DSS and 17th NTRCA Suggestions। সমাজসেবা ও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চুড়ান্ত সাজেশন।
১। লীগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়?
- ১৯৪৬ সালে
২। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা'র সদর দপ্তর —
- ভিয়েনা
৩। বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
- সাত
৪। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে কম চাপ দেয়?
- শোয়া
৫। বিদ্যুৎ প্রবাহের একক—
- অ্যাম্পিয়ার
৬। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব—
- ১৫ কোটি কিঃমিঃ
৭। ভূত্বকের গভীরতা (প্রায়)
- ১৬ কিঃমিঃ
৮। শৈবালের বৈশিষ্ট্য কি?
- এরা স্ব-ভোজী
৯। কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
- ৪° সেন্টিগ্রেড
১০। নাড়ির স্পন্দন প্রবাহিত হয়—
- ধমনীর ভিতর দিয়ে
11. Destroy শব্দটির noun হচ্ছে?
- Destruction
12. I shall adhere ______ my plan
- to
13. Your conduct admits _______ no excuse
- of
14. Beggar description phrase টির অর্থ হচ্ছে?
- undescribable
15. Viva-voce শব্দটির অর্থ হচ্ছে—
- Orally
16. Natural শব্দটির antonym হচ্ছে—
- Abnormal
Raisul Islam Hridoy
17. Encounter শব্দটির synonym হচ্ছে—
- battle
18. Neglect শব্দটির synonym হচ্ছে—
- carelessness
19. Nude শব্দটির antonym হচ্ছে—
- concealed
20. I concur _____ your on your decision
- with
21. The plural form of Mango?
- Mangoes
22. Most এর positive degree কোনটি?
- many/much
23. Two and two _____ four
- makes
24. He talks as if he _____ mad
- were
25. I fancy I ______ a trifle pale
- turned
26. If it rains, i ______ go out.
- shall not
27. Five years have passed since his father _____
- died
বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ
DSS and 17th NTRCA Suggestions |
28. I prefer tea _______ coffee
- to
29. Hurry up! we have to go _______ five minutes
- in
30. I spent ________ with the patient
- some time
৩১। শিরে-সংক্রান্তি বাগধারাটির অর্থ কি?
- আসন্ন বিপদ
৩২। যা পূর্বে কখনো হয়নি বাগধারাটির অর্থ কি?
- অভূতপূর্ব
৩৩। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- বিসর্জন
৩৪। কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি?
- কাকপুষ্ট
৩৫। কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
- নিত্য সমাস
৩৬। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
- পর পদ
৩৭। অবক্ষ জলে নেমে স্নান—
- অবগাহন
৩৮। মৌমাছি কোন সমাস?
- কর্মধারয়
৩৯। অসুখ কোন সমাস?
- বহুব্রীহি
৪০। মুখচোরা বাগধারাটির অর্থ কি?
- লাজুক
৪১। তাসের দেশ নাটকটির রচিয়তা —
- রবীন্দ্রনাথ ঠাকুর
৪২। দেবী চৌধুরানী উপন্যাসের রচিয়তা —
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪৩। মে দিবস নাটকের রচিয়তা —
- মামুনুর রশীদ
৪৪। সর্বহারা কাব্যগ্রন্থটির রচিয়তা —
- কাজী নজরুল ইসলাম
৪৫। সীমানা ছাড়িয়ে উপন্যাসের রচিয়তা কে?
- সৈয়দ শামসুল হক
৪৬। ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচিয়তা?
- আহসান হাবীব
৪৭। রক্তকরবী নাটক কত সালে প্রকাশিত হয়?
- ১৯২৪ সাল
৪৮। পলাশী ব্যারাক নাটকটি প্রকাশিত হয়?
- ১৯৬৯
৪৯। কবর কবিতার বৃদ্ধ কোন হাটে তরমুজ বিক্রি করতো?
- শাপলার হাট
৫০। জহির রায়হান আদমজী সাহিত্য পুরুষ্কার লাভ করেন?
- ১৯৬৪ সালে
টাইপিং মিসটেক বা তথ্য ভুল থাকলে সংশোধন করতে কমেন্টে সঠিক উত্তর জানানোর অনুরোধ রইলো।
No comments:
Post a Comment