Breaking

Thursday, June 9, 2022

Bank Job Suggestions। সরকারি ব্যাংকসহ এনজিও চাকরির পরীক্ষার জন্য বাছাই করা সাজেশন এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ্ঃ

১। সর্বশেষ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা - ৩২২জন

২। বঙ্গবন্ধু সারাজীবনে কারাগারে মোট বন্দী ছিলেন - ৪৬৮২দিন
৩। ৩০৫৩দিন হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের উপর রচিত একটি গ্রন্থ।
৪। বাংলাদেশে আঘাতহানা সর্বশেষ ঘূর্ণিঝড় - ফণি (৪মে,২০১৯)
৫। ভারতের লোকসভার মোট আসন- ৫৪৫টি ( নির্বাচিত আসন-৫৪৩টি; তবে এবছর আর্থিক অনিয়মের কারণে ১টি আসনে নির্বাচন স্থগিত করা হয়। ফলে বাকি ৫৪২টি আসনে নির্বাচন হয় এবং ৫৪৫টির মধ্যে ২টি আসন রাষ্ট্রপতি কর্তৃক সংরক্ষিত)
৬। ১৮৬৭সালে রাশিয়ার কাছ থেকে 'আলাস্কা ' অঙ্গরাজ্যটি ক্রয় করে- যুক্তরাষ্ট্র
৭। বিশ্বের বৃহত্তম দ্বীপ - গ্রীনল্যান্ড
৮। সম্প্রতি কোন দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন 'গ্রীনল্যান্ড' দ্বীপটি ক্রয় করার ইচ্ছা প্রকাশ করেছে- যুক্তরাষ্ট্র ( ডোনাল্ড ট্রাম্প)
৯। বিশ্বের প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্যপদ প্রত্যাহার করে - বুরুন্ডি
১০। ব্রিটিশ নৌবাহিনী ৪ জুলাই ২০১৯, ইরানের যে জাহাজটি আটক করে - গ্রেস ওয়ান ( এর বর্তমান নাম - আদ্রিয়ান দারিয়া ১)
১১। ১৯ জুলাই ২০১৯, ইরান ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার ' স্টেনা ইমপেরো'কে আটক করে যেটির মালিক- সুইডিশ কোম্পানি
১২। বিশ্বের শীর্ষস্থানীয় জাহাজ মালিকের দেশ- গ্রীস
১৩। ' ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ২০১৯' শহর হচ্ছে - সংযুক্ত আরব আমিরাতের শারজা
১৪। বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যু বরণ করেন- ২৩ আগস্ট ২০১৯
১৫। ডেঙ্গু ভাইরাস ছড়ায়- এডিশ মশা
১৬। বর্তমানে বাংলাদেশ ব্যাঙ্ক বছরে মুদ্রানীতি ঘোষণা করে - ১ বার
১৭। বিভিন্ন দেশের বর্তমান প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী :
~ প্রধানমন্ত্রীঃ
★ ইংল্যান্ড - বরিস জনসন
★ ভারত- নরেন্দ্র মোদী
★ ভুটান - লোটে শেরিং
★ কানাডা - জাস্টিন ট্রুডো
★ অস্ট্রেলিয়া - স্কট মরিসন
★ নিউজিল্যান্ড - জাসিন্দা আর্ডেন
★ ইসরায়েল - বেনজামিন নেতানিয়াহু
★ পাকিস্তান - ইমরান খান
★ শ্রীলঙ্কা - রনিল বিক্রমাসিংহে
★ গ্রীনল্যান্ড- কিম কিলসেন
★ জাপান- শিনজো অ্যাবে
★ কম্বোডিয়া - হুন সেন
★ চীন- লে কেকিয়াং
~ প্রেসিডেন্টঃ
★ ভারত- শ্রী রামনাথ কোবিন্দ
★ চীন- শি জিনপিং
★ পাকিস্তান - ডা. আরিফ আলভী
★ শ্রীলঙ্কা - মাইথ্রিপালা সিরিসেনা
★ মালদ্বীপ - ইব্রাহিম মোহাম্মদ সালিহ
★ নেপাল- বিদ্যা দেবী ভাণ্ডারী
★ যুক্তরাষ্ট্র- ডোনাল্ড ট্রাম্প
★ আফগানিস্তান - আশরাফ গণি
★ দক্ষিণ আফ্রিকা - সিরিল রামফোসা
★ ইসরায়েল - রিউভেন রিভলিন
★ কিউবা- মিগুয়েল দিয়াজ কানেল
★ ফিলিপাইন - রদ্রিগো দুতের্তে
★ তুরস্ক - রিসেপ তাইয়েপ এরদোয়ান
★ মিশর- আবদেল ফাত্তাহ আল-সিসি
★ মিয়ানমার - উইন মিন্ট
★ ভেনেজুয়েলা- নিকোলাস মাদুরো
★ সিরিয়া- বাশার আল আসাদ
★ রাশিয়া - ভ্লাদিমির পুতিন
★ ফ্রান্স - ইমানুয়েল মাখোঁ
★ জিম্বাবুয়ে- এমারসন নানগাগওয়া
★ সুদান-
★ আলজেরিয়া-
~ চ্যান্সেলরঃ
★ জার্মানি - অ্যাঞ্জেলা মার্কেল
~ রাজাঃ
