Breaking

Friday, July 28, 2023

SSC Result 2023। মার্কশিট সহ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ বিস্তারিত দেখুন নিচেঃ

মার্কশিট সহ SSC রেজাল্ট 2023 SSC এস এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ।


SSC Result 2023
SSC Result 2023


,দেখুন এখানে ২০২৩ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ২৮ জুলাই ২০২৩ এর মধ্যে প্রকাশ করা হবে Result 2023 SSC, SSC Exam Result Release with Marksheet, see here SSC 2023 Secondary (SSC) and equivalent examination results will be published। নির্ধারিত দিনে দুপুর ১ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে সকাল ১০ টায় শিক্ষামন্ত্রী দিপু মনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট ফলাফল এর ফাইল হস্তান্তর করবেন। শিক্ষার্থীরা ইন্টারনেট এ দুপুর ১ টা থেকেএবং মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ফল দুপুর ১২ টা থেকে জানতে পারবে। বিভিন্ন শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে ও ফলাফল অনলাইনে জানা যাবে।




SSC Exam Result 2023.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, পাসের হার ৯৩.৫৮ শতাংশ। শু্ক্রবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


SSC ফলাফল সহজে পাবার নিয়ম সমুহ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। প্রথমে মেসেজ এবং অনলাইনে ফলাফল দেখার নিয়ম গুলো বর্ণ্না করা হবে।


মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০২৩ জানা যাবে যেভাবে নিম্নে তা দেয়া হল।


SMS এর মাধ্যমে ssc ফলাফল পাওয়ার পদ্ধতি সকল বোর্ডের জন্য প্রয়োজ্য 


SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।


উদাহরণঃ

SSC DIN 655676 2022 পাঠিয়ে দিন 16222 নম্বরে।



SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের SSC দাখিল রেজাল্ট দেখার নিয়ম


SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এস.এস.সি/দাখিল পরীক্ষার ফলাফল ২০২৩ জানার পদ্ধতিঃ


উদাহরণঃ

SSC MAD 656778 2023 পাঠিয়ে দিন 16222 নম্বরে।


টেকনিকাল বোর্ডের এসএসসি ভোকেশনাল রেজাল্ট দেখার নিয়ম


SSC<Space> বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর And পাঠিয়ে দিন 16222 নম্বরে।

উদাহরণঃ

SSC TEC 988889 2023 পাঠিয়ে দিন 16222 নম্বরে।


সকল বোর্ড এর প্রথম তিন টি অক্ষর।

DHA = Dhaka Board | COM = Cumilla Board | RAJ = Rajshahi Board | JES = Jashore Board | CHI= Chattgram Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MYM= Mymensingh Board| MAD = Madrassah Board | TEC= Technical Board


Online/ ইন্টারনেটে 2023 সালের এস.এস.সি পরীক্ষার ফলাফল যেভাবে দেখবেন নিম্নে তা বর্ননা করা হল।



শুধুমাত্র রোল নম্বর (Roll Number) দিয়ে SSC Result দেখবো কিভাবে?


•প্রথমে http://eboardresults.com/app/stud/ ওয়েবসাইটে যান তারপর

•তারপর মেনু থেকে SSC/Dakhil/Equivalent নির্বাচন করুন।


SSC Result 2023
SSC Result 2023


•তারপর,2023 সাল সিলেক্ট করুন এবং পরবর্তীতে আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।

•পরবর্তী, আপনার ফলাফলের প্রকারটি লিখুন (যদি আপনি একক ফলাফল জানতে চান তাহলে Individual Result

•Registration Number প্রবেশ করান

তারপর, সঠিক নিরাপত্তা Key টি প্রবেশ করে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন মানুষ

•সমস্ত তথ্য সঠিক হলে, শুধু Get Result এ ক্লিক করুন।

•এখন আপনি আপনার ফলাফল পাবেন।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

1 comment:

close