Breaking

Friday, July 8, 2022

All Job Suggestions। নিবন্ধনসহ সকল চাকরির পরীক্ষার জন্য ধারাবাহিক প্রশ্নোত্তর বিষয়ঃ বিজ্ঞান

১. আলো এক প্রকার?

ক. পদার্থ      

খ. বস্তু

গ. শক্তি✔

ঘ. জড়/জীব পদার্থ

ঙ. কোনটি ইসঠিক নয়


২. আলোর কোন প্রদ্ধতির জন্য মানুষের চোখে দর্শনশক্তি সৃষ্টি হয়-

ক. ট্রেসিং✔

খ. ফিউশন

গ. আলফা, বিটা, গামা রশ্নি

ঘ. কোনটি ই সঠিক না


৩. আলোর কণা তত্বের জনক কে?

ক. টমাস এডিসন

খ. নিউটন✔

গ. হাইগেন

ঘ. ম্যাক্স প্লাল্ক


৪. আকাশে রংধনু সৃষ্টির কারণ: 

ক. ধুলিকণা

খ. বায়ুস্তর

গ. বৃষ্টির কণা✔

ঘ. অতিবেগুনি রশ্মি


৫. নিচের কোনটি গামা রশ্মির প্রভাব:

ক. মানুষের দেহ ঝলসে যেতে পারে

খ. মৃত্যুকালে চুল পড়ে যেতে পারে

গ. ক্যানসার–টিউমার হতে পারে✔

ঘ. কোনটি ই সঠিক না


৬. পৃথিবী পৃষ্টে সূর্যালোক কোন রঙের দেখায়-

ক. নীল

খ. লাল 

গ. হলুদ✔

ঘ. সবুজ


৭. ৭টি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে, কালো রঙ কিসে হয়?

ক. লাল ও সবুজের সমন্বয়ে

খ. লাল ও নীল রঙের সমন্বয়ে

গ. বেগুণি ও নীল রঙের সমন্বয়ে

ঘ. সব রঙের অনুপস্থিতির জন্য✔


৮. অবলোহিত রশ্মির ব্যবহার:

ক. মাংসপেশি, চর্ম ও বাতের চিকিৎসা

খ. অন্ধকারে ছবি তুলতে

গ. আবহাওয়া পূর্বাভাস দিতে

ঘ. সবগুলো ই সঠিক✔


৯. রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি বোঝতে লাল আলো ব্যবহারের কারণ:

ক. অনুদৈঘ্য তরঙ্গ 

খ. প্রতিসরণের জন্য

গ. অপবর্তনের জন্য

ঘ. রঙ্গদৈর্ঘ্য বেশি✔ (অনেক দূর হতে দেখা যায়)


১০. কিসের সাহায্যে সমুদ্র/কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?

ক.আলোর প্রতিফলন

খ. শব্দের প্রতিধ্বনি✔

গ. আলোর প্রতিসরণ

ঘ. শব্দের প্রতিসরাঙ্ক


All Job Suggestions
All Job Suggestions



১১. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?

ক. প্রতিসরণ

খ. বিচ্ছুরণ

গ. অপবর্তন

ঘ. অভ্যন্তরীণ প্রতিফলন✔


১২. কোনটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি?

ক. আলোক রশ্নি✔

খ. বেতার তরঙ্গ

গ. রঞ্জন রশ্মি

ঘ. শব্দ তরঙ্গ


১৩. যে ৩টি মুখ্য রশ্নির সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, সেগুলো হলো-

ক. সবুজ, লাল, নীল✔

খ. লাল, কমলা, বেগুনি

গ. হলুদ, সবুজ, নীল

ঘ. লাল, হলুদ, নীল


১৪. সূর্যে শক্তি উৎপন্ন হয়-

ক. রাসায়নিক বিক্রিয়ার ফলে

খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে✔

গ. তেজস্ক্রিয়তার ফলে

ঘ. পরমাণুর ফিশন পদ্ধতিতে

👉প্রাকৃতিক নবায়নযোগ্য শক্তির উৎস: সৃর্য।


১৫. নক্ষত্রের ঝিকিমিকির কারণ: 

ক. আলফা রশ্নি

খ. বিটা রশ্নি

গ. গামা রশ্নি

ঘ. আলোর প্রতিসরণ✔


১৬. কোনটির জন্য মরিচিকার সৃষ্টি হয়?

ক. আলোর প্রতিফলন

খ.আলোর বিচ্ছুরণ

গ.আলোর পোলারায়ণ

ঘ. অপটিক্যাল ফাইবার প্রদ্ধতিতে✔


১৭. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা এবং গোধুলি সৃষ্টির কারণ কি?

ক. প্রতিসরণ✔

খ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

গ. আলোর বিচ্ছুরণ

ঘ. পোলারায়ন


১৮. আলোক রশ্নি শক্তির বৈশিষ্ট্য হল:

ক. সৃষ্টি বা ধ্বংস হয় না

খ. রুপান্তর এবং আমদানিকৃত

গ. ক এবং খ সঠিক✔

ঘ. কোনটি ই সঠিক না


১৯. শরীরের ত্বকে আলোর উপস্থিতিতে ভিটামিন D উৎপন্নে সাহায্য করে-

ক. আলফা রশ্নি

খ. বিটা রশ্নি

গ. গামা রশ্নি

ঘ. অতি বেগুনি রশ্নি✔


২০. নিচের কোন চিহ্নের মাধ্যমে আলোক রশ্নি বোঝানো হয়?

ক. $

খ. ~

গ. €

ঘ. <--->✔


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close