★ ভুটান- জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক
~ বাদশাহঃ
★ সৌদিআরব - আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ
~ সুলতানঃ
★ব্রুনাই- হাসান আল বলকিয়াহ
~ প্রধানঃ
★ ভ্যাটিকানের প্রধান- পোপ ফ্রান্সিস
~ পররাষ্ট্রমন্ত্রীঃ
★ ইংল্যান্ড - জেরেমি হান্ট
★ যুক্তরাষ্ট্র - মাইক পম্পেও
★ ভারত - সুবরামনিয়াম জয়শঙ্কর
★ রাশিয়া - সের্গেই লাভরভ
★ ইরান- মোহাম্মদ জাভেদ জারিফ
★ পাকিস্তান - মাখদুম শাহ মেহমুদ কুরেশি
★ বাংলাদেশ - আবুল কালাম আবদুল মোমেন

১৮। বিভিন্ন সংস্থার প্রধানঃ
★ জাতিসংঘ - অ্যান্থোনি গুতেরেস
★ বিশ্বব্যাঙ্ক- ডেভিড ম্যালপাস
★ UNHCR - ফিলিপ্পো গ্রান্ডি
★ আইএমএফ - ক্রিস্টিনা লাগার্দ
★ IAEA- কর্ণেল ফেরেতা
★ ইউনেস্কো - ইরিনা বোকাভা
★ WTO- রবার্তো আজেভিদো
★ NATO- জেনস স্টলেনবার্গ
★ কমনওয়েলথ - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
★সার্ক- আমজাদ হোসাইন
★ বিমসটেক - সুমিথ নাকানদাল
★ আরবলীগ- আহমেদ আবুল ঘেইত
★ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল - সলিল শেঠি
★ ফিফা- জিয়ান্নি ইনফান্তিনো

১৯। বিভিন্ন সংস্থার বর্তমান সদস্য, সদরদপ্তর ও গঠনকালঃ
★ জাতিসংঘ - ১৯৩ (সর্বশেষ দক্ষিণ সুদান), নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৯৪৫
★ ইউনেস্কো - প্যারিস, ফ্রান্স
★ ওপেক- ১৪টি, ভিয়েনা, অস্ট্রিয়া (সর্বশেষ কঙ্গো প্রজাতন্ত্র), ১৯৬০
★ ওআইসি- ৫৭টি, জেদ্দা, সৌদিআরব, ১৯৬৯
★ সার্ক- ৮টি, কাঠমান্ডু, নেপাল, ১৯৮৫
★ আসিয়ান- ১০টি, জার্কাতা, ইন্দোনেশিয়া,১৯৬৭
★ বিমসটেক - ৭টি, ঢাকা, বাংলাদেশ, ১৯৯৭
★ ন্যাটো- ২৯ (সর্বশেষ মন্টিনেগ্রো), ১৯৪৯
★ সিরডাপ- ১৫টি, ঢাকা, বাংলাদেশ, ১৯৭৯
★ আরবলীগ- ২২টি, কায়রো, মিশর, ১৯৪৫
★ আইএমএফ - ওয়াশিংটন ডিসি, ১৯৪৫
★ বিশ্বব্যাঙ্ক- ওয়াশিংটন ডিসি, ১৯৪৫
★ কমনওয়েলথ - ৫৩টি, মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য (সর্বশেষ গাম্বিয়া)
★ ন্যাম- ১৯৬১
★ ইইউ- ২৮টি,ব্রাসেলস, বেলজিয়াম, (সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া), ১৯৯৩
★ জিসিসি- ৬টি, রিয়াদ, সৌদিআরব
★ G-7- ৭টি (পৃথিবীর উন্নত দেশের সংগঠন)
★ BRICS- ৫টি, সাংহাই, চীন
★ D-8- ৮টি, ইস্তাম্বুল, তুরস্ক, ১৯৯৭
★ রেডক্রস - জেনেভা, সুইজারল্যান্ড, ১৮৬৩ ( হেনরি ডুরান্ট কর্তৃক প্রতিষ্ঠিত)
★ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল - লন্ডন, যুক্তরাজ্য
★ হিউম্যান রাইটস ওয়াচ - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
★ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল - বার্লিন, জার্মানি
★ UNDP- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
★ FAO- রোম, ইটালি
★ OPCW- হেগ, নেদারল্যান্ডস, ১৯৯৭
★ ADB- ম্যানিলা, ফিলিপাইন, ১৯৬৬
★ Bank of the South- কারাকাস, ভেনেজুয়েলা
★ এপেক- ২১, সিঙ্গাপুর
★ UNHCR - জেনেভা, সুইজারল্যান্ড, ১৯৫০
★ WIPO- জেনেভা, সুইজারল্যান্ড
★ WTO- জেনেভা, সুইজারল্যান্ড, ১৯৯৫
★ ইন্টারপুল- লিঁও, ফ্রান্স
★ AIIB- বেইজিং, চীন
★ NDB- সাংহাই, চীন


Bank Job Suggestions
Bank Job Suggestions


২০। বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তিসমূহঃ
