Breaking

Wednesday, September 21, 2022

NTRCA Job Circular 2022। ১৭তম শিক্ষক নিয়োগ পরীক্ষার চুড়ান্ত সাজেশন আজ পর্ব-২০।

 ১। x >y এবং z < 0 হলে, কোনটি সঠিক?

- xz < yz

২। a = 2b = 3c এবং abc = 36 হলে, c এর মান

- 2

৩। 3X³ + 2x² – 21x – 20 রাশিটির একটি উৎপাদক –

- x+1

৪। X+y = 3, x-y = 1হলে, 4xy এর মান –

- 8

৫। ABCD সামান্তরিকের AB = 12 সে.মি এবং D বিন্দু থেকে AB এর লম্ব-দূরত্ব 6 সে.মি । সামন্তরিকের ক্ষেত্রফল –

- ৭২ বর্গ সে.মি

৬। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 2√3 একক হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল –

- 3√3 বর্গ একক

৭।  একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?

- ৪৩

৮। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কণ করলে কয়টি সমকোণ পাওয়া যায়?

- ২টি

৯। একটি চতুর্ভুজের ৩ কোণের সমষ্টি ২৮০ ডিগ্রি। ৪র্থ কোণের মান কত?

- ৮০ ডিগ্রি

১০। কোন সংখ্যার ৬ গুণ হতে ১৫ গুণ ৬৩ বেশি?

- ৭

১১। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র—

- হালদা নদী

১২। বাংলাদেশ প্রথম যে দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয় লাভ করে – 

- জিম্বাবুয়ে

১৩। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে?

- বিজয়পুরে

১৪। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কাল কত বছর?

- ৩ বছর।

১৫। কোন ক্রিকেটার ‘Oxford Blue’ ছিলেন?

- ইমরান খান

১৬। ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?

- ১০টি

১৭। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়?

- ১৯৯৬ সালে

১৮। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন?

- জুলিও কুরি পদক

১৯। বাংলাদেশ ও ভারতের সাথে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?

- Arbitral Tribunal

২০। বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে?

- ১৩ টি

২১। রবীন্দ্রনাথের কাব্যে গতিতত্ত্বের প্রকাশ পেয়েছে ?

- 'বলাকা'

২২। চর্যাপদে কয়জন মহিলা কবি রয়েছে.?

- ১জন । 

২৩। "স্বাধীনতা আমার স্বাধীনতা"গল্পের লেখক কে?

- মমতাজউদদীন আহমদ

২৪। রাইচরণ রবীন্দ্রনাথের কোনগল্পের চরিত্র ?

- খোকাবাবুর প্রত্যাবর্তন

২৫। পতঙ্গ পিঞ্জর' গ্রন্থটির রচিতা কে?

- শওকত ওসমান


NTRCA Job Circular 2022
NTRCA Job Circular 2022


২৬। চর্যাপদ কোন সময়ে রচিত হয় ?

- সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে।

২৭। কৃত্রিম ভাষা ব্রজবুলি ভাষার বিখ্যাত সাহিত্যিকের/ শ্রেষ্ঠ কবি নাম কী?

- বিদ্যাপতি (জয়দেব ও ব্রজবুলি ভাষার বিখ্যাত কবি)

২৮। আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত কিসের মাধ্যমে?

- টপ্পাগান।

২৯। ‘গাজিকালু ও চম্পাবতী’ কোন ধরনের সাহিত্য?

- পুঁথি সাহিত্য।

৩০। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধি দেন কে?

- মুনি ব্রহ্মবান্ধব উপাধ্যায়

31. The synonym of the word “Envoy” is-

- Ambassador

32. The antonym of the word ‘Abandon’ is-

- Retain

33. Which is the adjective of the word ‘Name’?

- Nominal

34. Which is the appropriate preposition in the sentence ‘He deals _____ rice’?

- With

35. Rice sells cheap is—

- Active voice

36. Which is the reported speech of the sentence ‘He said, the earth moves round the sun’?

- He said that the earth moves round the sun.

37. The meaning of the idiom ‘ABC’ is-

- Elementary knowledge.

38. Which one is a phrase prepositional verb?

- Look at

39. King Liar is’ a—

- Tragedy

40. ‘Pride and Prejudice’ is-

- A novel

৪১। অসম্পূর্ণ বা পঙ্গু ধাতুর দৃষ্টান্ত কোনটি?

- √আ

৪২। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না, তাকে বলে?

- ধাতু

৪৩। পাঠক শব্দটি কোন শ্রেণির ধাতু হতে গঠিত?

- সংস্কৃত

৪৪। ভাইয়ে’ ভাইয়ে বেশ মিল’ বাক্যে ভাইয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

- কর্তায় ৭মী

৪৫৷ ‘তাকে দিয়ে কিছু হবে না’- বাক্যে তাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

- কর্তৃকারকে দ্বিতীয়া

৪৬। পরস্পর অম্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম?

- সমাস

৪৭। বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?

- সাধুরীতি

৪৮। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়-

- তৎসম শব্দবহুল ভাষার রীতি

৪৯। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?

- অর্থতত্ব

৫০। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?

- ব্রাসি হ্যালহেড

✍ভুল থাকলে সংশোধনের জন্য কমেন্টে জানাবে। 


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close