১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন আজ পর্ব-২৪।
১। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- নাটকের সংলাপে
২। দুটি পুরুষবাচক শব্দ আছে কোনটির?
- ননদ
৩। সমাচার দর্পন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
- জন ক্লার্ক মার্শম্যান
৪। ‘এ যে আমাদের চেনা লোক ‘’- বাক্যে ‘চেনা’ কোন পদ ?
- বিশেষণ
৫। ‘গোরক্ষ বিজয় ‘ কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?
- নাথ ধর্ম
৬। ‘জজ সাহেব ‘ কোন সমাসের উদাহরণ ?
- কর্মধারয়
17th NTRCA Job Suggestions
৭। ‘পাখী সব করে রব রাতি পোহাইল’ পঙক্তির রচয়িতা —
- মদনমোহন তর্কালঙ্কার
৮। ‘ এ মাটি সোনার বাড়া ‘- এ উদ্ধৃতিতে ‘সোনা’ কোন পদ ?
- বিশেষণের অতিশায়ন
৯। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
- রেখাচিত্র
১০। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছস্দে রচিত?
- মাত্রাবৃত্ত
১১। ‘পালামৌ’ কোন ধরনের রচনা?
- ভ্রমণ কাহিনী
১২। ‘রোহিণী’ কোন সাহিত্যকর্মের চরিত্র?
- কৃষ্ণকান্তের উইল
১৩। সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?
- বুদ্ধদেব বসু
১৪। ‘গায়ে-হলুদ’ কোন সমাস?
- বহুব্রীহী
১৫। ‘অপসংস্কৃতি’ শব্দটিতে ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- নিকৃষ্ট
বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ
17th NTRCA Job Suggestions |
১৬। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয?
- কোলন
১৭। শব্দের রূপ পরিবর্তন কিসের আলোচ্য বিষয়?
- রূপতত্ত্বের
১৮। ফাল্গুন>ফাগুন-এর উদাহরণ
- অন্তর্হতি
১৯। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল
- পদ্মা
২০। আমি কোন লিঙ্গ?
- উভয় লিঙ্গ
২১।‘অন্তর টিপুনী’ বলতে কি বোঝায়?
- গোপন ব্যথা
২২। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
[উইকিপিডিয়া আর বাংলাপিডিয়া আলাদা সংস্থা। উইকিপিডিয়া হলো উইকিমিডিয়া সংস্থার একটি অলাভজনক ওয়েবসাইট যা বিশ্বব্যাপী সেচ্ছাসেবী দ্বারা নিবন্ধিত ও হালনাগাদ হয়]
২৩। ‘তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি,-এটি কোন ধরনের বাক্য?
- যৌগিক বাক্য
২৪। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
- আবুল মনসুর আহমদ
২৫,। ‘বুলবুলিতে ধান খেয়েছে’ বাক্যে 'বুলবুলিতে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ৭মী
২৬।‘শঙ্খনীল কারাগার’ উপন্যাসটি কার লেখা?
- হুমায়ূন আহমেদ
২৭। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?
- ধাতু
২৮। “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” কে লিখেছেন?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। “বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
- মোহাম্মদ মনিরুজ্জামান
Raisul Islam Hridoy
৩০। মঙ্গলকাব্যে কোন দেবীর কাহিনি আছে?
- মনসা দেবী
৩১। ‘ঐ চাকরীর আশা ছেড়েছি’ – কোন অর্থ প্রকাশ পায়?
- হতাশা
৩২। আবুল ফজলের রেখাচিত্র) কোন ধরণের রচনা?
-আত্মজীবনী
৩৩। ‘বাংলার মুখ’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
- রূপসী বাংলা
৩৪। প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
- দুর্গেশনন্দিনী
৩৫। “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য” -কোন কবিতার চরণ?
- বিদ্রোহী
৩৬। মহাকবি আলাওল কোন যুগের কবি?
- মধ্যযুগ
৩৭। রবীন্দ্রনাথের কতো বছর বয়সে ‘বনফুল’ প্রকাশিত হয়?
- পনের বছর
৩৮। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?
- ১৯৫৫
৩৯। বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
- বঙ্কিমচন্দ্র
৪০। ‘মর নবে তুহুঁ মম শ্যাম সমান’ কার লেখা?
- রবীন্দ্রনাথ
৪১। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা কে কি বলা হয়?
- ব্যাস
৪২। a+b=7 এবং a²+b²=25 নিচের কোনটি ab এর মান হবে?
- 12
৪৩। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
- 50 মিটার
৪৪। x > y এবং z < 0 এর জন্যকোণ মান সঠিক?
- xz < yz
৪৫। f(x)=x³+kx²–6x–9; k এর সমান কত হলে f(3)=0 হবে?
- 0
৪৬। ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। ক একা কাজটি কতদিনে করতে পারবে?
- ৩০ দিনে
৪৭। একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
- ৩৪১
৪৮। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?
- ৭০
৪৯।দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কী বলে?
- সম্পূরক কোণ
৫০। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ১০৭
💠অনাকাঙ্ক্ষিত টাইপিং মিস্টেক ও তথ্যে ভুল থাকলে সংশোধন করার জন্য কমেন্ট করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো।
No comments:
Post a Comment