Breaking

Thursday, July 12, 2018

মাস্টার্স ১৬-১৭ ভর্তি হতে যা যা লাগবে, যেভাবে ভর্তি হবেন নিয়ম দেখুন


১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের জন্য কিছু
গুরুত্বপূর্ণ তথ্যঃ
>> ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত
শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি
ফরম পূরণের সময়সীমাঃ ১২-০৭-২০১৮ থেকে ১৮-০৭-২০১৮
>> ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের
অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন
ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ
১৪-০৭-২০১৮ থেকে ১৯-০৭-২০১৮ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক
>> ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত
শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের
সময়সীমাঃ ১৪-০৭-২০১৮ থেকে
২১-০৭-২০১৮
# ক্লাশ শুরুর তারিখঃ ২২ জুলাই ২০১৮।
#ভর্তি_হতে_যে_সকল_কাগজপত্র_লাগবেঃ
১। অনলাইন থেকে মূল আবেদন ফরম– ২ সেট ( অবশ্যই A4
অফসেট সাদা কাগজে কালার প্রিন্ট করতে হবে)।
২। প্রাথমিক আবেদনের প্রবেশপত্র -২সেট।
৩। পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজের
৪টি। পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম
বেশি হতে পারে)।
৪। স্নাতক (পাস) এর সনদপত্র/ প্রশংসা পত্রের সত্যায়িত
ফটোকপি – ২ সেট।
৫। স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র।
৬। স্নাতক (পাস) পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের
সত্যায়িত ফটোকপি – ২ সেট।
৭। টাকা জমার রশিদ।
৮। চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন
কলেজে লাগতে পারে) – ২ টি।
উল্লেখ্য যে,
সকল কাগজপত্র ২ কপি করে ২ সেট বানাতে হবে, যার এক
কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা
দিতে হবে।
.
১ম মেধাতালিকায় সুযোগ প্রাপ্ত ভর্তি
ইচ্ছুকরা তাদের সুযোগপ্রাপ্ত বিষয়টি পছন্দ না হলে
চাইলে বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন। এই
প্রক্রিয়াকে বিষয় পরিবর্তন বা মাইগ্রেশন বলা হয়ে
থাকে।
.
জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ
করে।
# যেমনঃ
১ম মেধাতালিকা (১২ জুলাই)
২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও
মাইগ্রেশন এবং রিলিজ স্লিপ।
সুতরাং পরবর্তীতে ২য় মেধাতালিকা প্রকাশ হবে এবং
তখন অনেকেই সুযোগ পাবেন। আর ২য় মেধাতালিকায়
সুযোগ না পেলেও
রিলিজ স্লিপের মাধ্যমে কোন না কোন কলেজে ভর্তি
হতে পারবেন।



এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close