★ ক্যাম্পডেভিড চুক্তি - ১৯৭৮সালের ১৭ সেপ্টেম্বর, মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত হয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এই চুক্তির মধ্যস্থতা করেন।
★ ডেটন চুক্তিঃ ১৯৯৫সালের ১৪ ডিসেম্বর, ফ্রান্সের রাজধানী প্যারিসে সার্বিয়া-ক্রোয়েশিয়া-বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে স্বাক্ষরিত হয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এই চুক্তির মধ্যস্থতা করেন।
★ ম্যাগনেকার্টাঃ ১২১৫সালের ১৫ জুন, সামন্তদের সাথে রাজা জনের স্বাক্ষরিত হয়। এটিকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
★ UDHR: ১৯৪৮সালের ১০ ডিসেম্বর, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয়। প্রতিবছর ১০ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
★ জেনেভা কনভেনশনঃ যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন ১৯৪৯সালে স্বাক্ষরিত হয়।
★ অসলো চুক্তিঃ ১৯৯৩সালের ১৩ সেপ্টেম্বর, নরওয়ের মধ্যস্থতায় পিএলও এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিক ভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ কার্টাগেনা প্রটোকলঃ ২০০০সালের ২৯ জানুয়ারি, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিঃ ১৯৯৭সালের ২ ডিসেম্বর উক্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
★ সাফটা (SAFTA): ২০০৪সালের ৬ জানুয়ারি চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ২০০৬সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়।
★ সাপটা (SAPTA): ১৯৯৩সালের ১১ এপ্রিল চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৪সালের ১ জানুয়ারি চুক্তিটি কার্যকর করা হয়।
★ তাসখন্দ চুক্তিঃ ১৯৬৬সালের ১০ জানুয়ারি, উজবেকিস্তানের তাসখন্দে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়।

২১। মহাদেশ,দেশ, জনসংখ্যা ও গুণীজন পরিচিতিঃ
★ পৃথিবীতে মোট স্বাধীন রাষ্ট্র - ১৯৫টি
★ জাতিসংঘের সদস্য - ১৯৩টি
★ যে দুটি দেশ জাতিসংঘের সদস্য নয়- ভ্যাটিকান ও কসোভো
★ আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ- রাশিয়া
★ আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ- কানাডা
★ আয়তনে পৃথিবীর ৩য় বৃহত্তম দেশ- যুক্তরাষ্ট্র
★ আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ- ভ্যাটিকান সিটি
★ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ- চীন
★ আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ- মালদ্বীপ
★ বিশ্বের নতুনতম দেশ- দক্ষিণ সুদান
★ আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ - কাজাখস্তান
★জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ- চীন
★ জনসংখ্যায় পৃথিবীর ২য় বৃহত্তম দেশ- ভারত
★ জনসংখ্যায় মুসলিম বিশ্বে বৃহত্তম দেশ- ইন্দোনেশিয়া
★ জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান -৮ম
★ভারতঃ
~ এর প্রদেশ সংখ্যা ২৮টি ( সর্বশেষ তেলেঙ্গানা)। ভারতের সীমান্তবর্তী রাষ্ট্রের সংখ্যা ৬টি। ১৯৫০সালের ২৬ জানুয়ারিতে ভারত প্রজাতন্ত্রে পরিণত হয়। মহাত্মা গান্ধীকে ভারতের জাতিরপিতা বলা হয়। তাঁর রাজনৈতিক নেতৃত্ব প্রথম প্রকাশিত হয় দক্ষিণ আফ্রিকায়। তবে আশ্চর্য হলেও সত্যি এই যে, তিনি জাতিরজনক হয়েও কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতার সিংহাসনে অধিষ্ঠিত হননি!
