Breaking

Thursday, July 5, 2018

মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস, রাস্তায় নেমেছেন হলের মেয়েরা

ঢাবি: নিরাপদ ক্যাম্পাস ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরা। বুধবার রাত ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করে তারা। রাত ১১টার দিকে রোকেয়া হলের মেয়েরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভ চলে শামসুন্নাহার হলেও।

কেন যৌক্তিক দাবির জন্য নিরপরাধ ছাত্র রাশেদকে রিমান্ডে নেয়া হবে? কেন আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা হবে? যাদের জেলে নেয়া হয়েছে এখনও কেন তাদের ছেড়ে দেয়া হয়নি? আন্দোলনকারী এক মেয়ের গায়ে কেন হাত তোলা হবে? এমন প্রশ্ন রাখেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা বলেন, ‘ছাত্রলীগ আমাদের নিরাপরাধ ভাই-বোনদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই। একই সঙ্গে মিথ্যা ও বানোয়াট মামলায় আটক রাশেদ ভাইসহ সকলের মুক্তি চাই।’ তারা বলেন, ‘রাশেদ ভাইকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমাদের আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি।’
শীর্ষনিউজ/এসএসআই


মধ্যরাতে ছাত্রীদের স্লোগানে স্লোগানে মুখরিত ঢাবির রোকেয়া হল

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close