🎯সাধারণ জ্ঞান
১। বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি?
- বেতবুনিয়া
২। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ভিয়েনায়
৩। চাঁদে কোন শব্দ করলে তা শুনা যাবেনা কেন?
- চাঁদে বায়ুমণ্ডল নেই
৪। স্বর্ণের খাদ বের করার জন্য কোন এসিড ব্যবহৃত হয়?
- নাইট্রিক এসিড
৫। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
- বেরিং
৬। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
- একই হয়
৭। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মান হয় কবে?
- ১৮৭২ সালে
৮। এপিকালচার অর্থ কি?
- মৌ চাষ
৯। মানুষের লিঙ্গ নির্ধারক ক্রোমোজমের সংখ্যা কত জোড়া?
- ১ জোড়া
১০। হিটলারের লিখা বই কোনটি?
- আমার সংগ্রাম।
বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ
🔖বাংলা
১১।‘পালমৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
(ক)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ)সুনিল গঙ্গোপাধ্যায়
(গ)সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ-সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
১২। ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তরগত অন্তর্গত?
(ক)দ্বন্দ্ব সমাস
(খ)অব্যয়ীভাব সমাস
(গ)তৎপুরুষ সমাস
(ঘ)তর্মধারয় সমাস
উত্তরঃদ্বন্দ্ব সমাস
১৩। ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
(ক)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(খ(শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
(গ)ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ)মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃমানিক বন্দ্যোপাধ্যায়
১৪।কোনটি শুদ্ধ বানান?
(ক)আকাংখা
(খ)আকাঙ্ক্ষা
(গ)আকাঙ্খা
(ঘ)আকাংক্ষা
উত্তরঃআকাঙ্ক্ষা
১৫। কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
(ক)পাবক
(খ)মারুত
(গ)পবন
(ঘ)অনিল
উত্তরঃপাবক
১৬।ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
(ক)আরেক ফালগুন
(খ)জীবন ঘষে আগুন
(গ)নন্দিত নরকে
(ঘ)পিঙ্গল আকাশ
উত্তরঃআরেক ফালগুন
১৭।কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?- কার লেখা?
(ক)কৃষ্ণ চন্দ্র মজুম দার
(ক)ঈশ্বরচন্দ্রগুপ্ত
(গ)কামিনীরায়
(ঘ)যতীন্দ্রমোহনবাগচী
উত্তরঃঈশ্বরচন্দ্রগুপ্ত
১৮।কোন চরণটি সঠিক?
(ক)ধন ধানে পুষ্পে ভরা
(ক)ধন্য ধান্যে পুষ্পে ভরা
(গ)ধণ্যে ধান্যে পুুষ্পে ভরা
(ঘ)ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তরঃধন ধানে পুষ্পে ভরা
১৯।কোন বানানটি শুদ্ধ নয়?
(ক)দরিত্রতা
(খ)উপযোগিতক
(গ)শ্রদ্ধাঞ্জলি
(ঘ)উর্দ্ধ
উত্তরঃউর্দ্ধ
২০।‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল।’ —এটি কোন বাক্য?
(ক)সরল
(খ)মিশ্র বা জটিল
(গ)যৌগিক
(ঘ)সংযুক্ত
উত্তরঃমিশ্র বা জটিল।
17th NTRCA Exam Suggestions |
🎓ইংরেজি
21.Choose the correct synonym for- “Extempore”
Planned
Improvise
Imprumptu
Immediate
Ans:-Imprumptu
22.Choose the correct synonym for- “Menaching”
Encouraging
Alarming
Promising
Auspicious
Ans:-Alarming
23. Choose the correct anatomy for- “Oblige”
Bind
Require
Bother
Censure
Ans:-Censure
24. Choose the correct anatomy for- “Cynical”
Pessimistic
Gullible
Equivocal
Liberal
Ans:-Gullible
25.‘Succumb’ means –
win
achieve
submit
conqur
Ans:-submit
26.We look forward ____ a response from you.
in receiving
to receive
to receiving
for receiving
Ans:-to receiving
Raisul Islam Hridoy
27. Some writer sink __ oblivion in course of time
into
under
from
on
Ans:-into
28. “Pass away” means
fall
disappear
die
erase
Ans:-die
29. Pick the word that is synonymous with ‘authoritarian’
autocratic
elderly
potential
senior
Ans:-autocratic
30. The word “permissive” implies
humble
law-abiding
liberal
submissive
Ans:-liberal
31. Subject-verb agreement’ refers to
number and person
number person and gender
person only
number only
Ans:-number and person
32. A formal composition of speech expressing high praise of somebody—
elegy
eulogy
caricature
exaggeraion
Ans:-eulogy
33. The world “Shrug’ indicating doubt or indifference is associated with—
Shoulders
Head
Forehead
Eyebrows
Ans:-Shoulders
34. He is quite — in dealing with people.
unsubtle
imprudent
diplomatic
impolite
Ans:-diplomatic
35. They suffered much — tornado had hit their village?
until
since
as if
let alone
Ans:-since
🔰গণিত
৩৬।কোনটি সবচেয়ে ছোট?
11/2
11/3
13/2
15/4
উত্তরঃ-13/2
৩৭। q/p=1/4 তবে p+q/p-q এর মান—
৫/৩
২/৩
৩/৫
৫/৭
উত্তরঃ-৫/৩
৩৮। রহিম, করিম ও গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫ , ৬ এবং ১০ দিনে। একত্রে তিনজনে কাজটি কতদিনে করতে পারবে?
৩ দিন
১৮ দিন
২১ দিন
১৫ দিন
উত্তরঃ-৩ দিন
৩৯। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
70
80
90
75
উত্তরঃ-70
৪০। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?
250
100
200
300
উত্তরঃ-200
৪১। log2(1/32) এর মান—
১/২৫
-৫
১/৫
-১/৫
উত্তরঃ--৫
৪২। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
6
8
12
24
উত্তরঃ-12
৪৩। (4x²-16) এবং 6x²+24x+24 এর গসাগু—
x+2
x+4
x-2
2(x+2)
উত্তরঃ-2(x+2)
৪৪। x³-x² কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে—
2
4
-6
-8
উত্তরঃ-4
৪৫। 3x – 7y + 10 =0 এবং y – 2x – 3 =0 এর সমাধান—
x=1, y=-1
x=1, y=1
x=-1, y=-1
x=-1, y=1
উত্তরঃ-x=-1, y=1
৪৬। যদি a+b=2, ab=1 হয় তবে, a এবং b এর মান যথাক্রমে—
0, 2
1, 1
-1, 3
-3, -1
উত্তরঃ-1, 1
৪৭।1²+2²+3²+………………..x² এর মান কত?
x(x+1)(2x+1)/6
x(x+1/2
x
{x(x+1)/2}²
উত্তরঃ-x(x+1)(2x+1)/6
৪৮। f(x)=x³-2x+10 হলে f(0) কত?
1
5
8
10
উত্তরঃ-10
৪৯ (x-4)²+(y+3)²=100 বৃত্তের কেন্দ্রীয় স্থানাংক কত?
(0,0)
(4, -3)
(-4, 3)
(10, 10)
উত্তরঃ-(4, -3)
৫০। একটি ত্রিভুজাকৃতি কাঠের বাহুগুলোর দৈর্ঘ যথাক্রমে 20m, 21 এবং 29m হলে এর ক্ষেত্রফল কত?
200m²
210m²
290m²
300m²
উত্তরঃ-210m²
💫ভুল থাকলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ
No comments:
Post a Comment