Breaking

Wednesday, July 4, 2018

আবারো প্রকম্পিত হচ্ছে রাজপথ! তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামতে শুরু করেছে

কোটা আন্দোলন এখন সময়ের দাবি

গতকাল থেকে সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা সহ সকল জয়গাতে মোড়ে মোড়ে মানববন্ধন ও শ্লোহানের আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

আজ দুপুর থেকে এই আন্দোলন আরো বেগবান ও ঘনীভুত হয়েছে।
বর্তমানে দেশে ৩ টি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে পতাকা মিছিল সহ নামতে শুরু করেছে।
রাবি তে নুরুল হকের গ্রেফতারের দিন দিন থেকেই চলে আসছিল প্রতিবাদ তবে তা অতি মাত্রায় ক্ষীণ।
তবে শিক্ষক আটকের ঘটনার পর থেকে এ আন্দোলন মোড় নিয়েছে নতুন আকারে।
ধীরে ধীরে প্রকট আকার ধারন করছে এবং ছাত্ররা রাজপথে মিছিল নিয়ে বের হতে শুরু করেছে।
বৃষ্টি উপেক্ষা করেও তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বাহিরে অবস্হান নিচ্ছে।


এদিকে আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বি এম কলেজের শিক্ষার্থীরা পতাকা মিছিল নিয়ে রাজপথ প্রকম্পিত করতে শুরু করেছে।
থেমে নেয় মেয়েরাও সকলে মিছিলে মিছিলে মুখরিত করছে শাস্তি চাই,বিচার চাই, মুক্তি চাই, তারপর সংস্কার এই শ্লোগানে।


ঢাবি যেখানে চুপ ছিল তারাও আজ দুপুরের পর মাইক আর পতাকা নিয়ে মিছিলে নেমে রাজপথ দখল করেছে।
ধীরে ধীরে দেশের সকল রাজপথ থাকবে কোটা সংস্কার আন্দোলনকারীদের দখলে এমনি মন্তব্য আন্দোলনকারীদের।
এবং অত্যাচার আর নিপীড়নের চিত্র দেখে অনুমান করা যায় সফলতা আর বেশি দুরে নয়।


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close