17th NTRCA Exam Suggestions।১৭তম শিক্ষক নিব্ন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন আজ পর্ব-২৫।
১। সোনার তরী কবিতার রচিয়তা —
- রবীন্দ্রনাথ ঠাকুর
২। ভারতীয়দের মধ্যে কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?
- রামমোহন রায়
৩। সংস্কৃতির ভাঙ্গা সেতু গ্রন্থ কে রচনা করেন?
- আখতারুজ্জামান ইলিয়াস
৪। সৈয়দ ওয়ালীউল্লাহ'র বিখ্যাত উপন্যাস —
- লালসালু
৫। নিরালোকে দিব্যরথ কার রচনা?
- শামসুর রাহমান
৬। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
- বঙ্গ-কামরূপী
৭। ভাষার ক্ষুদ্রতম একক কি?
- ধ্বনি
৮। হাসনাহেনা কোন ভাষার শব্দ?
- জাপানি।
বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ
![]() |
17th NTRCA Exam Suggestions |
৯। তৎসম শব্দ বলতে কি বুঝায়?
- সংস্কৃত শব্দ
১০। লিঙ্গ শব্দের অর্থ কি?
- চিহ্ন
11. Salt কোন Noun?
- Material Noun
12. ____ Bangalees are a brave nation
- The
13. He lives ____ comfortable life.
- A
14. If it rains, I ______ go out.
- shall not
15. We saw them go out সঠিক passive voice হবে?
Raisul Islam Hridoy
- they were seen to go out
16. I depended ___ his word.
- on/upon
17. Queer এর antonym —
- Orderly
18. Antonym of 'oral' is —
- written
19. Joy and sorrows come ____.
- by turns
20. Synonym of Apex is
- acme
21. Synonym of virtuous is____
- moral
22. I spent ______ with the patient.
- some time
Raisul Islam Hridoy
23. Fill in the blank with correct phrase. ______ your shoes
- put off
24. He comes to me from—
- time to time
25. Hard labour _____ health
- tells upon
২৬। ১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
- ২২
২৭। ১ থেকে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
- ১১ টি
২৮। কোনো ক্ষুদ্রতম সংখ্যা হতে ১ বিয়োগ করলে বিয়োগফল ৯,১২, ও ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
- ১৮১
২৯। বেলাল ও হেলালের আয়ের অনুপাত ৯ঃ৪। বেলালের আয় ৯০ টাকা হলে হেলালের আয় কত?
- ৪০ টাকা
৩০। এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ঃ৩
রাইসুল ইসলাম হৃদয়
এবং তার মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা আয় করেন?
- ২৫০০ টাকা
৩১। দুইটি রাশির অনুপাত ৫ঃ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
- ৪৫
৩২। ১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকীদের গড় ওজন কত হয়?
- ৬৮ কেজি
৩৩। ১০ টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪ টির গড় ৫২, শেষ ৫ টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
- ৬৪
৩৪। ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২ জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কত দিনে?
- ৩ দিনে
৩৫। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘণ্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
- ৬ ঘণ্টায়
৩৬। একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১২
রাইসুল ইসলাম হৃদয়
দিন লাগলে ১৪ জন শ্রমিকের কত দিন লাগবে?
- ৩০ দিন
৩৭। একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
- ১৪০০ জন
৩৮। গতকাল একটি জনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে। জিনিসটির দাম কত বেড়েছে বা কমেছে?
- ১℅ কমেছে
৩৯। ৫০০ টাকার আম কত টাকায় বিক্রি করলে ৩.৫% লাভ হবে?
- ৫১৭.৫০ টাকা
৪০। একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে শতকরা কত ক্ষতি হবে?
- ১০%
৪১। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭৫ সালে
৪২। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী—
- জাহিদ মালেক স্বপন
৪৩। কোন প্রাণির ধমনী-শিরা নেই?
- কেঁচো
৪৪। মানবদেহে মেরুদণ্ডের অস্থির সংখ্যা কয়টি?
- ৩৩ টি
৪৫। হৃৎযন্ত্রের সংকোচনকে কি বলে?
- সিস্টোল
৪৬। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
- এনামেল
৪৭। কোনটি ভাইরাস জনিত রোগ?
- বসন্ত
৪৮। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য—
- দুধ
৪৯। প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য —
- ১২ ঘণ্টা
৫০। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
- ৭ এপ্রিল
🔵ভুল থাকলে কমেন্টে জানাবেন।
No comments:
Post a Comment