Breaking

Saturday, November 5, 2022

All Job Suggestions। ১৭তম শিক্ষক নিবন্ধনসহ সকল চাকরির পরীক্ষার জন্য গণিতের জাদু দেখে নিন দ্রুতঃ

১৭তম শিক্ষক নিবন্ধনসহ সকল চাকরির পরীক্ষার জন্য গণিতের জাদু দেখে নিন দ্রুতঃ 

ক্যালকুলেটরের চেয়ে দ্রুত গণনা করার

টেকনিক’টা জেনে নিই। মন দিয়ে

একবার পড়ুন।

.

আপনাকে যদি বলা হয়

৩২×১১ = কত?

.

ক্যালকুলেটর ছাড়া কতক্ষণ লাগবে বলুন?

.

চলুন মাথার মধ্যেই করে ফেলিঃ-

.

এখানে,

৩+২=৫

এই ৫ কে বসিয়ে দেন ৩২ এর

মাঝখানে, পাওয়া গেলো ৩৫২ এইটাই

আপনার উত্তর।


All Job Suggestions
All Job Suggestions




বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়। 

এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।

আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ



.

.

আবার,

৪৪x১১=?

একই ভাবে,

৪+৪= ৮ বসিয়ে দেন ৪৪ এর

মাঝখানে ৮।

পেয়ে গেলেন ৪৮৪ আপনার উত্তর।

একই ভাবে,

৮১x১১ = ? (৮+১=৯)

অতএব ,

৮১x১১=৮৯১।

======================

কিন্তু আপনাকে যদি

বলে,

৮৫x১১ = কত?

এখানে একটু সমস্যা আছে,

৮+৫ =১৩

এখানে,

কিন্তু ১৩ মাঝখানে বসিয়ে দিলে

উত্তর

কিন্তু ৮১৩৫ হবে না,

আপনি আগের মতো ৩ কে ৮ ও ৫

এর মাঝখানে বসাবেন আর

এই অতিরিক্ত ১ কে ৮ এর

সাথে যোগ করে দিন,

পেয়ে গেলেন ৯৩৫

এটাই আপনার উত্তর। .

.

.

একই রকম আরেকটা দেখুন!

৮৭x১১ = কত?

.

৮+৭ = ১৫ >>

৫ কে মাঝখানে বসান,

অতিরিক্ত ১ কে ৮ এর সাথে

যোগ করে পেলুন,,

দেখুন তো,, ৯৫৭

কিনা??

এটাই উত্তর।

======================

এবার আরেকটু কঠিন দিকে যাই,

.

যদি বলে

৯৯x১১ = কত?

.

৯+৯ = ১৮ ,

৮ কে মাঝে রেখে ৯ এর সাথে ১ যোগ

করে ১০ পাই সেভাবেই বসিয়ে

আমরা পাই,

১০৮৯ এটিই উত্তর।

======================

এখন যদি তিনটি সংখ্যার সাথে

গুনের ক্ষেত্রে বলা হয় তখন

কিভাবে করবেন?

.

.

যেমন

৩২৫x১১ = কত ?

.

এখানে,

প্রথমের ৩ ও পরের ৫ ঠিক থাকবে,

মাঝের ক্যলকুলেশন হবে এরকম,

প্রথমে ৩+২=৫,

এবং ২+৫=৭,

.

পেয়ে গেলেন ৫৭,

এই ৫৭ কে ৩,৫ এর মাঝে বসিয়ে

দিন পেয়ে গেলেন ৩৫৭৫

এটিই আপনার উত্তর।

.

[বি.দ্র:__এটা কেবল ১১ এর সাথে গুনের

ক্ষেত্রে প্রযোজ্য। ]


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close