Breaking

Thursday, August 23, 2018

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি পর্ব (03) প্রত্যেকটি পর্ব ভাল করে পড়ুন

★★★ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ★★★

★ উপমহাদেশে ১ম নৈশ্য বিদ্যালয় চালু হয়

Click here to join our facebook group


→ ১৯১৮ সালে।।
★ বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়স
সীমা —
→ ৬ থেকে ১১।।
★ বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার
বয়স সীমা —
→ ৪ থেকে ৫ বছর।।
★বর্তমানে সারাদেশে কতটি সরকারি
প্রাথমিক বিদ্যালয় আছে?
→৬৩ হাজার ৮৬৫টি।।
[এরমধ্যে আগে থেকেই সরকারি প্রাথমিক
বিদ্যালয় ছিল ৩৭ হাজার ৬৭২]
★বর্তমান সরকার নতুন করে কতটি বিদ্যালয়
জাতীয়করণ করেছে?
→২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়।
★ কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন প্রাথমিক
শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ
করে —
→ ১৯৮০ সালে।।
★ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত
হয় —
→ ১৯৮১ সালে।।
★ খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু
হয় —
→ ১৯৯৩ সালে।।
★ ন্যাপ + নায়েম প্রতিষ্ঠিত হয়— ১৯৭৭
সালে।।
★ ব্যানবেইস প্রতিষ্ঠিত হয় — ১৯৭৬ সালে।।
★ সর্বশেষ শিক্ষা বোর্ড - দিনাজপুর
শিক্ষা বোর্ড।।
★ নায়েম প্রতিষ্ঠিত হয় - ১৯৭৭ সালে।।
★ দেশে সরকারি বিশ্ববিদ্যালয় মোট = ৩৪
টি।।
★ বাংলাদেশে ১ম ক্যাডেট কলেজ -
→ ফৌজদারহাট ক্যাডেট কলেজ ১৯৫৮
সালে।।
★ বাংলাদেশ এয়ার ফোর্স ট্রেনিং
সেন্টার -
→ যশোর।।
★ বাংলাদেশ নেভাল একাডেমি -
→ পতেঙ্গা, চট্টগ্রাম।।
★ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাত লক্ষ্যে
১৩ সদস্য বিশিষ্ট্য নাথান শিক্ষা কমিশন
গঠিত হয় -
→১৯১২ সালে।।
★ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় -
→১৯৯২ সালে।।
★ বাংলাদেশের একমাত্র মিলিটারি
একাডেমি অবস্থিত -
→ ভাটিয়ারী, চট্টগ্রাম।।
★ বাংলাদেশের একমাত্র মেরিন
একাডেমি -
→ জলদিয়া, চট্টগ্রাম।।
★ বিশ্ব স্বাক্ষরতা দিবস - ৮ সেপ্টেম্বর।।
★ বিশ্ব শিক্ষক দিবস - ৫ অক্টোবর।।
★ পাকিস্থানের ১ম শিক্ষা কমিটি (১৭
সদস্য-1949) -
→ আকরাম খান কমিটি ।।
★ বাংলাদেশের ১ম শিক্ষা কমিশন (ড.
কুদরত-ই-খুদা) শিক্ষা কমিশন গঠিত হয় -
→ ২৬ জুলাই, ১৯৭২ সালে।।
★ ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন পূর্ণাঙ্গ
রিপোর্ট পেশ করে - 1974 সালে।।
★ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত হয়
-
→ ৮ জুন, ১৯৭৩ সালে।।
★বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কি ধরনের
প্রতিষ্ঠান -
→ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।।
★ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর
চেয়ারম্যানের মেয়াদকাল -
→৪ বছর।।
★ জাতীয় অধ্যাপক নিযুক্তি ১ম শুরু হয় -
→১৯৭৫ সালে।।
★ জাতীয় অধ্যপকের মেয়াদকাল -
→৫ বছর।।
★ ঢাকা বিশ্ববিদ্যালয় এক্ট পাশ হয় -
→1920 সালে।।
★ ইসলকমিক ইউনিভার্সিটি অবস্থিত -
→গাজীপুর।।
★ রাজশাহী অঞ্চলের ২ বছর মেয়াদি
স্বাক্ষরতা অন্দোলনের নাম কি? —
→ সন্দীপন।।
★ শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার
সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্নিত
আছে =
→১৭ নং অনুচ্ছেদে।।
★ বাংলাদেশের শিক্ষার স্তর কয়টি = ৩
টি।।
★ বাধ্যতামূলক প্রাথমমিক শিক্ষা আইন

