Breaking

Tuesday, September 11, 2018

অনার্স প্রথম বর্ষ পরীক্ষা বাংলা বিভাগ 90% কমন( বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি) কোড : 211001


#অনার্স_পরীক্ষা_২০১৮ 
#অনুষ্ঠিত_২০১৮ 
#অনার্স_প্রথম_বর্ষ #
বাংলা_বিভাগ ( বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি) কোড : 211001 
#খ_বিভাগ ...সংক্ষিপ্ত প্রশ্ন 
১। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সংক্ষেপে বর্ণনা কর। 
২। প্রাচীন বাংলার জনপদগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৩। দ্বৈত শাসন কি? বাংলায় দ্বৈত শাসনের ফলাফল দেখাও। 
৪। বঙ্গভঙ্গ কি? কোন পরিস্থিতিতে বঙ্গভঙ্গ রদ করা হয়। 
৫। বারো ভূঁইয়া কারা? তাঁদের পরিচয় দাও। 
৬। বাউল দর্শনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাউল দর্শন কি? 
৭। বাঙালির খাদ্যাভ্যাস ও পোশাকের সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৮। বাংলা নামের উতপতি সম্পর্কে ঐতিহাসিকদের মতবাদগুলো আলোচনা কর। 
৯। সম্রাট আকবরের রাজপুত্র নীতি ব্যাখ্যা কর। 
১০। বাঙালি জাতির নৃ - তাত্ত্বিক পরিচয় দাও। 
১১। প্রাচীন বাংলার লোকশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। 
 #গ_বিভাগ (রচনামুলক প্রশ্ন) 

১। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয় সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। 
২। শশাঙ্ক কে ছিলেন? তাঁর শাসনকালের সংক্ষিপ্ত পরিচয় দাও। 
৩। সংস্কৃতি কাকে বলে? বাঙালি সংস্কৃতির উতসসমূহ ও উপাদানগুলি বর্ণনা কর।
৪। লোক শিল্প কি? বাঙালি সমাজে প্রচলিত বিভিন্ন লোকশিল্পের পরিচয় দাও 
৫। ' মধ্যযুগে বাংলার গ্রামগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ ' উক্তিটির আলোকে মধ্যযুগের বাংলার গ্রামীণ অর্থনীতির স্বরূপ ব্যাখ্যা কর। 
৬। মোগল সম্রাজের প্রতিষ্ঠাতা হিসেবে বাবুরের কৃতিত্ব ও অবদান আলোচনা রাজা কর। 
৭। বাঙালি বাউল মতের বা জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ সম্পর্কে একটি নিবন্ধন লিখ। 
৮। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কারণ ও তার ফলাফল আলোচনা কর। 
৯। কলিঙ্গ যুদ্ধের কারণ ও ফলাফল পর্যালোচনা কর। 
১০। মধ্যযুগের মুসলিম স্থাপত্যকলার পরিচয় দাও।

পরীক্ষার আগের রাতে সাজেশন পেতে আমাদের গ্রুপে জয়েন করুন

Click here to join our facebook Group


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close