★ পাকিস্তানঃ 'ডটার অব দ্য ইস্ট ' নামে খ্যাত বেনজির ভুট্টো বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী। আর 'ডটার অব পাকিস্তান ' বলা হয় মালালাকে। পাকিস্তানের ১ম গর্ভনর ছিলেন মুহম্মদ আলী জিন্নাহ, ১ম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এবং ১ম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। সিন্ধু সভ্যতা বলে যা শুনে থাকি তার পুরোটাই বর্তমান পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পায় ছিলো বলে ঐতিহাসিকগণ ধারণা করে থাকেন এবং বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা এদেশেই অবস্থিত। তবে দুঃখের বিষয় এই যে, দেশটি মেমোগেট কেলেঙ্কারির সঙ্গে জড়িত।
★ মালদ্বীপঃ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। ২০০৯সালে জলবায়ুর পরিবর্তনের কুফল দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে মালদ্বীপ সমুদ্রের তলদেশে গিয়ে কেবিনেট মিটিং/ মন্ত্রীসভা করে। দেশটিতে বর্তমানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এবং তাদের নিজস্ব সেনাবাহিনীও নেই।
★ নেপালঃ নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। 'কালাপানি' ভারত ও নেপাল এই দুই রাষ্ট্রের মধ্যে একটা অমিমাংসিত ভূখণ্ড।
★ ভুটানঃ দক্ষিণ এশিয়ার তথা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভুটান একমাত্র সাংবিধানিক রাজতন্ত্র প্রচলিত দেশ। এর অনেক উপনাম রয়েছে। যেমন- বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ, বজ্রপাতের দেশ, ড্রাগন কিংডমের দেশ প্রভৃতি নামে পরিচিত।
★ শ্রীলঙ্কাঃ এটি দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। ১৯৬০সালে নির্বাচিত বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে । মুসলমানদের পবিত্র স্থান হিসেবে অ্যাডামস পিক, বৌদ্ধদের পবিত্র স্থান হিসেবে অনুরাধাপুর ও ক্যান্ডি এবং কৌশলগত সামরিক স্থান হিসেবে Elephant Pass এর গুরুত্ব রয়েছে।
★ আফগানিস্থানঃ দক্ষিণ এশিয়ার ১ম স্বাধীন দেশ। এটি ১৯১৯সালে স্বাধীনতা লাভ করে। ১৯৭৩সালে আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে এবং আফগানিস্তানের সর্বশেষ রাজা ছিলেন জহির শাহ। এর সীমান্তবর্তী দেশের সংখ্যা ৬টি। ভারত, পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও চীন একে ঘিরে রয়েছে।
★ মায়ানমারঃ অং শান সুচির প্রতিষ্ঠিত দলের নাম National League for Democracy। তিনি ১৯৯১সালে শান্তিতে নোবেল পুরষ্কার পান। মায়ানমারের সীমান্তরক্ষীর নাম বিজিপি। রোহিঙ্গা মিয়ানমারের একটি জাতিগোষ্ঠী, যারা মূলত রাখাইন রাজ্যে বসবাসরত। তবে অনুতাপের বিষয়, ১৯৮২সালে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়।
★ থাইল্যান্ডঃ থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি। এটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয় নি। ১৭৮২সালে হতে চক্রী রাজবংশ দেশটি শাসন করে আসছে৷ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ দেশটির দক্ষিণাঞ্চলে বাস করে। থাইল্যান্ডের বর্তমান রাজার নাম
★ ভিয়েতনামঃ ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা হো চি মিন যিনি ' আঙ্কেল হো' নামে পরিচিত। শান্তিতে নোবেল পুরষ্কার প্রত্যাখ্যানকারী নেতা ছিলেন লি ডাক থো যিনি এই ভিয়েতনামেরই নাগরিক ছিলেন। ১৯৭৫সালে ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটে।
