Breaking

Tuesday, January 17, 2023

BOU HSC Exam Result 2022। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফল 2022 প্রকাশিত।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফল 2022 প্রকাশিত।


BOU HSC Exam Result 2022
BOU HSC Exam Result 2022


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এমন নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ৬৪ হাজার ৯৯৫ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন।

বাংলাদেশের মধ্যে জনপ্রিয় শিক্ষা রিলেটেড ওয়েবসাইড হলো www.edubdinfo24.com যার মাধ্যমে সকল প্রকার চাকরি সংক্রান্ত্র তথ্য, আবেদনের নিয়মাবলি, প্রাইমারী সাজেশন, ব্যাংক সাজেশন, শিক্ষক নিবন্ধনসহ সকল প্রকার এনজিওর সাজেশন পাওয়া যার। সার্ভার সমস্যা ছাড়াই সকল প্রকার রেজাল্ট পাওয়া যায়।
এছাড়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট দেওয়া হয়।
আপনার মতামত প্রকাশ করতে পারেন আমাদের ওয়েবসাইডের পেজেঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ রেজাল্ট প্রকাশের তথ্য জানিয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চারজন ‘এ(+)’, ৬৯১ জন ‘এ’, চার হাজার ৭০২ জন ‘এ(-)’, ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ছয় হাজার ১২১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ২২৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ জন ছাত্রী। Onpen University HSC Result 2022 বিস্তারিত জানার জন্য https://exam.bou.edu.bd/ এবং http://www.bou.ac.bd/result.php যোগাযোগ করতে বলা হয়েছে।

BOU HSC Exam Result 2022
BOU HSC Exam Result 2022

BOU HSC Exam Result 2022
BOU HSC Exam Result 2022



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close