্তরঃ

 ১। বিদ্যাপতি কোন ভাষার কবি?

- ব্রজবুলি

২। সর্বপ্রথম ধাতুতে খোদাই বাংলা হরফ ব্যবহার করেন কে?

- ব্রাসি হ্যালহেড

৩। মাইকেল মধুসূদন দত্তের ইসলামি বিষয়ে রচিত (অসমাপ্ত) নাটক কোনটি?

- রিজিয়া

৪। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ—

- ব্যথার দান

৫। বাঙ্গালির ইতিহাস বইটির লেখক কে?

- নিহাররঞ্জন রায়

৬। পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ থাকে?

- দুটি 

৭। চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত—

- প্রমথ চৌধুরী 

৮। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কোন ভাষায় রচিত হয়?

রাইসুল ইসলাম হৃদয় 

- পর্তুগীজ ভাষায়

৯। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?

- ৭ টি

১০। পাখি কোন ধরনের শব্দ?

- তদ্ভব 

১১। বাংলায় কোন কোন পদে বচনের সূত্র প্রয়োগ হয়?

- বিশেষ্য ও সর্বনাম 

১২। যাযাবর এর বিপরীত শব্দ—

- স্থায়ী

১৩। বাক্যের অংশ কয়টি?

- ২ টি

১৪। শব্দের পূর্বে বসে —

- উপসর্গ

১৫। জনবহুল স্থান —এককথায় 

- জনাকীর্ণ

16. Love শব্দটি কোন Noun?

- abstract noun

17. Family শব্দটির verb form হলো—

- familiarize 

18. He plays ________ piano well

- the

19. _____ milk is a nutritious food

- ×

20. Degree is a part of —

- adjective 

21. He was seen _____ to the school.

- going

22. ____ it help you in your studies ?

- will

23. I ____ never seen such a picture before.

Raisul Islam Hridoy 

- have

24. Antonym of Ad-lib ?

- Deliberate

25. Antonym of Imperil ?

- Safeguard

26. Antonym of Array.

- one

27. Antonym of Annex

- Base

28. I was delighted _____ her answer.

- at

29.I have no doubt _____ it.

- about 

30.He is true ______ his words.

- to


All Bank Job Suggestions
All Bank Job Suggestions


৩১। এক ব্যাক্তি ৪০ দিনে তার দালানের কাজ শেষ করার জন্য ২৫ জন লোক নিয়োগ দিলেন। ২০ দিন পর তিনি আরো ১৫ জন লোক নিয়োগ দিলেন এবং কাজটি ৫দিন আগে শেষ হয়ে গেল। অতিরিক্ত লোক নিয়োগ না দিলে তিনি নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ করতেন? 

- ৪ দিন

৩২। ৪০ কেজি জৈব ও ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ ১০%। কত কেজি সার মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ ২০% হবে?

- ৫ কেজি

৩৩। কোন সংখ্যার তিন চতুর্থাংশের এক পঞ্চমাংশের মান ৬০। সংখ্যাটি কত? 

- ৪০০

৩৪। একটি দ্রব্য ৪২০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ক্রয়মূল্য অপেক্ষা কত টাকা বেশি?

- ৬৩ টাকা

রাইসুল ইসলাম হৃদয় 

৩৫। মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?

- ৫২

৩৬। একটি পাইপ দ্বারা একটি ট্যাংক ৩ ঘন্টায় পূর্ণ হয়। দ্বিতীয় পাইপটি দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে ৬ ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ছেড়ে দেয়া হলে ট্যাংকটি পূর্ণ হতে কত মিনিট লাগবে?

- ১২০ 

৩৭। তিনটি সংখ্যার অনুপাত ৪:৫:৬ এবং মধ্যম সংখ্যাটির বর্গ ২২৫। বৃহত্তম সংখ্যাটি কত?

-১৮ 

৩৮। কোন পরীক্ষায় ৮০% গণিতে ও ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

-  ১০%

৩৯। দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে তাদের গ.সা.গু কত?

- ১৬

৪০। যদি ৩৩০ টাকা ৩ বছর পরে সুদাসলে ৪২৯ টাকা হয়, তাহলে ৬৫০ টাকা সুদে আসলে ৫ বছর পরে কত টাকা হবে?

- ৯৭৫ টাকা

৪১। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কত সালে প্রতিষ্ঠিত  হয়?

-১৯৭১ সাল

৪২। পরিবার পরিকল্পনা'র প্রশিক্ষণ প্রতিষ্ঠান —

- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট

৪৩। বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? 

- ১৯৯৯ সালে

৪৪। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালরি শক্তির প্রয়োজন-

- ২৫০০ ক্যালরি 

৪৫। সুষম খাদ্যের উপাদান কয়টি?

- ৬ টি

৪৬। ভিটামিন ‘সি’ এর অপর নাম কি?

- এয়াসকরবিক এসিড

৪৭। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

- ভিটামিন এ

৪৮। বিষাক্ত নিকোটিন থাকে-

- তামাকে

৪৯। 'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?

- শ্বেতসার

৫০। মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কোনটি?

- ফিনাইল এলানিন



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close