★ ইন্দোনেশিয়াঃ জনসংখ্যা ও আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। অর্থাৎ এটি সর্বাধিক দ্বীপের দেশ হিসেবে পরিচিত। তবে যদি এভাবে বলা হয়-' কোন দেশের সর্বাধিক সংখ্যক দ্বীপ রয়েছে? ' তাহলে এর উত্তর হবে কানাডা। বোর্ণিও, সুমাত্রা, জাভা, কালিমান্তান ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপ। বোর্ণিও এশিয়া তথা প্রশান্ত মহাসাগরের বৃহত্তম দ্বীপ এবং ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা জাভা দ্বীপে অবস্থিত। এই দেশ নেদারল্যান্ডসের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
★ মালয়েশিয়াঃ ১৯৫৭সালে ব্রিটেনের নিকট হতে স্বাধীনতা লাভ করে। বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য এদেশে Second Home Programme চালু হয়। ডা. মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ায় রূপকার বলা হয়। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্কতম প্রধানমন্ত্রী।
★ ফিলিপাইনঃ স্বাধীনতার পূর্বে ফিলিপাইন ১ম দিকে স্পেনীয় এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিলো। এটি এশিয়ার একমাত্র সাংবিধানিক খ্রিস্টান দ্বীপরাষ্ট্র। এর প্রধান দ্বীপগুলোর মধ্যে লুজন, ভিসায়াস, মিন্দানাও প্রভৃতি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা বৃহত্তম লুজন দ্বীপে অবস্থিত। মিন্দানাও ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। দক্ষিণ চীন সাগর তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম মার্কিন নৌঘাঁটি ছিলো ফিলিপাইনের সুবিক বে তে।
★ সিঙ্গাপুরঃ এটি একটি নগর রাষ্ট্র। মুসলিম দেশ না হলেও দেশটির পতাকায় চাঁদ তারা আছে।
★ পূর্ব তিমুরঃ পূর্ব তিমুর প্রথমে পর্তুগিজ কলোনি ছিলো। পরবর্তীতে ২০০২সালে ইন্দোনেশিয়ার নিকট হতে স্বাধীনতা লাভ করে। এটি এশিয়ার সর্বশেষ স্বাধীনতাপ্রাপ্ত দেশ। পূর্ব তিমুরের স্বাধীনতা সংগ্রামের নেতার নাম জানানা গুসামাও এবং তাঁর রাজনৈতিক দলের নাম 'ফ্রেটিলিন'..

#বিবিধঃ
১। ডেঙ্গু জ্বরের বাহক - এডিস ইজিপ্টি
২। ১২তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন- ইংল্যান্ড
৩। পল্লিবন্ধু এরশাদ মৃত্যুবরণ করেন - ১৪ জুলাই, ২০১৯
৪। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত 'the Future of Asia ' বিষয়ক নিক্কেই সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন - বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৫। মালয়েশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ার 'পেট্রোনাস টাওয়ার 'এর স্থপতি - সিজার পেল্লি
৬। ঢাবি'র ৫২তম সমাবর্তনের প্রধান বক্তা- তাকাআকি কাজিতা
৭। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী - বরিস জনসন
৮। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ১৯০৯ মার্কিন ডলার
৯। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, দারিদ্র্যের হার- ২১.৮%
১০। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে- সৌদিআরব থেকে
১১। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান স্বাক্ষরতার হার- ৭২.৩%
১২। অর্থনৈতিক সমীক্ষা -২০১৯ অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু- ৭২ বছর
১৩। ECOWAS এর ১৫টি সদস্য রাষ্ট্রের একক মুদ্রা - ইকো
১৪। 'ডিল অব দ্য সেঞ্চুরি ' গোপন নথিটি প্রকাশ করে - ইসরায়েলের হাইয়ুম পত্রিকা
১৫। ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২০ অনুষ্ঠিত হবে - জাপানের টৌকিও
