Breaking

Tuesday, September 4, 2018

বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক" প্রতিদিন ৫০টি (পর্ব-০১)


০১) ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদিও
উত্তরঃ গ
০২) ‘রেখাচিত্র’ কার রচনা?
ক. গোলাম মোস্তাফা
খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. বদরুদ্দীন ওমর
উত্তরঃখ
০৩) ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. জীবনী
খ. আত্মজীবনী
গ. রম্যরচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ
০৪) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ
০৫) ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ
০৬) কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ
০৭) ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
ক. কথা নিয়ে সাহিত্য
খ. সাহিত্যের কথা
গ. নাটক ও আবৃত্তি
ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ঘ
০৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ
০৯) ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ
১০) বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক
১১) ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ
১২) মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ
১৩) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক
১৪) ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক
১৫) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক
১৬) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ(বিভিন্ন বই অনুযায়ী)
১৭) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক
১৮) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ
১৯) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
২০) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ
২১) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ
২২) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ
২৩) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ
২৪) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
২৫) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ
®®®রমজান®®®
২৬) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
২৭) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ
২৮) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ
২৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ
৩০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক
৩১) বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ(সুনীতিকুমারের মতে)

৩২) ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ
৩৩) লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ

৩৪) বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ
৩৫) বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ
৩৬) পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ
৩৭) ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক
৩৮) কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ
৩৯) কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ
৪০) শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ
৪১) ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ
৪২) শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ
৪৩) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ
৪৪) কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ
৪৫) বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ
৪৬) বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ
৪৭) প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ - খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ
৪৮) বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ
৪৯) উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ
৫০) মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ


পরের পর্ব পেতে আমাদের গ্রুপে জয়েন করুন
এখানে ক্লিক করুন


এমন আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
Join

No comments:

Post a Comment

close