Breaking

Monday, July 9, 2018

রেগুলার ও প্রাইভেট মাষ্টার্স এর পার্থক্য (কোন কলেজে আবেদন করতে পারবেন)

(রেগুলার  ও প্রাইভেট মাষ্টার্স এর পার্থক্য)
------------------------------------------------------
(১) ডিগ্রি ও মাষ্টার্সে প্রাইভেটে পোগ্রাম আছে, কিন্তু অনার্সের প্রাইভেট পোগ্রাম নাই।
(২) প্রাইভেট ও রেগুলার উভয়ের সার্টিফিকেটর মান সমান, চাকরির ক্ষেত্রে দুটাই সমান মূল্যায় করা হয়।
(৩) প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়।
(৪) প্রাইভেটে ভর্তির খরচ অনেক কম, প্রিলীতে ভর্তি প্রায় ১,১০০ টাকা।
(৫) প্রাইভেটে ভর্তির পদ্ধতিও সহজ, অনলাইনে আবেদন করে তা অনলানের আবেদন কপিসহ  টাকা, ছবি ও সার্টিফিকেট ও মার্কশীট কলেজে জমা দিলেই ভর্তি পক্রিয়া শেষ।
(৬) প্রাইভেটে ক্লাসের ব্যবস্থা নাই,তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদেরর জন্য এটাই শ্রেয়।
(৭) উভয় ক্ষেত্রে ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয়।
(৮) উভয়ক্ষেত্রে পরিক্ষার মান/ মার্কস ও সমন।
(৯) উভয় ক্ষেত্রে পঠিত বিষয়গুলো সমান, শুধু প্রাইভেটে টার্মপেপার থাকেনা, কিন্তু, উভয় ক্ষেত্রে ভাইভা পরিক্ষা দিতে হয়।
(১০) উভয় ক্ষেত্রে ফরমপূরন, রুটিন, পরিক্ষা ও রেজাল্ট একই সময়ে হয়, মাঝে।মাঝে প্রাইভেটেররটা রেগুলারের ২/১ দিন পরে হয়।

.................ভর্তি  সংক্রান্ত .......
* প্রাইভেটে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেটে সহজেই ভর্তি হতে পারে।
* প্রাইভেটে ভর্তির জন্য শুধু পাশই যথেষ্ট, তবে প্রিলীতে ভর্তির জন্য পচন্দের বিষয়ে গড়ে নূন্যতম ৪০+ নাম্বার থাকতে হয়।
* প্রাইভেটে ভর্তির জন্য বয়সের কোন সমস্যা নাই।
* প্রাইভেট থেকে ড়িগ্রী করলে সে আর রেগুলারের মাষ্টার্স করতে পারেরে না।
* প্রাইভেটের আসন সংখ্যা প্রতিটি বিষয়ে ১০০০ (এক হাজার) টি।
* রেগুলারে মোট খরচ প্রায় ২০,০০০টাকা, প্রাইভেটে খরচ প্রায় ১২,০০০ টাকা।
* সব কলেজে প্রাইভেট পোগ্রাম থাকে না।
* সারা বাংলাদেশে মাত্র 55 টি কলেজে প্রাইভেটের মাষ্টার্স আছে।
প্রাইভেট কলেজের তালিকার একটি পিক পোষ্টের সাথে দেয়া হল।



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close