১৬। বিশ্ব অর্থনীতির যে দুটি দেশ বর্তমানে বাণিজ্য যুদ্ধে লিপ্ত রয়েছে - চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
১৭। সম্প্রতি যে দেশে 'জি-২০ সম্মেলন ' অনুষ্ঠিত হয়েছে - জাপানের ওসাকায়
১৮। বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন - ১১৮৮১৩ বর্গ কিলোমিটার
১৯। পৃথিবীর বৃহত্তম সংসদীয় গণতান্ত্রিক দেশ- ভারত
২০। পৃথিবীর যে দেশের সংবিধান সবচেয়ে বড়- ভারত
২১। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - লি নাক ইয়োন
২২। যুক্তরাস্ট্রে ও উত্তর কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের নেতৃত্ব দেন- জেনারেল কিম ইয়ং চোল
২৩। বিশ্বে ইন্টারনেট চালু হয়- ১৯৬৯সালে
২৪। শেখ মুজিবুর রহমান 'বঙ্গবন্ধু ' উপাধি পান- ১৯৬৯ সালে
২৫। দেশের সর্বশেষ ১২তম সিটি করপোরেশন - ময়মনসিংহ
২৬। বিশ্বের বৃহত্তম বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট - শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
২৭। দেশের ১ম 'বঙ্গবন্ধু মানমন্দির ' হচ্ছে - ফরিদপুরের ভাঙা উপজেলায়
২৮। ২০১৯-২০ অর্থবছরের বাজেটের সর্বোচ্চ খাত- জনপ্রশাসন
২৯। ঘূর্ণিঝড় 'ফণী' বাংলাদেশে আঘাত হানে - ৪ মে, ২০১৯
৩০। সম্প্রতি আফ্রিকার যে দেশে সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে - ইথিওপিয়া
৩১। ইথিওপিয়ার রাজধানী - আদ্দিস আবাবা
৩২। সম্প্রতি যে দেশগুলোর নাম পরিবর্তন করা হয়েছে - মেসিডোনিয়া, সোয়াজিল্যান্ড, পূর্ব তিমুর
৩৩। আফ্রিকার সাহিল অঞ্চলের নতুন সামরিক জোট 'জি-৫' কর্তৃক পরিচালিত 'বারখান অপারেশন ' এর নেতৃত্ব দেয় - ফ্রান্স
৩৪। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা 'Delta Plan 2100' বাস্তবায়নে সহযোগী দেশ - নেদারল্যান্ডস
৩৫। বাংলাদেশের ব্লু ইকোনমিতে সহায়তা করছে- জাপান
৩৬। এশিয়ার নতুন আঞ্চলিক জোট 'SEACO' এর প্রস্তাবক- বাংলাদেশ
৩৭। নয়া চীন ভ্রমণ - বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক ৩য় গ্রন্থ যা ২০২০সালে বইমেলায় বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত হবে
৩৮। 'T-4' হলো- সিরিয়ার একটি বিমানঘাঁটি যা 'তিয়াস' নামেও পরিচিত।
৩৯। 'S-400'হলো- রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপনাস্ত্র
৪০। "চন্দ্রযান-২' --- ভারতের উৎক্ষেপিত মহাকাশযান
৪১। 'সাফরেন'- ফ্রান্সের নতুন প্রজন্মের সাবমেরিন
৪২। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা - ১১৪টি
৪৩। বাংলাদেশ রেলের অনলাইনে টিকিট কাটার অ্যাপের নাম- সেবা
৪৪। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগকারী শীর্ষ দেশ- চীন
৪৫। 'বাংলাদেশ 'নামক গ্রাম রয়েছে - ভারতের কাশ্মীরে
৪৬। বাংলাদেশের বাইরে অন্য যে দেশে বাংলা বিষয়ে উচ্চতর ডিগ্রি চালু রয়েছে - করাচি বিশ্ববিদ্যালয়, পাকিস্তান
৪৭। 'A World of Three Zeros 'গ্রন্থের লেখক - ড. মুহাম্মদ ইউনুস
৪৮। বিশ্বকাপ ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান- ৩৩৩ রান
৪৯। বর্তমানে বিশ্বে মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ- সুইজারল্যান্ড
৫০। জিডিপি-তে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র

#আরো_গুরুত্বপূর্ণ_সাজেশনঃ

#১। "আলোকিত মানুষ চাই "- কোন প্রতিষ্ঠানের স্লোগান?
★ বিশ্ব সাহিত্য কেন্দ্র
#২। বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে -
★ কমনওয়েলথ
#৩। বিমসটেক (BIMSTEC) কতসালে প্রতিষ্ঠিত হয়?
