Breaking

Monday, August 20, 2018

কিছৃ গুরুত্বপূর্ণ গণিত প্রশ্ন ও সমাধান যা সবার দেখা জরুরী চাকরির পরীক্ষার জন্য

গনিত নিয়ে ধারাবাহিক সাজেশন

1.ছয়টি ক্রমিক পুর্ণসংখ্যার প্রথম
তিনটির যোগফল ২৭ হলে, শেষ
তিনটির যোগফল –
Ans: ৩৬
2. এক নটিক্যাল মাইল সমান –
Ans: ১৮৫৩.১৮ মিটার
28. দুইটি সংখ্যার ল.সা.গু a এবং গ.সা.গু b
। একটি সংখ্যা c হলে, অপরটি –
Ans: ab/c

3. একটি লেবু ৪ টাকায় কিনে ৫ টাকায়
বিক্রি করলে লাভ –
Ans: ২৫%
4. ১০০ টাকা ৫ বছরের সুদে-
আসলে ২০০ টাকা হলে, সুদের হার –
Ans: ২০%
5. নিচের কোন ভগ্নাংশটি ২/৩
থেকে ছোট ?
Ans: ৩/৫
6. ১৫ জন লোক একটি কাজ ২০
দিনে করলে, ঐ কাজটি ১ দিনে
করতে লোক লাগবে –
Ans: ৩০০ জন
7. ৩ বছর পূর্বে মা এবং মেয়ের
বয়স যথাক্রমে ২৭ বছর ও ২ বছর
ছিল। ৫ বছর পর তাদের বয়সের
অনুপাত –
Ans: ৭ঃ২
8. একটি সংখ্যার ৫ গুণের সাথে তার
বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ
করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি –
Ans: ২ অথবা ৩
9. প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় –
Ans: ৫.৫০
10. A:b = 4:5 এবং b:c = 6:7 হলে,
a:b:c = ?
Ans: 24:30:35
11. Log2√520 এর মান –
Ans: 2
12..(a-b)/ab + (b-c)/bc + (c – a)/ca
এর মান –
Ans: 0
13. 82x+3 = 23x+6 হলে, x এর মান

Ans: -1
14. X – 1/x = 3 হলে, (x4 + 1)/
x2এর মান –
Ans: 11
15. x >y এবং z < 0 হলে, নিচের
কোনটি সঠিক?
Ans: xz < yz
16..a = 2b = 3c এবং abc = 36 হলে,
c এর মান
Ans: 2
17. 3x^3 + 2x^2 – 21x – 20 রাশিটির
একটি উৎপাদক –
Ans: x+1
18. X+y = 3, x-y = 1হলে, 4xy এর
মান –
Ans: 8
19. সমকোণী ত্রিভুজের অপর
কোণদ্বয় –
Ans: 55^0, 35^0
20. একটি ত্রিভুজের কোণগুলির
অনুপাত ২ঃ৩ঃ৫। এর বৃহত্তম কোণটি –

Ans: 900
21. ABCD সামান্তরিকের AB = 12
সে.মি এবং D বিন্দু থেকে AB এর
লম্ব-দূরত্ব 6 সে.মি ।
সামন্তরিকের ক্ষেত্রফল –
Ans: ৭২ বর্গ সে.মি
22. সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য
2√3 একক হলে, ত্রিভুজটির
ক্ষেত্রফল –
Ans: 3√3 বর্গ একক
23.বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে
ক্ষেত্রফল বৃদ্ধি পাবে –
Ans: ৯
24. ত্রিভুজের তিনটি বাহুকে
চক্রাকারে বর্ধিত করলে উতপন্ন
বহিঃস্থ কোণ তিনটির যোগফল –
Ans: 3600


প্রাথমিক গণিতঃ

প্রশ্ন : অংক কাকে বলে?
উত্তর : সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে।
যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
*
প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?
উত্তর : অংক দুই প্রকার। যথা : স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)
*
প্রশ্ন : প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি?
উত্তর : প্রক্রিয়া প্রতীক ৪টি। যথা : +(যোগ), -(বিয়োগ), x(গুণ), ÷(ভাগ)।
*
প্রশ্ন : যোগ কাকে বলে?
উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
*
প্রশ্ন : বিয়োগ কাকে বলে?
উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।
*
প্রশ্ন : গুণ কাকে বলে?
উত্তর : দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।
*
প্রশ্ন : ভাগ কাকে বলে?
উত্তর : বিয়োগের সংক্ষিপ্ত রুপকে ভাগ বলে.....
*
প্রশ্নঃ সংখ্যা কাকে বলে?
উত্তরঃ সংখ্যা হচ্ছে পরিমাপের একটি বিমূর্ত ধারনা।
*
প্রশ্নঃ ভগ্নাংশ কাকে বলে?
উত্তরঃ কোন বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণি ব্যবহূত হয় তাকে ভগ্নাংশ বলে।
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এখানে ক্লিক করে 


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close