পাশ হয় -
→ ২ জানুয়ারি, ১৯৯০ সালে।।
★ বাংলাদেশের ৬৮ টি থানায় ১ম
বাধ্যতামূলক প্রাথমমিক শিক্ষা প্রবর্তিত
হয় —
→১ জানুয়ারি, ১৯৯২ সালে।।
★ বয়স্ক শিক্ষাকে মূলত আখ্যায়িত করা
হয় —
→ উপ-আনুষ্ঠানিক-শিক্ষা নামে।।
★ জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত হয় —
→ 1992 সালে।।
★ ১ম মহিলা জাতীয় অধ্যাপক =
→বেগম সুফিয়া কামাল।।
★ ১ম পুরুষ জাতীয় অধ্যাপক =
→জয়নুল আবেদীন (১৯৭৫ সালে)।।
★ কোন পাবলিক বিশ্ববিদ্যালয়টি
বর্তমানে রাজনীতিমুক্ত —
→রাজশাহী বিশ্ববিদ্যালয়।।
★ UPCEP এর পুরো নাম কি -
→Urban Priviledged Children
Educational
Programme
★ মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় =
→1978 সালে।।
□■□■□■□■□■□■□■□
■□■□■□■□■□■□■□■□■□■□
★ঢাঃবিঃ =১ম উপাচার্য =পিজে হার্টস=
1921
★রাঃবিঃ= ১ম উপাচার্য = I.H. জুবেরী=
1953
★বুয়েট = ১ম উপাচার্য = M.A রশিদ = 1961
★বাঃকৃঃবিঃ = ড. ওসমান গণি = 1961
★চঃবিঃ = আজিজুর রহমান মল্লিক= 1966
★জাহাঃবিঃ = সৈয়দ আলী আহসান=1970
★জাতীয় বিঃ= Dr. M.A. বারী= 1992
★উন্মুক্ত বিঃ= Dr. M শমসের আলী =1992
□■□■□■□■□■□■□■□
■□■□■□■□■□■□■□■□■□■□
★কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
=
→ 1858 সালে।।
★ ছাত্রী বেতন মপকুফ ও উপবৃত্তি প্রদান
প্রাথমিকভাবে দেশে চালু হয়=
→ ১ জানুয়ারি, ১৯৯৪ সালে।।
★ সারাদেশব্যপী চালু হয় =
→1996 সালে।।
★ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
প্রতিষ্ঠিত হয় =
→১৯৭৩ সালে।।
★ ব্যানবেইস এর মতে (2013) বর্তমানে
স্বাক্ষরতার হার = →৫৭.৯%
★ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রঃছাত্রী =
→49.5 : 50.5
★ প্রদীপ্ত সিরাজগঞ্জ ও বিকশিত মাগুরা
=
→সিরাজগঞ্জ ও মাগুরা জেলার
স্বাক্ষরতা আন্দোলনের নাম।।
★ প্রাথমিক শিক্ষা আইন জারি হয় =
→১৯৭৪ সালে।।
★ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি চালু হয়
=
→২৮ সেপ্টেম্বর, ২০০২ সালে।।
★ প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় =
→ঢাকা মেডিক্যাল কলেজ।।-(১৯৪৬)
★ ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় =
→নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (১৯৯২)।।
★ বাংলাদেশে আন্তর্জাতিক
বিশ্ববিদ্যালয় আছে =
→ ২ টি।।
★ উপমহাদেশের ১ম ((((উচ্চ)))) শিক্ষা
কমিশন =
→কলকাতা আলীয়া মাদ্রাসা।।
★ বাংলাদেশের ১ম পাঠাগার =
→রাজা রামমোহন রায় লাইব্রেরি।।
★ উপমহাদেশের ১ম শিক্ষা কমিশন
→ হান্টার কমিশন, ১৮৮২।।
★ বাংলাদেশের সর্বশেষ শিক্ষা কমিশন=
→ ড. মনিরুজ্জামান মিঞা শিক্ষা কমিশন
(২০০৩)।।
★ বাংলাদেশে এ পর্যন্ত শিক্ষা নীতি
প্রণয়ন করা হয়েছে
→ ৩ টি।।
→ সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন
কমিটির প্রধান ছিলেন = জাতীয় অধ্যাপক
কবির চৌধুরী।।
★ শিক্ষা বিভাগের ট্রনিংয়ের শীর্ষ
প্রতিষ্ঠান
→ নায়েম।।
★ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান
উল্লেখযোগ্য -
→ স্যার সলিমুল্লাহ।।
★ বাংলাদেশের একমাত্র গার্লস ক্যাডেট
কলেজ অবস্থিত
→ ময়মনসিংহে।।
★ বাংলাদেশে উপ-আনুষ্ঠানিক-শিক্ষা
বিস্তার লাভ করে
→ 1991 সালে।।
★ বাংলাদেশের জাতীয় শিক্ষা কমিশন
গঠিত হয়
→ ২৬ জুলাই, ১৯৭২ সালে।।
★ বাংলাদেশ সরকার ‘প্রাথমিক শিক্ষা’
সবার জন্য নিশ্চিত করার কর্মসূচী গ্রহণ
করেছে কত সালের মধ্যে
→ ২০১৫ সালের মধ্যে।।
★ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?
→ রাষ্ট্রপতি
★ ১৯৭৪ সালের শিক্ষা কমিশনের
চেয়ারম্যান কে ছিলেন?
→ ড. কুদরত-ই-খুদা
★ বাংলাদেশে সরকারি পিটিআই এর
সংখ্যা মোট?
→ ৫৫ টি।। + ( ২ টি বেসরকারি )
★ বাংলাদেশের কোন জেলায় কোনো
প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট নেই?
→ ঢাকা জেলায়।।