★ ৬জুন, ১৯৯৭
#৪। জাতীয় অর্থনীতির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম-
★ একনেক (ECNEC)
#৫। বাংলাদেশের সরকার ব্যবস্থা-
★ সংসদীয় গণতন্ত্র।
#৬। বাংলাদেশে উপকূলীয় জেলা রয়েছে -
★ ১৬টি
#৭। বাংলাদেশের ১ম গণভোট অনুষ্ঠিত হয়-
★ ৩০মে, ১৯৭৭
#৮। বাংলাদেশ গণপরিষদের ১ম নির্বাচিত স্পিকার-
★ শাহ আবদুল হামিদ
#৯। সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে ' প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।'
★ ৭(১)নং
#১০। দেশে বর্তমানে স্থলবন্দর কয়টি?
★ ২৪টি
#১১। দেশের ১ম ঔষধ শিল্প পার্ক অবস্থিত-
★ গজারিয়া, মুন্সিগঞ্জ
#১২। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
★ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, তারাকান্দি, জামালপুর।
#১৩। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী-
★ বিশ্বব্যাংক
#১৪। বর্তমানে বাংলাদেশে মোট EPZ রয়েছে -
★ ১০টি (সরকারি ইপিজেট-৮টি)
#১৫। অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার -
★ ২১.৮%
#১৬। প্রাচীকালে 'হরিকেল' বলতে বুঝাতো-
★ সিলেট ও পার্বত্য চট্টগ্রাম
#১৭। মোগল আমলে সুবা বাংলার রাজধানী ছিলো-
★ ঢাকা
#১৮। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিলো-
★ সোনারগাঁও/ গৌড়
#১৯। বাংলার ১ম স্বাধীন ও সার্বভৌম রাজা-
★ শশাঙ্ক
#২০। লাহোর প্রস্তাব উত্থাপিত হয়-
★ ২৩মার্চ, ১৯৪০ (গৃহীত হয়-২৪মার্চ, ১৯৪০)
#২১। তমদ্দুন মজলিস গঠিত হয়-
★ ১ সেপ্টেম্বর, ১৯৪৭
#২২। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
★ ৩০জানুয়ারি, ১৯৫২
#২৩। যে চুক্তির ভিত্তিতে ছয়দফা রচিত হয়-
★ তাসখন্দ চুক্তি
#২৪। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
★ তিস্তা সেচ প্রকল্প।
#২৫। যে সংকটকে কেন্দ্র করে ১৯৫০সালে 'শান্তির জন্য ঐক্য প্রস্তাব ' জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয় -
★ কোরিয়া সংকট
#২৬। ন্যাটো (NATO-North Atlantic Treaty Organisation) প্রতিষ্ঠিত হয়-
★ ৪ এপ্রিল, ১৯৪৯
#২৭। বসনিয়ায় যুদ্ধ বিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী-
★ জিমি কার্টার
#২৮। প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়-
★ ভিয়েনা, অস্ট্রিয়া।
#২৯। টুপাক আমারু-
★ পেরুর গেরিলা সংগঠন
#৩০। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম-
★ Frontex
# ৩১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে -
★ ৭ ডিসেম্বর, ১৯৪১
#৩২। চীনের 'ওয়ান বেল্ট ওয়ান রোড'(OBOR)এর বর্তমান নাম-
★ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)
#৩৩। ন্যাটোর সদস্য -
★২৯টি (সর্বশেষ মন্টিনেগ্রো)
#৩৪। বিশ্বে কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ-
★ চীন (যুক্তরাষ্ট্র -২য়)
#৩৫। ভিয়েনা কনভেনশন হলো-
★ ওজোন স্তরের সুরক্ষা ও বিষয়ক।
#৩৬। মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়-
★ ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
#৩৭। কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়-
★ ১১ ডিসেম্বর, ১৯৯৭
#৩৮। কিয়োটো প্রটোকল হলো-
★ ভূমণ্ডলের তাপবৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
#৩৯। আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা 'গ্রীনপিস ' গঠিত হয়-
★ ১৯৭১সালে
#৪০। জাতিসংঘের সর্বশেষ সদস্য -
★ দক্ষিণ সুদান
#৪১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা-
★ পিটার হাজন
#৪২। UNCTAD এর সদরদপ্তর -
★ জেনেভা, সুইজারল্যান্ড
#৪৩। ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) এর বর্তমান সদস্য -
★ ৫৭টি (সর্বশেষ আইভরি কোস্ট)
#৪৪। ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে -
★ কর্কটক্রান্তিরেখা
#৪৫। বাংলাদেশের 'কুয়েত সিটি' নামে খ্যাত-
★ খুলনা অঞ্চল
#৪৬। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান-
★ ছেঁড়া দ্বীপ ( ছেঁড়া দ্বীপ না থাকলে সেন্ট মার্টিন হবে)
#৪৭। ডুরান্ড লাইন-
★ পাকিস্তান ও আফগানিস্তান
#৪৮। বাংলাদেশের একমাত্র যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় -
★ কুয়াকাটা সমুদ্র সৈকত, পটুয়াখালী।
#৪৯। তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত-
★ ব্রাহ্মণবাড়িয়া
#৫০। বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়-
★ প্রাক-মৌসূমী ঋতুতে
#৫১। ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কার্যকর হয়-
★ ১ আগস্ট, ২০১৫
#৫২। স্পারশো কোন মন্ত্রণালয়ের অধীন?
