২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণেরর বিজ্ঞপ্তি প্রকাশ।
National University Hons 2nd Year Online Form Fill Up Notice।
NU Hons 2nd Year online Form Fill Up Notice |
বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ
অনলাইনে ফরম পূরনের সময়সীমাঃ ১৪ই সেপ্টেম্বর ২০২২ থেকে ১১ ই অক্টোবর ২০২২।
২০১৯-১৯সেশন বা ২০২০ সালের অনার্স ২য় বর্ষ শিক্ষার্থীদের মধ্যে যাদের কোনো বিষয়ে ফলাফল C বা D আছে তারা ফরম পূরন করতে পারবে।শুধুমাত্র যে কোনো ২ টা বিষয় তারা মানোন্নয়ন দিতে পারবে।আর যদি কোনো বিষয়ে ফেল থাকে সাথে সেটাও দিতে হবে।
২০১৯-২০ তথা ২০২১ সালের অনার্স ২য় বর্ষের সকল শিক্ষার্থী ফরম পূরন করতে পারবে।
ফি এর বিষয়টা কলেজভেদে ভিন্ন হয়ে থাকে।তবে সরকারি হলে ধরে রাখো ৪,০০০/- থেকে ৬,০০০/- মত আর বেসরকারি হলে ১০,০০০/- থেকে ১৫,০০০/- মত। (সম্ভাব্য একটা ধারনা এটা কমবেশি হতেই পারে)
পরীক্ষা খুব নিকটে তোমরা পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আপাতত ৪টা সালের প্রশ্ন ভালোভাবে শেষ করো। ২০২০ সালের প্রশ্ন বাদ দিয়ে ২০১৬-১৭-১৮-১৯ সালের সমাধান করো। কলেজ ভেদে তথ্য আলাদা হতে পারে তাই সবাই কলেজের নোটিশের জন্য নোটিশ বোর্ড ফলো করুন।
রবি-সোমবানের মধ্যে কলেজ থেকে নোটিশ প্রদান করা হবে। ব্যক্তিগত মত থেকে বলছি, ফর্মফিলাপ শেষ হওয়ার ১-২ মাসের মধ্যে সাধারণ রুটিন প্রকাশ হতে পারে। আর রুটিন প্রকাশের ১-২ মাসের মধ্যে পরীক্ষা শুরু হয়। প্রতি বর্ষের ফর্মফিলাপ ২-৪ বার পরিবর্তন হয়ে থাকে। এবার ও হয়ত সময়সীমা বাড়ানো হতে পারে।
তবে প্রথম বর্ষের পরীক্ষা শেষ হলেই ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে।
২০১৮-২০১৯ ও ২০১৭-২০১৮ এর তৃতীয় বর্ষরা প্রস্তুত থাকেন।
বিস্তারিত দেখুন নিচেঃ
NU Hons 2nd Year online Form Fill Up Notice |
NU Hons 2nd Year online Form Fill Up Notice |
NU Hons 2nd Year online Form Fill Up Notice |
No comments:
Post a Comment