★ বাংলাদেশের ১ম নিরক্ষরমুক্ত জেলা
মাগুরার স্বাক্ষরতা আন্দোলনের নাম কি?
→ বিকশিত।।
★ বাংলাদেশে নিরক্ষরমুক্ত জেলা কয়টি?
→ ৭ টি।। [ সিরাজ_চুমা_লাগা ]
★ খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট অবস্থিত
→ ঢাকা বিশ্ববিদ্যালয়ে।।
★ প্রাথমিক শিক্ষাস্তরে অর্জন উপযোগী
প্রান্তিক যোগ্যতা কয়টি = ৫০ টি।।
★ শিক্ষার জন্য খাদ্য কর্মসূচীর আওতায়
একজন অভিভাবক মাসে কতটুকু গম পান?
→ ১৫ কেজি।।
★ বাংলাদেশে থানা শিক্ষা অফিসারের
মোট পদ সংখ্যা
→ ৪৮১ টি।।
★ ইংল্যান্ডে প্রাথমিক শিক্ষা
বাধ্যতামূলক আইন জারি হয় কত সালে?
→ ১৮৫৭ সালে।।
★ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ নামে
দুটি পৃথক বিভাগ খোলা হয় =
→ ১৯৯২ সালে।।
★ বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে
কত ঘন্টা পড়ানো হয়?
→ ৫৪৪ ঘন্টা।।
★ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের
দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর নাম কি?
→ ড. আফসারুল আমীন।।
★বাংলাদেশে শিক্ষার হার বেশি=
→ বরিশাল - বিভাগ।।
→ বরগুনা - জেলা।।
★ বাংলাদেশে শিক্ষার হার কম=
→ সিলেট - বিভাগ।।
→ জামালপুর - জেলা।।
★বাংলেদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম
কোনটি?
→ কুচবারি কৃষ্টপুর গ্রাম।।
ইহা ঠাকুরগাঁও জেলার সালান্দ ইউনিয়নে
অবস্থিত।।



আগের পর্বটি পাবেন এখানে

এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close