★ প্রতিরক্ষা মন্ত্রণালয়
#৫৩। পুণ্ড্রের রাজধানী কোথায় ছিলো?
★ মহাস্থানগড় (বগুড়া)
#৫৪। পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় -
★ ৯মে, ১৯৫৪
#৫৫। আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
★ ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
#৫৬। পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়-
★ ৭ ডিসেম্বর, ১৯৭০
#৫৭। আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় -
★ ৩ জানুয়ারি, ১৯৬৮
#৫৮। মুজিব বাহিনীর অপর নাম ছিল -
★ বাংলাদেশ লিবারেশন ফোর্স
#৫৯। একমাত্র বীর বিক্রম খেতাবধারী উপজাতি মুক্তিযোদ্ধা -
★ ইউ কে চিং মারমা
#৬০। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে কোন দেশ?
★ যুক্তরাষ্ট্র ও চীন
#৬১। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে 'ন্যায়পাল' গঠনের কথা বলা হয়েছে?
★ ৭৭নং
#৬২। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র -
★ বেতবুনিয়া, রাঙ্গামাটি
#৬৩। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়-
★ ৩ ডিসেম্বর, ১৯৫৫
#৬৪। একনেক গঠিত হয়-
★ ১৯৮২সালে
#৬৫। বাংলাদেশে 4G চালু হয়-
★ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮
#৬৬। ফারাক্কা বাঁধ চালু হয়-
★ ১৯৭৫সালে
#৬৭। সোমপুর বিহার নির্মাণ করেন-
★ রাজা ধর্মপাল
#৬৮। বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘর -
★ সোনারগাঁও
#৬৯। বর্তমান বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী -
★ ডা. মাহাথির মোহাম্মদ
#৭০। অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ-
★ জাপান
#৭১। গণচীনের প্রতিষ্ঠাতা-
★ মাও সেতুং
#৭২। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর-
★ ভ্লাদিভস্টক
#৭৩। 'A Long Walk to Freedom ' গ্রন্থটির লেখক -
★ নেলসন ম্যান্ডেলা
#৭৪। মুক্তার দেশ-
★ কিউবা
#৭৫। মুক্তার দ্বীপ -
★ বাহরাইন
#৭৬। তাহরির স্কয়ার-
★ মিশর
#৭৭। নিশীথ সূর্যের দেশ-
★ নরওয়ে
#৭৮। বিশ্ব ব্যাংকের সদরদপ্তর -
★ ওয়াশিংটন ডিসি
#৭৯। বিশ্বের বৃহত্তম হ্রদ-
★ কাস্পিয়ান সাগর
# ৮০। SAFTA চুক্তি স্বাক্ষরিত হয়-
★ ২০০৪সালে
#৮১। সিপাহি বিদ্রোহ/বিপ্লব সংঘটিত হয়-
★১৮৫৭সালে
# ৮২। গারুদা যে দেশের বিমানসংস্থা -
★ ইন্দোনেশিয়া
#৮৩। হাজার হ্রদের দেশ বলা হয় -
★ ফিনল্যান্ড
#৮৪। সুইজারল্যান্ডের প্রাচীন নাম-
★ হেলভেটিয়া
#৮৫। আইফেল টাওয়ার অবস্থিত-
★ প্যারিস
#৮৬। 'হারারে' এর পুরাতন নাম-
★ সলসব্যারি
#৮৭। পৃথিবীর গভীরতম হ্রদ-
★ বৈকাল হ্রদ
#৮৮। বিশ্বের বৃহত্তম উপসাগর( Gulf) -
★ মেক্সিকো উপসাগর
#৮৯। ইসরায়েল এর গোয়েন্দা সংস্থা -
★ মোসাদ
#৯০। ইউরোপের প্রবেশ দ্বার বলা হয় -
★ ভিয়েনা
#৯১। ট্রাফালগার স্


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close